পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు సి) পটুগীজগণ অনায়াসে সনদ্বীপ অধিকার করিতে পারত। নেতার অভাবে তাহদের নানারূপ বিশৃঙ্খলা ঘটায়, তাহার' ষ্টিফেন পালমাযারো নামক একজন বয়োবৃদ্ধ ও বিচক্ষণ ব্যক্তিকে মনোনীত করিয়া তাহাকে তাহাদের নেতৃত্ব গ্রহণের জন্ত অনুরোধ করে । কিন্তু পালমায়ারো এই সমস্ত বৃত্ত লোকদিগের নেতৃত্বগ্রহণে অস্বীকৃত হন। তাহারা তাহাকে ৰারংবার অনুরোধ করিলেও তিনি কিছুতেই সন্মত হন নাই। তথন অগত্য তাহারা তাহাকে তাহদের নেতা স্তির করিয়া দিবাব জন্ত অনুরোধ কবে, এবং সৰ্ব্বথা তাহার আদেশ প্রতিপালনে স্বীকৃত হয় । পালমায়ারো সেবষ্টিয়ান গঞ্জলেস টাইবাওএর নাম নির্দেশ করেন । - মানসিংহের পর কুতুবউদ্দীন বাঙ্গলার স্থবেদার নিযুক্ত হন, সের আফগানের হস্তে তাহার মৃত্যু হইলে, জাহাঙ্গার কুলীখা কাবুলী সুবেদার হইয়া আসেন ; কিছুকাল পরে জাহাঙ্গীর কুলী খ কাবুলীর মৃত্যু হইলে সেথ আলাউদ্দিন ইসলাম খ ১৬০৮ খৃঃ অব্দে তাহার পদে সুবেদার নিযুক্ত হন। ইসলাম খ৷ বাঙ্গলার তদানীন্তন রাজধানী রাজমহল হইতে ঢাকায় সিংহাসন স্থাপন এব° তাহার জাহাঙ্গীরনগর ত্যাখ্যা প্রদান কবেন । তথায় প্রাসাদ ও দুর্গাদি গঠিত হইতেও আরব্ধ হয়। ফিরিঙ্গী ও মগদিগের অত্যাচারনিবারণের জন্তই ইসলাম খাঁ ঢাকায় রাজধানী স্থাপন করিয়াছিলেন। কিন্তু পট গীজগণ তাহাতে ভীত না হইয়। রাজধানীর নিকটেই আপনাদের দুঃসাহসের পরিচয় প্রদান করিতে লাগিল । "গঞ্জলেসকে নেতৃত্বে বরণ করিয়া পৰ্টুগীজগণ সনদ্বীপ অধিকারে কুতসঙ্কল্প হইল। এই সময়ে বাঙ্গলার ভিন্ন ভিন্ন স্থান ও অষ্ঠাষ্ঠ বন্দর হইতে অপরাপর পট গীজগণও আসিয় তাহদের সহিত যোগদান করিল। এইরূপে বহুসংখ্যকসৈন্তের আধিপত্য গ্রহণ করিয়া, গঙ্গালেদ আপনাকে >○ কুবেদার ইসলাম খা ।