পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ চন্দ্রকে বধ করিবার জন্য চেষ্টা করিয়াছিলেন, তাহাতে সন্দেহ নাই। এ বিষয়ে আমরা সকল প্রবাদ অপেক্ষা প্রাচীন ঘটককারিকার প্রবাদই বিশ্বাস্ত বলিয়া মনে করি। রামচন্দ্রের সহিত অনেক দিন হইতে প্রতাপাদিত্যের কস্তার বিবাহের কথা হয়। সম্ভবতঃ, এই বিবাহসময়ে রামচন্দ্র কিছু কাল স্বরাজ্য হইতে অনুপস্থিত থাকায় আরাকানয়াজ বাকলা জয় করিতে সমর্থ হইয়াছিলেন। তাহা হইলে, ১৬০২-৩ খৃষ্টাব্দে রামচন্দ্রের বিবাহ হয়। সেই সময়ে কার্ভালোও প্রতাপাদিত্য কর্তৃক নিহত হয়। রামচন্দ্র বয়ঃপ্রাপ্ত হইলে, আপনার বাহুবলের পরিচয়ও প্রদান করিয়াছিলেন। তিনি ভুলুয়ার লক্ষ্মণমাণিক্যকে জয় করিয়া বন্দি-অবস্থায় স্বরাজ্যে অনিয়ন করেন । * বাকলাতেই লক্ষ্মণমাণিক্যের মৃত্যু সংঘটিত হয়। রামচন্দ্র মোগল ও মগ কর্তৃক আক্রান্ত পটুগীজদিগকে স্বরাজ্যে আশ্রয় দান করিয়াছিলেন। সুপ্রসিদ্ধ গঞ্জলেস ফিরিঙ্গী আপনার প্রাধান্তবিস্তারের জন্তা রামচন্দ্রের সাহায্য গ্রহণ করিয়াছিল, কিন্তু অবশেষে সে বিশ্বাসঘাতকতাপূৰ্ব্বক রামচন্দ্রের রাজ্য আক্রমণ করিয়া, তাহার অধিকারস্থ সাহাবাজপুর ও পাতলেভাঙ্গ অধিকার করিয়া লয়। পরে এ বিষয়ের বিশেষরূপ আলোচনা করা যাইবে । লক্ষ্মণমাণিক্যের পরাজয় ।

  • “রামচন্দ্রস্তস্য স্বতঃ গুণে স্ত্রীরাঘবোপমঃ।

মহাধনুধর শুরে ভীমসেনসমে বলী । জিত্ব লক্ষ্মণমাণিক্যং ভুলুয়াধিপতিং বরং । স্বরাজ্যে হানয়ামাস বন্ধ তঃ ৰূপশা গং।”

  • 来源 来源 “মহাযোধো মহারথে। বিক্রমে কেশরিসমঃ । ভাস্করস্তৎসমশ্চৈব ন ভূতে ন ভবিষ্যতি ॥”—ঘটককারিক। প্রযুক্ত কৈলাসচত্র সিংহ বলেন যে, রামচন্দ্র লক্ষ্মণমাণিক্যের বুজো উপস্থিত হইলে,

লক্ষ্মণ আমোদ প্রমোদের জন্ত তাহার নৌকায় উপস্থিত হন ; কিন্তু বিশ্বাসঘাতক রামচন্ত্ৰ , Y o