পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভুমিকা । প্রস্থ পাদিত্য প্রকাশিত হ’ল । কয়েক বৎসঃ *সতে কমব এই গুরুত্ব ব্যাপারে হস্তক্ষেপ করিয়াছি। কিন্তু নানরূপ বাধা পিন্ন ঘটায়, প্রতাপাদিত্যকে যথাসময়ে সাধাৰণের নিকট উপস্থাপিত করিমে গরি নাই। এত দিনে আমাদের আশ সফল কষ্টল । কিন্তু এই বিপ্লাটু ব্যাপার আমাদের দ্বারা সমগ রূপে সংসাধিত হইয়াছে পালয় ।বশ্বাস করিতে পারিতেছি না। তবে আমাদেব এষ্ঠ শপিশমের যৎকিঞ্চিৎ মূল্য সাধারণে প্রদান করিলে আমরা চরিতার্থ হইব। বাস্তবিক প্রতাপাদিত্যসম্পাদন বড়ই দুরূহু ব্যাপাব । নান ভাষার গ্রন্থ আলোচনা ও ষোড়শ শতাব্দীর বাঙ্গলার ইতিহাস পুস্থ গুপুঙ্খরুপে অসুসন্ধান করিলে তবে ইহার প্রকৃত সম্পাদন ༣rཔོ། সংসাধিত হম। কিন্তু আমাদের লেরূপ ক্ষমতা বা অবসর নাই। সেওন্ত বলিতেছি, আমাদেরই সাধ্যায়রূপ সম্পাদনসহ আমরা প্রতাপাদিত্যকে সাধারণের নিকট উপস্থাপিত করিলাম। ইহাতে যে অনেক ক্ৰটি আছে, তাহ আমরা বিশস্বরূপ জ্ঞাত আছি। তবে উদার\পাঠকবর্গের সে দিকে দৃষ্টি না থাকলেই ঞ্জী হইব।।. * - এই গ্রন্থে যে যে পুস্তক সন্নিবেশিত হইয়াছে, তাহদের কোন কোন নামি সৃদ্বন্ধে ই একটি কথা বলিবার ইচ্ছা করিতেছি। প্রথম, রামরায় বস্তুর জন্তাপাদিত্যচরিত্র ইহা বাঙ্গলা তাম্বার প্রকাশিতৃ আদি গদ্যগ্রন্থ। মুঙ্গে লম্বন্ধে আমরা গ্রন্থমধ্যে বিস্তৃত আলোচনী করিয়াছি। উক্ত গ্রন্থের