পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8v সময়ে মিলিত হইয়া মোগলগণকে বাধা প্রদান করিতেন, এবং উহার আপনাদিগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখিবার জন্ত মোগলের সহিত প্রাণপণে যুদ্ধ করিয়াছিলেন । কখনও কখনও তাহারা পরস্পরের সহিতও বিবাদে প্রবৃত্ত হইতেন, এবং মগ ও ফিরিঙ্গীদিগের সহিতও যুদ্ধ করিতেন। তাহারাই প্রকৃত প্রস্তাবে দেশের য়াজ ছিলেন, সকলেই ইহাদের বগুতা স্বীকার করিত। মুসলমান নয়জনের মধ্যে সকলেই পাঠান ছিলেন । এই সময়ে উড়িষ্যার পাঠানগণও বঙ্গভূমিতে অধিকার বিস্তারের জন্ত অল্প চেষ্টা করেন নাই। তৎকালে এইরূপে মোগল, পাঠান, মগ, ফিরিঙ্গী ও বাঙ্গালীর মধ্যে বঙ্গরাজ্য লইয়া ঘোরতর সংগ্ৰাম চলিয়ছিল। কিন্তু পরিশেষে মোগলেরাই বিজয়লাভ করে। বারভূইয়ার মধ্যে যে তিনজন হিন্দু ছিলেন, র্তাহীদের নাম উল্লিখিত হইয়াছে। তাহারা সকলেই বঙ্গজকায়স্থ। লক্ষ্মণমাণিক্য ও মুকুন্দরাম রায়,-যাহার কাহারও কাহারও মতে ভূইয়৷ বলিয়া উল্লিখিত হইয়া থাকেন,—তাহারাও বঙ্গজ কায়স্থ ছিলেন। কিন্তু উপরি উক্ত দুইজন যে বারভূইয়ার অন্তর্গত ছিলেন না, আমরা পূর্বেই সে কথার উল্লেখ করিয়াছি। ভুলুয়ার রাজগণ চিরদিন ত্রিপুরার সামন্ত রাজা ছিলেন, এবং আকবরনামার মুকুন্দরাম রায়কে একজন জমীদারমাত্র বলিয়া দেখা জন হিন্দু, তাহার চ্যাণ্ডিকান, জীপুর ও বাকলার অধীশ্বর। অবশিষ্ট ভুইয়ার মুসলমান। 8°知-8● q দেখ । “According to Du Jarric, the three Hindu princes were those of Sripur, Chandican and Bacala.”-Beveridge's Distriat qf Bakargunj, P. 29, Note. ফাৰ্ণাণ্ডেজ কেবল ক্ষমতাশালী ভুইয়াদের বিষয়ই উল্লেখ করিয়াছেন। সেই সময়ে বাকলার রাজা রামচন্দ্র রায় অল্পবয়স্ক হওয়ায় তিনি উtছার উল্লেখ করেন নাই। কিন্তু, ৫াছার দলভুক্ত প্রচারক ফনসেকার বিবরণ হইতে রামচন্দ্র ও তাহার রাজ্যসম্বন্ধে অনেক বিষয় জানা যায়। পরে তাহ লিখিত হইতেছে। w 捻