পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* a : যে সময়ে গঞ্জালেস ফিরিঙ্গী সনদ্বীপে প্রভুত্ব বিস্তার করিয়া আরাকানরাজের সহিত যুদ্ধে ব্যাপৃত ছিল, সেই সময়ে পূর্ববঙ্গের আফগানগণ ও ওসমানেৰ পতন ও বিদ্রোহীচরণ করে । তৎকালে প্রায় বিংশ সহস্ৰ পাঠান বিদ্রোহের আফগান মিলিত হইয়া ওসমান খাকে নেতৃত্বে বরণ শান্তি । করে। ওসমান খা মানসিংহের সহিত যুদ্ধে পরাজিত হইয়া উড়িষ্য পরিত্যাগ করিয়া পূৰ্ব্ববঙ্গে আসিতে বাধ্য হন । তথায় তিনি কিছু জায়গীর প্রাপ্তও হইয়াছিলেন উক্ত জায়গীরের আয় পাচ ছয় লক্ষ টাকা হইবে। কিন্তু ওসমান কদাচ শাস্ত ভাবে অবস্থিতি করিতে পারিতেন না । মনসিংহ বাঙ্গল পরিত্যাগ করিলে, এবং কুতুবউদ্দীন প্রভৃতির মৃত্যু হইলে, তিনি ক্রমে ক্রমে আবার স্বাধীনতা প্রকাশের চেষ্টা করেন। তাহার পর ইসলাম খাঁর শাসন সময়ে ১৬১২ খৃঃ অব্দে তিনি প্রকাশ্যভাবে মোগলদিগের বিরুদ্ধে ষদ্ধসজ্জা করেন। উক্ত অব্দের ২রা মার্চ ঢাকা হইতে প্রায় একশত ক্রোশ দূরে নেক উজ্জ্বল নামক স্থানে তিনি মোগল সৈন্তের সম্মুখীন হন। ইসলাম খ! সুজাত খা নামক একজন সুপ্রসিদ্ধ ও সুদক্ষ সেনাপতিকে ওসমানের সহিত যুদ্ধে প্রেরণ করিয়াছিলেন । সুজাত খা প্রথমে দূত দ্বারা আফগানগণকে শাস্ত হইবার জন্ত উপদেশ দিয়া পাঠান। কিন্তু আফগানেরা তাহাতে কর্ণপাত করে নাই। উভয় পক্ষ যুদ্ধ ক্ষেত্রে উপস্থিত হইল, ওসমান একটি মদমত্ত রণহস্তীকে সুজাতের দিকে চালিত করেন। সুজাত তাহাকে ক্রমাগত আহত করিতে প্রবৃত্ত হইলে, হস্তী তাহাকে তাহার অশ্ব হইতে পাতিত করে। সুজাত ভূমিতে দণ্ডায়মান হইয় হস্তীকে আঘাত করিতে প্রবৃত্ত হন। র্তাহার সঙ্গী সৈনিকেরাও

  • ষ্টয়ার্ট ভ্রম ক্রমে এই যুদ্ধ সুবর্ণরেখার তীরে নির্দেশ করিয়াছেন। (Biochmamm's Ain-i-Akbari 520 P. to ) @