পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭ક চারিশত ক্রোশ ও প্রস্থে উত্তর-দক্ষিণে তিনশত ক্রোশ নির্দেশ করিয়াছেন। * এই বিস্তৃত ভূভাগের যে অধিকাংশ সুন্দরবন তাহাতে সন্দেহ । নাই। ইশা খাঁ ইহার অধীশ্বর হইলেও সুন্দরবনের কতক অংশ বাকলার । ভূইয়া কন্দৰ্পরায়ের ও কতক অংশ যশোহরের ভূইয়া বিক্রমাদিত্য, বসন্তরায় ও প্রতাপাদিত্যের অধীন ছিল । সুন্দরবনের যে অংশ বর্তমান বাকরগঞ্জ জেলার অন্তর্গত তাহ বাকলার ভূইয়ার এবং খুলনা ও চব্বিশ পরগণার অন্তর্গত সুন্দরবন যশোহরের ভূইয়াদিগের অধীন ছিল। সুন্দরবনের ষে অংশ যশোহরের ভূ ইয়াগণের অধীন ছিল তাহার কতক অংশ চাদ খ! মসন্দরীর জারগীর ছিল । সুন্দরবনের মধ্যভাগ খাজাহান আলি কর্তৃক বিস্তৃত জনপদে পরিণত হইলে ক্রমে সুন্দর বনের পশ্চিমভাগেও গ্রামাদি প্রতিষ্ঠিত হইয়া তাহ লোকজনের পক্ষে সুগম হইয় উঠে, এবং কালে তাহ এক বিস্তৃত জায়গীরে পরিণত হইয়া চাদ খাঁ মসন্দরীর বৃত্তিরূপে

  • ভাটি সম্বন্ধে আকবরনামায় যাহা লিখিত আছে, ইলিয়টের ভারতবর্ষের ইতিহাসে তাহার এইরূপ মৰ্ম্ম প্রদত্ত হইয়াছে –

“Bhati is the lowlying country and is called by that Hindi name. because it lies lower than Bengal. If extends nearly 4oo kos from East to West and nearly 300 from North to South. On the East lies the sea and the country of Jessore : on the West lies the hillcountry South of Tonda. On the North the salt sea and the extremities of the hills of Tibet.” (Elliot's History of India vol. vi.) উপরে আকবরনামীয় যে মৰ্ম্ম প্রদত্ত হইয়াছে তাহাতে ভাটির চতুঃসীমা সম্বন্ধে নানারূপ গোলযোগ দৃষ্ট হয়। সেইজন্য বেভারিজ সাহেব ইহার পাঠের কিছু কিছু পরিবর্তন *fars Egi FGR i fsf Tondan giza Londa 3 Jessore să stra Jessa ৰলিতে চাহেন। লও| রিয়াজুস সালাতিন গ্রন্থে উড়িষ্যার সীমা বলিয়। কথিত হইয়াছে। জেসা আইন আকবরীতে জয়স্তিয়ার স্থানে লিখিত হইয়াছে। ( Journal of the Asiatic Society of Bengal vol. LXXiii. Pt. I. No. 1, 1904, p. 62.) k, Grant সাহেব সুন্দরবন ও তন্নিকটস্থ ভূমি সকলকেই ভাটি বলুির নির্দেশ করিয়৷ ফুেল। উহার মতে হিজলীও তাহার অন্তর্গত।