পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ה"כ כי নিদর্শন তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই। গঞ্জালেস নদীর মুখ পরিত্যাগ করিয়া সমস্ত জাহাজসহ একটি দ্বীপের + খাউীতে প্রবেশ করে। ইহাতে মোগলদিগের পথ পরিস্কৃত হইয়া যায়। উক্ত দ্বীপের নিকট উপস্থিত হইয়া গঞ্জলেস আবাকানরাজেব জাহাজের অধ্যক্ষাদগকে নিজের জাহাজে ডাকিয়া পাঠায় ও তাহাদিগকে হত্যা করে। তাহার পর তাহদের জাহাজে নিপতিত হইয়া কতক লোককে নিহত ও কতককে দাসরূপে গ্রহণ কবে । অবশেষে আপনাব জাহাজশ্রেণী লইয়া সনদ্বীপে উপস্থিত হয। ইতি মধ্যে মোগলের আবার বহুসংখ্যক সৈন্য লইয়া ভুলুল্লায় ত্যাগমন কবে, এবং আরাকানরাজকে পরাজিত কবিয তঁহাকে অত্যন্ত বিপন্ন করিয়া তুলে । সেলিমসা অনেক কষ্টে একটি হস্তীতে আরোহণ করিয়া একরূপ একাকীই চট্টগ্রামের দুর্গে আসিয়া উপস্থিত হন, মোগলের মগদিগের উপর নানা প্রকাব অত্যাচার করিতে প্রবৃত্ত হয়। গঞ্জলেস এই সমস্ত অবগত হইয়া আপনার রণতরী লষ্টয়া সমুদ্রতীরস্থ আবাকানী দুর্গসমূহে অগ্নি প্রদান করিযা ও লোকদিগকে তরবারির আঘাতে উত্ত্যক্ত করিয়া তুলে । তাহার পর সে আরাকান পর্য্যন্ত ধাবিত তয, এবং তথায়ও কতকগুলি ভিন্ন ভিন্ন জাতির বাণিজ্য-জাহাজে অগ্নি লাগাইয় দেয়। মোগলদিগের অত্যাচারে ও পটুগীজদিগের বিশ্বাসঘাতকতায় আরাকানরাজের অনেক ক্ষতি হইয়াছিল । সৰ্ব্বাপেক্ষ তাহার একখানি বৃহৎ সুন্দর জাহাজ নষ্ট হওয়ায় তিনি অত্যন্ত দুঃখিত হইয়াছিলেন । এই সুবৃহৎ ও বিচিত্র জাহাজে এক একটি প্রাসাদের দ্যায় এক এক প্রকোষ্ঠ ছিল, এবং তাহা হস্তিদন্তেব ও স্বর্ণের দ্বার খচিত • এই নদী সম্ভবতঃ মেঘনা হইবে, কিন্তু পটু গীজের ইহাকে IDangatiar বলিয়াছেন ।

  1. stoffra zifR Desierta.