পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br> ১৫৭৩ খৃঃ অব্দে স্বলেমানের মৃত্যু হইলে তাহার জ্যেষ্ঠপুত্র বায়জিদ গৌড়ের সিংহাসনে উপবিষ্ট হন। বায়জিদ আমীরগণেব সাহায্যে স্বীয় ভগিনীপতি হুসো কর্তৃক নিহত হইলে, হুসোও আবাব আমীর লোদী ঐ কর্তৃক হত হয় এবং সুলেমানের কনিষ্ঠ পুত্র দাযুদের মস্তকে রাজচ্ছত্র ধৃত হয়। দায়ুর সিংহাসনে উপবিষ্ট হইবা আপনার ধনরত্ব পূর্ণ রাজকোষ ও সৈন্তসংখ্যা দেখিয়া আপনাকে স্বাধীন নবপতি বলিয়া ঘোষণা করেন। তাহার আমীর উল ওমর লোদী খাও র্তাহাকে এ বিষয়ে উৎসাহ প্রদান কবিয়াছিলেন। দায়ুদ মোগলরাজ্যে উপদ্রব আরম্ভ কবিয়া গাজীপুরের নিকট জামনিয়া নামক দুর্গ অধিকার করেন । আকবর বাদসহ এই সংবাদ পাইয়া খানখানান মুনিম থাকে বিহবি ও বাঙ্গলা অধিকারের জন্য আদেশ দেন । পাটনার নিকট মোগল সৈন্তের সহিত আমার উল ওসব লোদীর্গর সংঘর্ষ উপস্থিত হয় । কয়েকটি ক্ষুদ্র যুদ্ধেব পব উভয়পক্ষেব মধ্যে সন্ধি সংস্থাপিত হইয়াছিল। লোদীর্থার ক্ষমতা দিন দিন বৰ্দ্ধিত হইতেছে দেপিয়া, দায়ুদ তাহাকে বন্দী করিয়া তাহর সর্বস্ব লুণ্ঠন ও অবশেধে তাঙ্গরি হত্যার আদেশ প্রদান ক েন । মুসলমান ঐতিহাসিকগণ বলিয়া থাকেন যে, সুপ্রসিদ্ধ কতলুর্গ। ও শ্রীহরি বা শ্রীধরের উত্তেজনায় ও নিজের বিচারশক্তির অভাবে দায়ুদ এইরূপ কার্য্যে প্রবৃত্ত হইয়াছিলেন। * লোদী বন্দী অবস্থায় শ্ৰীহরির তত্ত্বাব বিক্রমাদিত্য ও दमृस्छ ब्रांझ !

  • “At the instigation of Katha khan, who had for a long time held the country of Jagannath and of Sridhai Hindu Bengali, and "rough his own want of judgment, he seized Lodi his Amir-ul"mra, and put him in confinement under the charge of Sridhar Bengali.” ( Nizaşı ud-din Ahmad’s Tablat-i-Akbart. Elliot vol.

V. P. 373.) o