পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গভূমি হইতে পাঠান রাজত্বের অবসান ঘটিলে, মোগল সুবেদারগণ · ইহার শাসনভার গ্রহণ করেন। হোসেন কুলী খ খ জেহানের পর মজঃফর খা বাঙ্গলার সুবেদার নিযুক্ত হন। ইহার সময়ে মোগল কৰ্ম্মচারীরা বিদ্রোহী হইয়া তাহাকে হত্যা করে । তাহার পর রাজা তোড়রমল্ল বাঙ্গলার সুবেদার মোগল সুবেদারগণ বাঙ্গলার বন্দোবস্ত । হইয় হিন্দুদিগের সাহায্যে বিদ্রোহীদিগের দমনে সচেষ্ট হন । তোড়রমল্ল বাঙ্গলার রাজস্ব বন্দোবস্ত করির চিরবিখ্যাত হইয়া গিয়াছেন। ১৫৮২ খৃঃ অব্দে ‘আসল জমা’ তুমার প্রস্তুত হয়। তিনি বাঙ্গলা দেশের সমস্ত ভূমির বিবরণ ও পরিমাণ যথাসাধ্য জ্ঞাত হইয়া, তাহাকে কতকগুলি বিভাগে বিভক্ত করিতে ইচ্ছা করেন। র্তাহার বৃহত্তর বিভাগগুলি সরকার ও ক্ষুদ্রতর বিভাগগুলি পরগণা বা মহাল নামে অভিহিত হয়। কতকগুলি মৌজা বা গ্রাম লইয়া পরগণার স্বষ্টি ও কতকগুলি পরগণ লইয়া সরকার গঠিত হয়। সমস্ত বাঙ্গল দেশ ১৯ সরকার ও ৬৮২ পরগণায় বিভক্ত হইয়াছিল। বাঙ্গলার ভূমি খাল্য ও জায়গীর দুই নামে অভিহিত হয়। যে জমির আয় রাজকোষে আসিত, তাহকে খালস ও যাহার আয় কৰ্ম্মচারিগণের ব্যয়নিৰ্ব্বাহের জন্য প্রদত্ত হইত, তাহাকে জায়গীর কহিত । তোড়রমল্প খালসা ভূমির ৬৩,৪৪,২৬০ টাকা ও জায়গীর ভূমির ৪৩,৪৮, ৮১২ টাকা, মোট ১,২৬,৯৩,১৫২ টাকায় বঙ্গ রাজ্যের জমা নির্দেশ করেন । এই সময় হইতে জমীদারগণ সরকারের প্রকৃত অধীন হইয় পড়েন। পূৰ্ব্বে যাহারা ভু ইয়া নামে অনেক স্বাধীনতা ভোগ করিতেন, এই সময় হইতে তাহদের ক্ষমতার হ্রাস হয়। ভূমির সহিত সম্বন্ধ ছিন্ন করিয়া ক্রমে র্তাহদের অন্যান্য ক্ষমতারও হ্রাস করা হয়। যে দিন হইতে বাঙ্গলা দেশে ভূইয়া প্রথা রহিত হইয়া জমীদারী প্রথার প্রচলন আরম্ভ হইয়াছিল, সেই দিন হইতে বাঙ্গলার প্রকৃত অবনতির দিন আসিয়াছিল। ভুইয়াগণের