পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ¢ নাম কীৰ্ত্তনে শতমুখ ; বঙ্গগ্রন্থকার তাহার কীৰ্ত্তিপ্রচারে অগ্রসর, বঙ্গরঙ্গভূমি র্তাহার গৌরবগানে ব্যাকুল। তিন শত বৎসর অতীত হইল, যশোরের রক্তাক্ত প্রান্তরে ছিন্নবাহু বাঙ্গলার প্রতাপ—মানসিংহ কর্তৃক পিঞ্জরাবদ্ধ হইয়া কাশীধামে জীবন বিসর্জন দিয়াছেন, কিন্তু আজিও যেন তাহার সজীব প্রতিমা আমাদের চক্ষেব সমক্ষে ঘুরিয়া বেড়াইতেছে। সত্য সত্যই ভারতচন্দ্র তাহাকে ‘প্রিয়তম পুথিবীর বলিয়া কীর্তিত করিয়াছেন, তাহা ন হইলে, তিন শত বৎসর পরেও বাঙ্গালী তাহার নামে উন্মত্ত হইয়া উঠে কেন ? তাহার সমকক্ষ মহাবীর কেদারবায় প্রভৃতির নাম বিস্মৃতির অতল জলে চিরনিমজ্জিত হইয়া গিয়াছে, কোন কালে তাহাদের অস্তিত্ব ছিল কিনা, বঙ্গবাসী তাহ অবগত নহে, কিন্তু প্রতাপের নাম অদ্যাপি কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হইতেছে । ইহা কি অল্প গৌরবের কথা ! ইহাতেই বুঝা যায় যে, তিনি দেবানুগৃহীত পুরুষ ছিলেন। মগ, ফিরিঙ্গী, পাঠানগণ বাধ্য হইয়া যাহার সহিত মিত্রত স্থাপন করিয়াছিল, র্যাহার স্বাধীনতাহরণের জন্ত মোগলগণকে অনেক প্রয়াস পাইতে হইয়াছিল, মোগলসাম্রাজ্য প্রতিষ্ঠার অন্যতম স্তম্ভম্বরূপ মানসিংহকে যাহার সহিত সমরপ্রান্তরে রণাভিনয় করিতে হইয়াছিল, বাঙ্গালীর গৌরবস্থল সেই প্রতাপাদিত্যের নাম যে চিরোজ্জল থাকিবে, তাহাতে সংশয় আছে কি ? ব্যাঘ্রভল্লুকসমাকীর্ণ সুন্দরবন তাহার সমস্ত কীৰ্ত্তি লোপ করিতে চেষ্টা করিলেও বাঙ্গালী জাতির অস্তিত্ব যত দিন বিদ্যমান থাকিবে, তত দিন প্রতাপের নাম বিলুপ্ত হইবে না। যত দিন বঙ্গভাষা ধরণীর পৃষ্ঠে বিরাজমান থাকিবে, তত দিন প্রতাপের নাম উত্তরোত্তর কীৰ্ত্তিত হইবে। যত দিন বাঙ্গালী জাতীয়তার জন্ত ব্যাকুল হইবে, তত দিনই তাহার কীৰ্ত্তি তাহদের স্মৃতিপটে চিরজাগরূক থাকিবে। যদিও কার্যসিদ্ধির জন্ত প্রতাপ অনেক সময়ে নিষ্ঠুরতার পরিচয় দিয়া আপনাকে আদর্শ চরিত্র হইতে