পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ß e e রণতরী লইয়। ১৫ই অক্টোবর বিপক্ষগণকে আক্রমণের জন্ত অগ্রসর হন । সমস্ত দিন ধরিয়া যুদ্ধ চলিয়াছিল। কিন্তু তাহাতে জয়পরাজয়েব স্থির হয় নাই। সন্ধ্যার সময় আরাকানীরা নদীতে প্রত্যাবৃত্ত হয়। নবেম্বর মাসের . মধ্য পর্য্যস্ত.এইরূপ অবস্থায় অতিবাহিত হয়। সেই সময়ে গঞ্জলেস নান আকারের ৫০ খানি জাহাজ লইয়া উপস্থিত হয়। রাজপ্রতিনিধি তাহাকে পূৰ্ব্বে সংবাদ প্রেরণ না করায় সে তাহার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হয়, এবং তাহার যোগদানের পূৰ্ব্বে নদীর মধ্যে প্রবিষ্ট হওয়ার জন্য ফ্রান্সিসকে ভৎসন করে। কারণ, তাহার এই ব্যবহারে, বিপক্ষগণ র্তাহীদের উদ্দেশু বুঝতে পারিয়া সুসজ্জিত হওয়ার অবসর পাইয়াছিল । ১৫ই নবেম্বর ফ্রান্সিস তাঙ্গর রণতরীসমূহ দুষ্টভাগে বিভক্ত করিয়া একভাগ নিজের ও অপর ভাগ গঞ্জালেসের অধীনে স্থাপন করেন। পটীজের দূর হইতে দেখিতে পায় যে, আরাকানী ও ওলন্দাজ জাহাজসমূহ যুদ্ধার্থে সজ্জিত হইয় তাহদেব জন্ত অপেক্ষা কবিতেছে । ফ্রান্সিস তাহার নিজের ভাগ লষ্টয়া বিপক্ষের দক্ষিণ পাশ্ব ও গঞ্জলেস বাম পাগ আক্রমণ করে। সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলিযা ছিল। সেই সময়ে ডন ফ্রান্সিস একটি বন্দুকের গুলি দ্বারা আহত হওষায় ও দুই শতাধিক পৰ্টুগীজ নিপাতিত হওয়ায়, গঞ্জলেস প্রত্যাবৰ্ত্তন করাষ্ট যুক্তিযুক্ত মনে করে, এবং ভাটার টানে নদীর মুখে আসিয়া মৃতদিগকে সমাহিত করিয়া অন্যান্য অধ্যক্ষগণের সহিত পরামর্শ করিতে প্রবৃত্ত হয়। পরামর্শে স্থির হয় যে, অভিযান পরিত্যাগ করাই কৰ্ত্তব্য । তাহাই স্থির করিয়া তাহারা সনদ্বীপে চলিয়া যায়। * সনদ্বীপ হইতে পটুগীজ সেনানীগণ গোয় অভিমুখে অগ্রসর হয়, তাহাদের সহিত অনেক ফিরিঙ্গ দস্থাও গিয়াছিল। তাছার গঞ্জলেসের ব্যবহারে বিরক্ত হইয় তাহার সঙ্গ পরিত্যাগ করে। পর বৎসর আরাকান রাজ সনদ্বীপ আক্রমণ করিয়া গঞ্জলেসকে পরাস্ত ও সনদ্বীপ ও অন্তার