পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२bv বৎসরের পূৰ্ব্বে রচিত কবিরামের দিগ্বিজয়প্রকাশে লিখিত আছে যে, অনরি নামে ব্রাহ্মণ যশোরেশ্বরীর শতদ্বারযুক্ত মন্দির নিৰ্ম্মাণ করিয়াছিলেন । গোকৰ্ণবংশ সস্থত ধেমুকৰ্ণ নামে রাজা যশোরের জঙ্গল কাটাইয়া যশোরেশ্বরীর মন্দিরের নিকট ইষ্টক-রচিত গৃহ নিৰ্ম্মাণ করিয়াছিলেন । ধেনুকর্ণ রাজার অস্তিত্ব থাকিলে, তিনি যে বহু পূৰ্ব্বে বিদ্যমান ছিলেন, তাহাতে সন্দেহ নাই। দিগ্বিজয়প্রকাশে উপবঙ্গের বা “ব” দ্বীপের যে বিবরণ অাছে, তাহাতে সুন্দরবনের সুন্দর চিত্ৰ দেখিতে পাওয়া যায় ৷ * যে সময় গ্ৰাকৃগণ ভারতবর্ষে উপনীত হইয়াছিলেন, সে সময় তাহারাও বঙ্গদেশের বিবরণ উল্লেখ করিয়াছেন। মিগাস্থিনিস গঙ্গানদীর তীরস্থ গাঙ্গারডি ও গণকরের নির্দেশ করিয়াছেন, এই দুই গ্রীকদিগের বিবরণ। می স্থান এক্ষণে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। র্তাহার বিবরণ হইতে সুন্দরবনের বিষয় বিশেষরূপে অবগত হওয়া যায় না। এরিয়ান কটদ্বীপ বা কাটোয়া এবং আমিষ্টিল বা অজয় নদের উল্লেখ করিয়াছেন। তিনি গঙ্গার অনেক শাখানদীরও নির্দেশ করিয়াছেন। তদ্বারা অনুমান হয়, তিনি দক্ষিণ বঙ্গ সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করিয়াছিলেন । সৰ্ব্বাপেক্ষা বিশদরূপে আমরা টেলেমির বর্ণনায় সুন্দরবনের নির্দেশ দেখিতে পাই । তিনি বাঙ্গলার “ব” দ্বীপ সম্বন্ধে বিশদ বিবরণ প্রদান করিয়াছেন। । তাহার বর্ণনা হইতে বুঝা যায় যে, সুন্দরবন তৎকালে

  • "ভাগীরথ্যtঃ পূৰ্ব্বভাগে দ্বিযোজনতঃ পরে। পঞ্চযোজনপরিমিতে হপবঙ্গে হি ভূমিপ । উপবঙ্গে যশোরাদিদেশাঃ কাননসংযুতাঃ । জ্ঞাতব্য ৰূপশাল বহুলাহ নদীৰুচ।” (রিজিয়প্রকাশ)। + “Ptolemey's description of the Delta is by no means a bad -one lf we rejećt the longitudes and latitudes, as I always do, and adhere solely to his narrative, which is plain enough. He

&