পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$88 তিন রকম । প্রাচীনের অপেক্ষ নবীনের গুণের মধ্যে দেখি, তোমরা একটু ইংরেজি পিথিয়াছ । কিন্তু ইংরেজি শিথিয়া কাহার কি উপকার করিয়াছ ? ইংরেজি শিখিয় কেরাণীগিরি শিথিয়াছ দেখিতে পাই । কিন্তু মনুষ্যত্ব ? শুন, প্রাচীনে নদীনে প্ৰভে কি, বলি। প্রচীনের পরোপকারী ছিলেন ; তোমরা আত্মোপকরী। প্রাচীনের সত্যবাদী ছিলেন ; তোমরা কেবল প্রিয়বাদী। প্রাচীনের ভক্তি করিতেন, পিতা মাতাকে ; নবীনের ভক্তি করা পত্নী বা উপপত্নীকে । প্রাচীনের দেবতা ব্রাহ্মণের পূজা করিতেন ; তোমাদের দেব তা টেদ ফিরিঙ্গী, তোমাদের ব্রাহ্মণ সোনার বেনে । সত্য বটে, তাহার পোন্তলিক ছিলেন, কিন্তু তোমরা বোতলিক । জগদীশ্বরীর স্থানে, তোমরা অনেকেই ধানেশ্বরকে স্থাপন করিয়াছ ; ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্থানে, ব্রাণ্ডি, রস, জিন । বিয়র, সেরি, তোমাদের ষষ্ঠ মনসার মধ্যে । বঙ্গীয় বাবুর ভ্রাতৃস্নেহ, সম্বন্ধীর উপর বৰ্ত্তিয়াছে, অপত্যস্নেহ ঘোড়া কুকুরের উপর বৰ্ত্তিয়াছে ; পিতৃভক্তি আপিসের সাহেবের উপর বৰ্ত্তিয়াছে, আর মাতৃভক্তি ? পাচিকার উপরে । আমরা অতিথি অভ্যাগত দেখিলে মহা বিপদ মনে করি বটে, তোমরা তাহাদিগকে গলা ধাক্কা দাও । আমরা অলস ; তোমরা শুধু অলস নও-তোমরা বাবু! তবে ইংরেজ বাহাদুর, নাকে দড়ি দিয়া তোমাদের ঘানিগাছে ঘুরায়, বল নাই বলিয়। ঘোর । আর আমরাও নাকে দড়ি দিয়৷ যুৱাই বুদ্ধি নাই বলিয়া ঘোর । আমর; লেখা পড়া শিখি নাই বলিয়া আমাদের ধৰ্ম্মের বন্ধন নাই, আর তোমাদের ? তোমাদের ধৰ্ম্মের বন্ধন বড় দৃঢ়, কেন না তোমাদের সে বন্ধনের দড়ী, একদিগে শুড়ী আর একদিগে বায়ন্ত্রী টানিয়া অ’টিয়া দিতেছে; তোমরা ধৰ্ম্ম দড়িতে মদের কলসী গলায় বাধিয়া, প্রেমসাগরে -