পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@> বিকদ্ধাচরণ করিতেন না। কিন্তু ইশা খ। কৌশলে চাদ রায়ের বিধবা কন্ত স্বর্ণময়ীকে লইয়া যাওয়ায়, তাহদের সহিত ঘোরতর বিবাদ উপস্থিত হয। ইশা খার মৃত্যুর পর পর্য্যন্তও সেই বিবাদ গুরুতররূপেই চলিয়াছিল। এইরূপ কথিত আছে যে, ইশা খাঁ কর্তৃক স্বর্ণময়ী অপহৃত হইলে, চাদ রায় লজ্জার ও অপমানে শয্যাশায়ী হইয়া পড়েন। ক্রমে তাহার অন্তিম সময় উপস্থিত হয়। শ্ৰীমন্ত খা নামে তাহদের কোনও ব্রাহ্মণ কৰ্ম্মচারী বিশ্বাসঘাতকতা করিয়া স্বর্ণময়ীকে ইশা খার হস্তে অর্পণ করে। চাদ রায়ের মৃত্যু হইলে, কেদার রায় একাকী আপনার পরাক্রমপ্রকাশে প্রবৃত্ত হন । তিনি কেবল ইশা খাঁর রাজ্য আক্রমণ করিয়া ক্ষান্ত হন নাই। কেদার রায় একেবারে মোগলের অধী- , নতাপাশ ছেদন করিয়া আপনাকে স্বাধীন নরপতি বলিযা ঘোযণা করেন। জেসুইট পরিব্রাজকদিগের বর্ণনায় তিনি অত্যন্ত পরাক্রমশালী রাজা বলিয়া উল্লিখিত হইয়াছেন। - তিনি নৌযুদ্ধে প্রসিদ্ধ ছিলেন, এবং তাহার রাজ্যমধ্যে বহুসংখ্যক রণতরী যুদ্ধার্থ প্রস্তুত থাকিত । খ্ৰীপুরের সন্মুখস্থিত সনদ্বীপ র্তাহাদের অধিকারভুক্ত হয়। কিন্তু কেদার রায় । hereabouts rebels against their king Zebaldim Echebar, for here are so many rivers and ilands that they slee from one to another. whereby his horsemen cannot prevaile against them. Great store of cotton cloth is made here.”—Harton Ryley's Ralph Fitch pp i 18-119. অনেকে Chandryকে Choudry পড়িয়াছেন ; কিন্তু হটন রাইলির &গ্রন্থে স্পষ্টতঃ Chandry লিখিত আছে । ইটন রাইলি আবার স্ত্রীপুরকে শ্রীরামপুর বলিয়া ভ্ৰম করিয়াছেন। রালফ ফিচের সময় যে চাঁদ রায় বৰ্ত্তমান ছিলেন, তাহাতে সন্দেহ নাই ।

  • ৪৪০ ও ৪৭৪ পৃঃ দেখ।