পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

しテa) বাদসাহস্বাক্ষরিত ফাৰ্ম্মান প্রদান করেন। যশোর এক্ষণে আর জায়গীর রহিল না, কিন্তু তাহার জন্ত নির্দিষ্ট করধাৰ্য্য হইল, এবং বর্ষে বর্ষে সেই কর প্রদান করার জন্ত আদেশও প্রদত্ত হয়। এইরূপে যশোরের ভৌমিকত্ব প্রাপ্ত হইয়া বিক্রমাদিত্য প্রথমে বসন্তরায়কে যশোরে প্রেরণ করেন। বসন্তরায় তথায় উপস্থিত হইয়া যশোরসমাজ নবপ্রতিষ্ঠিত রাজ্যের ও রাজধানীর উন্নতিসাধনে প্রবৃত্ত হন। কিছুকাল পরে বিক্রমাদিত্যও গৌড় পরিত্যাগ করিয়া তথায় গমন করেন। যশোররাজ্যের দিন দিন শ্ৰীবুদ্ধি হইতে দেখিয়া বিক্রমাদিত্য ও বসন্তরায় উভয়ে পরামর্শ করিয়া তথায় একটি সমাজস্থাপনে প্রয়াসী হন । বিক্রমাদিত্যের উৎসাহে বসন্তরায় । অপরিসীম চেষ্টা করিয়া চন্দ্ৰদীপ প্রভৃতি স্থান হইতে সন্ত্রান্ত ব্রাহ্মণ, কায়স্থ ও বৈদ্যদিগকে আনয়ন করিয়া যথাযোগ্য মৰ্য্যাদাসহকারে তাহাদিগকে যশোর রাজ্যে বাস করাইয়াছিলেন । এই সমস্ত সন্ত্রাস্ত ব্যক্তিগণের মধ্যে র্তাহদের স্বশ্রেণী বঙ্গজ কায়স্থগণের সংখ্যাই অধিক ছিল। যদিও চন্দ্রদ্বীপ বঙ্গজ কায়স্তগণের মূল সমাজ ছিল, তথাপি নবপ্রতিষ্ঠিত যশোর সমাজ অনেক সন্ত্রান্ত ব্যক্তিগণে পরিপূর্ণ হইয় তাহার সহিত প্রতিদ্বন্দিতায় প্রবৃত্ত হয়। " বৰ্ত্তমান সময় পৰ্য্যন্তও যশোর সমাজ আপনার গৌরব রক্ষা করিয়া আসিতেছে । বিক্রমাদিত্য ও বসন্তরায় গৌড় পরিত্যাগ করিয়া যশোরে উপস্থিত হইয়া, যশোর রাজ্যের উন্নতিসাধনে ব্যাপৃত হইলেন বটে, কিন্তু পিতৃব্য শিবনন্দকে যশোরে লইয়া যাইবার জন্ত তাদৃশ যত্ন প্রদর্শন করেন নাই, এমন কি ভবানন্দ ও গুণানন্দও সে বিষয়ে তাহাদিগকে উপদেশ দেন নাই । যশোরে বাস করার কিছুকাল পরে ভবানন্দ ও গুণানন্দ পরন্থোকগত হন । শিবানন্দের পুর্ববঙ্গে গমন ।