পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

é२ নতা ঘোষণা করিয়াছিলেন । মোগল সুবেদার খাজাহান আর কতকগুলি আফগানের সাহায্যে ৯৮৬ হিজরী (১৫৭৮ খৃঃ অব্দে) ভাটি প্রদেশ অধিকার করেন । * তাহার পর হইতে ইশা মোগলের বগুত স্বীকার করিয়াছিলেন। কিন্তু তিনি সুযোগ পাইলেই স্বাধীনতা-প্রকাশের চেষ্টা করিতেন - এই সময়ে মাগুম ধ। কাবুলী বিদ্রোহী হইয়া ভাটি প্রদেশে উপস্থিত হন, এবং ইশার সাহায্য গ্রহণ করেন। আজিম খার সুবেদারীর সময়ে তাস ন গা মাগুম খার দমনের জন্ত অগ্রসর হন ; কিন্তু তিনি তাজপুরের দুর্গে বিপক্ষগণ কর্তৃক আবদ্ধ হইলে, সাহাবাজ খাঁ কুম্বুর প্রেরিত সৈন্তের সাহায্যে মুক্তিলাভ করেন। আজিম খার পরে সাহাবাজ খাঁ বাঙ্গলার সুবেদার নিযুক্ত হন। তিনি তাসীন থার সহিত মিলিত হইয়া ১৫৮৫ খৃঃ অব্দে মাগুম খার অনুসরণ করিয়া ইশার অধিকারে উপস্থিত হন, এবং মাগুমকে ধৃত করিয়া পাঠাইবার জন্য তাছাকে বলিয়া পাঠান। ইশা সেই সময়ে কুচবিহারঅধিকারে গমন করিয়াছিলেন । সাহাবাজ খা খিজিরপুরের নিকট নদীতীরস্থ দুইটি দুর্গ অধিকার করিয়া সোনারগ প্রভৃতি হস্তগত মাশুম খাঁ কাবুলী ও ইশা খাঁ ।

  • ,Blochman's Ain-i-Akbari. + Gait সাহেব ১৮৯৩ সালের এসিয়াটিক সোসাইটীর পত্রিকায় Koch Kings of Kamrup নামক প্রবন্ধে লিখিয়াছেন যে, কোচবিহারের রাজা নরনারায়ণ ও আকবর মিলিত হইয় গৌড় পাশাকে আক্রমণ করিয়াছিলেন। শিলারায় পূৰ্ব্ব ও মানসিংহ পশ্চিম হইতে উহার রাজ্য আক্রমণ করেন। গেট সাহেব উক্ত গৌড় পাশাকে দাযুদ্ধ সাহ বলিতে চাহেন। বেভারিজ উহাকে ইশা খাঁ স্থির করেন। দ্বায়ুদের সময়ে মানসিংহ আসেন নাই । অধিকন্তু ইশ কোচবিহার-রাজ লক্ষ্মীনারায়ণের বিরোধী পাটকুমারকে সাহায্য করিয়াছিলেন। লক্ষ্মীনারায়ণ মানসিংহের সহিতও মিলিত হইয়াছিলেন। ইশার ছিত কোচবিহার-রাজের যে বিবাদ ঘটিত, সাহাবাঙ্গ থার সময়ে ইশার কোচবিহার হইতে ত্যাগমন তাহার প্রশ্ন? প্রা। ময়মনসিংহের ইতিহাসলেখক কেদারনাথ মজুমদার লেন যে, ইশা খী ঐ সময়েঞ্জ" লক্ষ্মণ হাজ নামে কোচ-রাজাকে দমন করিা