পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ করিলে, মাগুম একটি দ্বীপে আশ্রয় লয়। এই সময়ে সাহাবাজখী প্রভৃতি মাগুমকে প্রায় ধৃত করিয়াছিলেন, কিন্তু সহসা ইশা কুচবিহার হইতে অনেক সৈন্ত ও রসদ লইয়া উপস্থিত হইয়া মাশুমের সাহায্যে প্রবৃত্ত হন। বাদশাহী সৈন্তের ব্রহ্মপুত্রের তীরে শিবিরসন্নিবেশ করিয়া অবস্থিতি করিতেছিল, তাহারা জলপথ ও স্থলপথ উভয় পাশ্ব হইতে আক্রান্ত হয় । তাসন খাঁ মাগুম খাঁ কর্তৃক বন্দী হইয়া স্থত হইলে, সাহাবাজ খ বিপক্ষগণের সহিত সন্ধি করিতে ইচ্ছুক হন। ইশা খা প্রথমে তাহার প্রস্তাবে সন্মত হইয়াছিলেন, কিন্তু পরে স্বীকৃত না হওয়ায় উভয় পক্ষে যুদ্ধ চলিতে থাকে। সাতমাসব্যাপী যুদ্ধের পর বাদসাহী সৈন্তের জয়লাভ করিলে, বিদ্রোহীর ভগ্নোদ্যম হইয় পড়ে; কিন্তু সেই সময়ে আমীরদিগের সহিত সাহাবাজ থার বিরোধ উপস্থিত হওয়ায়, বিপক্ষগণ কোন কোন স্থানে ব্ৰহ্মপুত্রের তারস্থ বধ কাটিয়া দেওয়ায়, বাদসাহী সৈন্তশিবির জলে প্লাবিত হইয়া যায়। পরে উভয় পক্ষে যুদ্ধ উপস্থিত হইলে বিদ্রোহিগণের নেতা বন্দুকের গুলিতে হত হয়। অবশেষে তাছার পলায়ন করিতে অরস্ত করে, কিন্তু ঢাকার থানাদার সৈয়দ হোসেনকে বন্দী করিয়া লইয়া যায়। ইশা সুযোগ বুঝিয়া বন্দী হোসেনের দ্বারা সন্ধির প্রস্তাব করেন, সাহাবাজ তাহার প্রস্তাবে সন্মত হন। সন্ধিতে এইরূপ স্থির হয় যে, ইশা বাদশাহের বগুত। স্বীকার করিবেন, সোনারগায়ে একজন দারোগ নিযুক্ত হইবেন, এবং মাগুম মক্কায় গমন করিবেন ; বাদশাহের নিকট রীতিমত কর প্রেরিত হইবে । ইহার পর বাদসাহী সৈন্ত প্রত্যাবর্তনের উপক্রম করিলে ইশা খ। পুনৰ্ব্বার নূতন প্রস্তাব করিয়া পাঠান। সুতরাং আবার উভয় পক্ষে

মোগলদিগের সহিত সংবর্ষ। ছিলেন। আকবরনামায় লিখিত আছে যে, ইশা খাঁ কোচদিগের রাজ্য হইতে প্রত্যাগত হন। এক্ষণে তিনি কোচবিহার বা জঙ্গলবাড়ীত্ত্বে গিয়াছিলমাতাহাবিবেচ্য। ।