পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ খানি রণতরী দগ্ধ হইয়া যায়। পটুগীজদিগের ছয় জন মাত্র নিহত হইয়াছিল, এইরূপ কথিত হইয়া থাকে । ইহাতে আরাকান-রাজ ক্রুদ্ধ হইয়া স্বীয় সেনাপতিগণের কাপুরুষতার জন্য তাহাদিগকে তিরস্কার করিয়াছিলেন । * পটুগীজগণ জয়লাভ করিয়াছিল বটে, কিন্তু তাহদের রণতরীগুলি ভগ্ন হওরায় তাহার শ্রীপুর, বাকল ও চণ্ডিকান বা সাগর দ্বীপে আশ্রয় লয়। কার্ভালে ৩০খানি রণতরীর সহিত শ্রীপুরে কেদার রায়ের নিকট গমন করে । অগত্য সনদ্বীপ ● আরাকান-রাজের অধিকারভুক্ত হয় । সেই সময়ে মানসিংহ পূৰ্ব্বৱঙ্গের সমস্ত স্থান অধিকার করিয়া কেদার রায়ের রাজ্য আক্রমণ করিবার জন্য এক শতখানি কোষ নৌকার সহিত মন্দ রায়কে প্রেরণ করেন। কেদার রায়ের সৈন্ত্যগণের সহিত ঘোরতর যুদ্ধে মন রায় হত হয়, এবং কার্ভালো জয়লাভ করে। তাহার পর কার্ভালো তথা হইতে গলিন বন্দরে উপস্থিত হইয়া তথাকার মোগলটুর্গ অধিকার করে । কার্ভালোর নামে লোকে এরূপ শঙ্কিত হইত যে, কথিত আছে, এক জন আরাকানী সেনাপতি স্বপ্নে কার্ভালো কর্তৃক আক্রান্ত হইয়াছে মনে করিয়া মানসিংহের ত্রীপুর আক্রমণ ।

  • “The king of Arracan foreseeing such a storme, provided a Navie of a thousand sails, the most Frigates some greater catures and cosses, and assailed the Portugal Fleet at Sundiva under Carvalius, who had but sixteene of divers forts or shipping which staid by him, and yet got the victorie, neere two thousand of the Enemies being slaine, a hundred and thirtie of their vessels burnt with the ‘loss but six Portugals which vexed the king of Arracan, that he put many of the captaines in woman’s habit, upbraiding their effiminate courges, which had not brought one Portugal with them alive or dead. sas-so : (ww !