পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yసెలి অধিকারে অনিবার জন্য ব্যস্ত হইয় পড়েন। এইরূপে ভুলুয়ার ভাগ্যকাশে চতুর্দিক হইতে শাণিত তরবারির বিদ্যুৎক্রীড়া আরম্ভ হয়। গঞ্জালেসও দেখিল যে ভুলুয়া সনদ্বীপের সম্মুখ ভাগে অবস্থিত হওয়ায়, মোগলগণ কর্তৃক তাহা অধিকৃত হইলে, তাহারও ভবিষ্যৎ কল্যাণজনক নষ্ঠে । সুতরাং তাহার প্রতিকারের জন্য সে আরাকানরাজের সহিত মিলিত হইয়া মোগলদিগকে বাধা প্রদানে ইচ্ছুক হইল। আরাকানরাজ সেলিমস নিজে ৮০ হাজার বন্দুকধারী মগ, ১০ হাজার অসিচৰ্ম্মধারী পেগুবাসী ও সশস্ত্র লোকসহ ৭ শত হস্তী লষ্টয়া যুদ্ধার্থে অগ্রসর হন। তাহার দুই শতাধিক জাহাজ ৪ সহস্র সৈন্তসহ গঞ্জালেসের রণতরীসমূহের সহিত যোগদান করে । গঞ্জলেস তাহীদের অধ্যক্ষ নিযুক্ত হন। তঁহাদের এইরূপ বন্দোবস্ত হইয়াছিল যে, গঞ্জালেস যে সময়ে মোগলদিগকে ভুলুয়া অতিক্রম কবিতে বাধা দিবে, তাহারই মধ্যে আরাকানরাজ তথায় উপস্থিত হইবেন । এইরূপে মোগলের বিতাড়িত হইলে ভুলুল্লা রাজ্যের অৰ্দ্ধাংশ গঞ্জলেসকে প্রদত্ত হইবে । গঞ্জালেস, রাজাকে তাহার রণতরীসমুহের জন্ত তাহার ভ্রাতুপুত্র ও কয়েকটি পটুগীজ যুবককে প্রতিভূস্বরূপ প্রদান করিবে । এই সমস্ত স্থির হইলে, আরাকানরাজ ভুলুয়ায় উপস্থিত হইয়া মোগলদিগকে বিতাড়িত করিয়া দেন। গঞ্জলেস তাহাদিগকে বিশেষ কোন বাধা দেয় নাই, কেহ কেহ অনুমান করেন যে, গঞ্জালেসের বিশ্বাসঘাতকতা ও সেলিম মোগলদিগের নিকট হইতে উৎকোচ লইয়া সে এই সার দুর্দশ । রও মতে গঞ্জলেস ডায়েঙ্গার পটুগীজগণের হত্যার প্রতিশোধ লইবার জন্ত আরাকানরাজকে বিপদে ফেলিবার চেষ্টা করিয়াছিল যাহাই হউক, এইরুপস্কর্য যে গঞ্জলেসের ঘোর বিশ্বাসঘাতকতার