পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペ 。 ধানে অবস্থিত হন। কতলু ও শ্ৰীহরি লোদীর মৃত্যুর পর উকীল ও উজীরের পদলাভ করিবেন বলিয়া ধায়ুদ্ধকে এইরূপ পরামর্শ দিয়াছিলেন। এই সময়ে শ্ৰীহরি বা শ্ৰীধর দায়ুদের নিকট হইতে মহারাজ বিক্রমাদিত্য উপাধি লাভ করিবেন। * তাহার পিতৃব্যপুত্র জানকীবল্লভও দায়ুদের প্রিরপাত্র হওয়ায় তিনি রাজস্ব-বিভাগের শ্রেষ্ঠ পদ অধিকার করেন ও রাজা বসন্তয়ায় উপাধি প্রাপ্ত হন । কতলু খ ও বিক্রমাদিত্য দাযুদের দক্ষিণ ও বাম হস্তস্বরূপ ছিলেন, এবং বসন্তরায়ও ছায়ার দ্যায় তাহার অমুসরণ করিতেন। তৎকালে কতলু খ ও র্তাগর স্ববংশীয় ও অমাত্য খাজা ইশাখার সহিত বিক্রমাদিত্য ও বসন্ত রায়ের অপরিসীম বন্ধুত্ব স্থাপিত হয়। কতলু ও ইশা উভয়ে লোহানী বংশসস্থত ছিলেন। দায়ুদের অনুগ্রহ লাভ করিয়া বিক্রমাদিত্য ও বসন্তরায় আপনাদিগের এক জায়গীর লাভের জন্ত প্রয়াসী হন। রামরাম বসু মহাশয় লিখিয়াছেন যে, দায়ুদের শোচনীয় পরিণাম ভাবিয়া তাহারা ভবানন্দ প্রভৃতির পরামর্শে দাযুদকে পরিত্যাগ করিয়া ভবিষ্যতে কোন দূরবর্তী স্থানে অবস্থান করিবার জন্য সচেষ্ট হইয়াছিলেন। কিন্তু নিজামউদ্দীন আহম্মদ প্রভৃতি মুসন্মান ঐতিহাসিকগণ

  • “Sridhar Bengali • * * whom he had given the title of Bikramajit.” (Nizam-ud-din Ahmad. Elliot vol. v. P. 378. , মুসলমান লেখকগণ বিক্রমাদিত্য বা বিক্রমাদিং উপাধিকে বিক্রমজিৎ বলিয়া উল্লেখ করিয়াছেন। উজ্জয়িনীর স্বপ্রসিদ্ধ বিক্রমাদিত্য ঘদেীনি প্রভৃতি কর্তৃকও ‘Bikramajit নামেই অভিহিত হইয়াছেন। ( ১১ টিল্পনী দেখ )

+ “শ্ৰীহরিস্তস্য পুত্রশ বিক্রমাদিত্য সংজ্ঞকঃ sk 家 o যশোরের , প্রতিষ্ঠ । স্বতন্তস্য মহাজ্ঞানী জানকীবল্লভঃ স্তুতঃ। & 毒 & বসন্ত রায় সংজ্ঞাঞ্চ রাজোপাধিং তথৈবচ। , প্রাগ্রাৎস নয়শ্রেষ্ঠ সর্বশাস্ত্রবিশারদ। (ঘটৰকারিকা)