পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s উপস্থিত হন। তথায় পঞ্চশত নদী মধ্যে অবগাহন করিয়া সমুদ্রতীর দিয়া কলিঙ্গদেশে গমন করেন । * গঙ্গাসাগর হইতে কলিঙ্গ ৰাউড়িযায় যাইতে হইলে মুন্দরবন দিয়াই যাইতে হয়, সুতরাং বর্তমান সুন্দরবনে তৎকালে সাগরসঙ্গম ছিল বলিয়া বুঝিতে পারা যাইতেছে। ঘৰভারতের উক্ত বিবরণ হইতে জানা যায় যে, তৎকালে মুন্দরবনে অসংখ্য নদনদী ছিল, তখনও ইহার সম্পূর্ণ গঠন হয় নাই। কিন্তু যে অংশে গঙ্গালাগরসঙ্গম হইয়াছিল, তাহ তৎকালে তীর্থস্বরূপেই পরিগণিত হইভ, এবং তদবধি আজ পর্যন্ত তাহ সেই ভাবে গণ্য হইয়া আসিতেছে। সুতরাং সুন্দরবনের পশ্চিমাংশ যে বহুকাল হইতে সুগম ছিল, তাহাতে সঙ্গেহ নাই। আমরা পূৰ্ব্বাপর বলিয়া আসিতেছি যে, সুন্দরবনের যে অংশে গঙ্গা* সাগরসঙ্গম, তাহ বহুদিন হইতে তীর্থস্থান রূপে পরিচিত। পদ্মপুরাণে এই সাগরসঙ্গমকে এক বিস্তৃত জনপদৰূপে বর্ণনা করা হইয়াছে। তথায় সুষেন নামে চন্দ্রবংশীয় একজন রাজা রাজত্ব করিতেন। তাহার সুভায় প্লক্ষদ্বীপস্থ দীপ্যন্ত্রী নগরীর রাজা গুণাকরের কল্প ও তালধ্বজ নগরের রাজপুত্র মাধবের -পত্নী স্থলোচনা পুরুষবেশে বীরবর নাম ধারণ করিয়া ভীমনাদ নামে এক • “ততঃ প্রযাতঃ কৌশিক্যাঃ পীগুবে জনমেজয় । আনুপূৰ্ব্বেণ সৰ্ব্বাপি জগামায়তনাস্তথ। স সাগরং সমাসাদ্য গঙ্গায়াঃ সঙ্গমে নৃপঃ। নদীশতানাং পঞ্চানাং মধ্যে চক্রে সমাপ্লবং ॥ ততঃ সমুদ্রতীরেণ জগাম বহুধাধিপঃ। ত্ৰাতৃভিঃ সহিতে বীর: কলিঙ্গা প্রতি ভারত ” :: (মহাভারত বনপৰ্ব্ব ১১৪ অঃ ) ইহাতে বুঝা যায় যে, সেই সময় সমুদ্রে দ্বীপ স্বষ্টি আরম্ভ হই। স্বশরবনের উৎপত্তি :#ীড়ছিল। তখন ইহার পশ্চিম অংশ দুর্গম হইয় উঠে নাই। 4}গঙ্গাসাগরসঙ্গম ও দিবঙ্গের উৎপত্তি বিয়ে মুর্শিদাবাদের ইতিহাসের * 2: απ44 পদ্মপুরাণ ।