পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

し* 今 হইয়া দরিয়াপুর পর্যন্ত উপস্থিত হইলে বাদসহ সেই সময়ে থানখানান মুনিম খাকে বাঙ্গল ও বিহারের সুবেদার নিযুক্ত করিয়া আগরাভিমুখে গমন করেন। দায়ুদ বঙ্গের দ্বার তেলিয়াগুড়ি হইতে রাজধানী টtড়াতে উপস্থিত । হন। মোগলের তাহার পশ্চাদ্ধাবন করিলে তিনি রাজধানী পরিত্যাগ করিয়া উড়িষ্যার অভিমুখে গমন করেন। খানখানাল মুনিম খ তেলিয়াগুড়ি অতিক্রম করিয়া রাজধানী টাড়ায় উপস্থিত হন ও ১৫৬৪ খৃঃ অব্দে ৰাঙ্গলার রাজধানী অধিকার করিয়া লন । তাহার অব্যবহিত পরেই তিনি রাজা তোড়লমল্লকে দায়ুদের পশ্চাদ্ধাবনের আদেশ দেন। রাজা তোড়লমল্ল বীরভূম, মেদিনীপুর প্রভৃতি স্থানে দাযুদকে আক্রমণ করেন। কিন্তু তাহার বলবৃদ্ধির প্রয়োজন হওয়ায় তিনি অধিক দূর অগ্রসর হইতে পারেন নাই। ক্রমে ক্রমে মোগল সৈন্ত তাহার নিকট সমবেত হয়, ও অবশেষে মুনিম খাও র্তাহার সহিত যোগ দিবার জন্ত টাড়া হইতে উড়িষ্যাভিমুখে যাত্রা করেন। মোগল সেনা কর্তৃক আক্রান্ত হইয়া দায়ুদ অবশেষে কটক দুর্গে আশ্রয় গ্রহণ করেন ও মুনিম খাঁর সহিত সদ্ধি করিতে বাধ্য হন। দায়ুদ খা বাদসাহের বগুত। স্বীকার করিলে তাহাকে উড়িষ্যা প্রদেশ প্রত্যপণ করা হয় । তাহার পর মুনিম খা টাড়িয়ে উপস্থিত হইয়া তথা হইতে রাজধানী গৌড়ে স্থানান্তরিত করেন । এই সময়ে ১৫৭৫ খৃঃ অব্দে গৌড়ের স্বাস্থ্য নষ্ট হওয়ায় অসংখ্য লোক মহামারীতে প্রাণত্যাগ করিতে বাধ্য হর। মুনিম খাও সেই মহামারীতে জীবন বিসর্জন দেন। মুনিম খার মৃত্যুতে সুযোগ পাইয়া দায়ুদ উড়িষ্যা হইতে পুনৰ্ব্বার বাঙ্গলার দিকে ধাবিত হইয়া পাটন পৰ্য্যন্ত অগ্রসর হন । এই সংবাদ প্রাপ্ত হইয়া বাদসাহ পঞ্জাবের শাসনকর্তা খাঁ জাহান হোসেনকুলি খাকে বাঙ্গলার শাসনকৰ্ত্ত নিযুক্ত করিয়া দায়ুদের বিরুদ্ধে প্রেরণ করেন। রাজা টোড়ল যশোরের বাদসাহী ফাৰ্ম্মান ।