পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*38 তাহাদিগকে পরাস্ত করিয়া বিক্রমপুর ও শ্রীপুর অধিকার করেন। জয়পুরের বংশাবলীতে লিখিত আছে যে, মানসিংহ এই সময়ে কেদার রায়কে পরাজিত করিয়া তাহার এক কন্যার পাণিগ্রহণ ও তাহার কুল-দেবতা শিলা মাতাকে লইয়া যান ও র্তাহাকে অম্বরে প্রতিষ্ঠিত করেন। শিলামাত অদ্যপি তথায় অবস্থিতি করিতেছেন । তাহার পর কেদার রায় আবার আরাকান-রাজের সহিত মিলিত হইয়াছিলেন। আরাকান-রাজ যে সময়ে পূর্ববঙ্গের অনেক স্থান মোগলদিগের হস্ত হইতে বিচ্ছিন্ন করিয়া সোনারগ। প্রদেশ আক্রমণ করেন, সেই সময়ে কেদার রায় তাহার পক্ষভুক্ত ছিলেন। ; মানসিংহ ১৬০৩ খৃষ্টাব্দে প্রথমে আরাকান-রাজকে দমন করিয়া, তৎপর বৎসর কেদার রায়কে আক্রমণ করেন। সেই সময়ে কেদার রায়ের অধীন ৫০০ শত রণতরী ছিল। মোগল সেনাপতি কিলমক্‌ কেদার রায় কর্তৃক অবরুদ্ধ হইয়া শ্ৰীনগরে অবস্থিতি করিতে বাধ্য হন। অবশেষে মানসিংহ তাহার সাহায্যের জন্ত একদল সৈন্ত প্রেরণ করেন। উভয় পক্ষে ঘোরতর অগ্নি-ক্রীড়ার পর কেদার রায় আহত হইয়া মোগলহস্তে বন্দী হন, এবং মানসিংহের নিকট নীত হইবার অব্যবহিত পরেই তাহার প্রাণ বায়ুর অবসান হয়। ৯ his fellows, and made them slie into the river which when the king heard cost him his head to (Parchas Pilgrims Pt IV. BK. V P513) & Elliot Vol VI. p. 166 Inayatulla's Takmilla-i-Akbarnama. + এই শিলামাতাকে ভ্রমক্রমে অনেকে যশোরেশ্বরী যলিয়া থাকেন। (খ ) পরিশিষ্ট দেখ । i “He (£he Mogh Raja) succeeded by his wiles in bringing over Kaid Rai; the zemindar of Bikrampur, who had been forcibly reduced by Man singh.” (Elliots History of India Vol VI.) : § “Raja Mansingh after defeating the Magh Raja, turned his attention towards Kaid Rai of Bengal, who had collected nearly 500 |