পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

« ፂ গণ বঙ্গদেশে আগমন করেন, র্তাহাদের মধ্যে ফ্রান্সিস ফর্ণাণ্ডেজ ইশা খার রাজধানী কত্রাভূতে উপস্থিত হইয়াছিলেন । * `चाशद्र। পূৰ্ব্বে উল্লেখ করিয়াছি যে, খিজিরপুর পরগণা ইশা খার জমিদারী ছিল। খিজিরপুর সরকার সোনাবগায়ের অন্তর্গত। কিন্তু তিনি উত্তর, পূৰ্ব্ব ও দক্ষিণবঙ্গের অনেক স্থানে আপনার অধিকার বিস্তৃত করিয়াছিলেন। কত্রাভূ নামক স্থানে র্তাহার রাজধানী ছিল। জেসুইট পাদরীগণ কত্রভূর কথা সুস্পষ্টরূপেই উল্লেখ করিয়াছেন। আকবরনামায় তাহাকে কত্রীপুর বলিয়া নির্দেশ করা হইয়াছে। ব্লকম্যান সাহেব তাঙ্গকে বক্তারপুর বলেন। এই কত্রাভূ বা কত্রীপুর বা বক্তারপুর কোথায়, তাহাও জানিবার উপায় নাই। বেভারিজ সাহেব সাবারের নিকটস্থ ক্ষেতবাড়ীকে কত্রীভূ বলিতে চাহেন। খিজিরপুর হষ্টতে ১৫ ক্রোশ উত্তরে বক্তারপুর নামে একখানি ক্ষুদ্রগ্রাম আছে বটে, কিন্তু তাহাতে কোনও আটালিকাদির চিহ্ন নাই। আমরা ইশা খাঁ সম্বন্ধে যত দূর অবগত হইতে পারিয়াছি, তাহ লিপিবদ্ধ করিলাম। পরে তিন জন হিন্দু ভূ ইয়া সম্বন্ধে যথাসাধ্য আলোচনা করিব। ইশাখার রাজধানী । Sumatra, and many other places.”—Harton Ryley's Ralph Fitch P. I 18. • ‘ আমি মসনদ আলির রাজধানী কত্রভু অভিমুথে গমন করি। সেখানকার লোকদিগকে খ্ৰীষ্টধৰ্ম্মে দীক্ষিত করার ইচ্ছা ছিল। কিন্তু তাহদের অধিকাংশই মুসলমান । সেখানে কতকগুলি বৈদেশিক বণিক ছিল, তাহার। সৰ্ব্বদা আগর, লাহোর প্রভৃতি মোগল সাম্রাজ্যের প্রধান প্রধান স্থানে গতায়াত করিয়া থাকে। আমি তাহদের সহিত অনেক তর্ক বিতর্ক করিয়াছিলাম : তাহারা মনোযোগসহকারে সে সকল শুনিত । তাহাদের মধো যিনি প্রধান, তিনি বিশেষরূপ মনোযোগ দিতেন। র্তাহারা আমার সহিত BBB BBB BBBB B BBB BBBBB BBBS B BBBB BBB BBBBS গণ আপনাদের ধৰ্ম্ম ও আচারকে শ্রেষ্ঠ মনে করিয়া তাহা ত্যাগ করিতে চাহিত না।” ৪৪২ পৃ দেখ