পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

23:52, 27”Wr::-:-, -s sex ,y ) , : VTT (?:'});L চীন – নব-জাগ্রত চীনের স্বাধীনতা-সংগ্রাম আবার নুতন উদ্যমে আরম্ভ হইয়াছে। এই জাতীয় দল গত বৎসর যখন দক্ষিণ চীনে দেশদ্রোহীদের বিরুদ্ধে বিরাট অভিযান করিয়াছিল ও সাংহাই অধিকার করিয়াছিল তখন ব্রিটিশ সৈন্ত নানারূপে তাহাদিগের গতি প্রতিহত করিতে চেষ্টা করিয়াছিল । সম্প্রতি সংবাদ পাওয়া গিয়াছে যে, সেনাপতি চ্যাং-কাই-সেকের নেতৃত্বে জাতীয় দল উত্তর চীনে দেশদ্রোহী চাং-সে-লিনের সেনাদলকে পরাজিত করিয়া সিয়াংফু অধিকার করিয়াছে। সিয়াংফু জীপালীদের একটি আড়া—স্বতরাং ইহাতে তাহাদের গাত্রদৃtহ উপস্থিত হইয়াছে। তাহার। হঠাৎ বিনা কারণে জাতীয় দলের সৈন্তগণকে আক্রমণ করিয়া চীনা বসতির উপর অত্যাচার করিয়া ও সংটাঙের কমিশনারকে - নিষ্ঠুর ভাবে হত্যা করিয়া নিজেদের বর্বরতার পরিচয় দিয়াছে। চীন অভিমুখে জাপানের সৈন্ত সামন্ত ও রণতরী প্রেরিত হইয়াছে এবং যাহাঁতে জাতীয় দল উত্তর চীনে আধিপত্য বিস্তার করিতে না BBB BBBB BBBBBB BBBB Bu DDDDD S BBBBBB সহিত চীনের এই সংঘর্ষে আমেরিক মধ্যস্থ হইবে বলিয়াও একটা গুজব রটয়াছে। স্বাধীনস্থ কামী জাতীয় দল এ-সমস্ত বাধা বিপত্তি স্ত্রাঙ্গা করিবেন না বলিয়া সকলেই অনুমান করিতেছে। কারণ গত বৎসর সাংহাই অধিকারের সময় ব্রিটিশ ও মিত্রশক্তিসমূহের সমন্ত অষ্ঠায় আব্দর উপহার ব্যর্থ করিয়ছিলেন ; তাই মনে হয় ব্রিটিশের প্রদাঙ্ক-অনুসরণকারী জাপানের ছুরভিসন্ধিও তাহারা বিফল করিবেন। *"পানের এই হঠাৎ আক্রমণের ফলে চীনের আভ্যস্তরিক গোলযোগ বোধ হয় কিছুকালের জন্য থামিয়া যাইবে। কারণ বিদেশী শত্রুর গষ্ঠায় অভিযান প্রতিরোধ করিয়া দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাধিবার "ন্য চীনের সকল দলই মিলিত হইবে । মিশরকে ইংরেজ এক সময় দায়ে পড়িয়া “স্বাধীনতা" দান ifরতে বাধ্য হইয়াছিল। কিন্তু তাহার পরই পারস্ত, ইরাক ও ভারতের তোরণার হয়েজ খাল সম্পূর্ণ স্বাধিকারে আনিবার দন্তে ইংরেজ মিশরে নিজেদের সৈন্য আমদানি করিল। অজুহাত ইল, মিশরে ইংরেজ ব্যবসায়ী প্রভৃতির স্বার্থ সংরক্ষণ। মিশর হার প্রতিবাদ করিয়া জানাইল যে, সমস্ত স্বাধীন রাষ্ট্রেই "দশীগণ বসবাস করিয়া থাকে ; তাহদের রক্ষণাবেক্ষণের জন্ত +ীন দেশেই বিদেশীয় সৈন্তা রাখার প্রয়োজন হয় না। উপরন্তু পরে যে-সকল বিদেশী বসবাস করিতেছে, তাহাদের স্বার্থসংরক্ষণ সবে বলিয়া মিশরের কর্তৃপক্ষ ভরসা দিল । কিন্তু ইংরেজ মিশরের "ই ষ্টায্য কথায় অত্যন্ত কৃষ্ট হইল এবং ১৯২২ সালে সে মিশরকে ষে অধিকার দিয়াছে. তদন্তিরিক্ত কোন দাবীই কখনই সে মানিয়া লইবে না বলিয়া উত্তর দিল । সম্প্রতি মিশরবাসীরা Assemblies আইনের (সভা সমিতি সম্পর্কিত আইন) প্ৰবৰ্ত্তন সাধন করিতে চাহিয়াছে। মিশরের পক্ষে এই Assemblies আইন প্রবর্তিত করা প্রয়োজনীয়। কারণ, মিশরে জাতীয়ভাবের উদ্বোধন-কয়ে যেসব উৎসব ও সভাসমিতি হইয়া থাকে, শাপ্তিভঙ্গের অজুহাতে ইংরেজ পুলিশ তাহ অযথা বন্ধ করিয়া দেয়। ইহাতে অকণরণে গোলযোগের সৃষ্টি হয়। মিশরের জাতীয়দল ভাই এই আইনটি এমনভাবে পরিবর্তন করিতে চাহে যে, পুলিশ কোন সভাসমিতি শোভাযাত্র বন্ধ করিতে পরিবে না, অথবা কোন সভা ভাণ্ডিয়া দিতে পারিবে না। যদি কোন সভায় কখনো শাস্তিভঙ্গ হয় তাঙ্গ হইলে পুনরায় শাস্তি স্থাপন না হওয়া পৰ্য্যস্ত পুলিশ সভার কার্য বন্ধ করিতে পারিবে না। ইংরেজ ইহাতে বাদ সাধিল এবং ভয় দেখাইল যে, ২রা মে তারিখের সন্ধ্যার পূৰ্ব্বে মিশর যদি ঐ জাইন প্রবর্তন করিবার প্রস্তাব বর্জন না করে, তাহা হইলে ইংরেজ তাহার ইচ্ছামত্ব কাজ করিবে। এই চরমপত্রের সঙ্গে সঙ্গে রণতরীও প্রেরিত হইল । ংরেজ বলে যে, মিশরীরা যখনই কোন রকম গভাসমিতি শোভাযাত্রা করে তখনই তাহারা অ-মিশরী, বিশেষ করিয়া ইউরোপীয়দেয় উপরেই উপদ্রব করে । সুতরাং সেই উপদ্রব হইতে তাহাদিগকে রক্ষা করিবার জন্যই ইংরেজকে ঐ আইনের বিরুদ্ধাচরণ করিতে হইতেছে। ইংরেজের পক্ষ হইতে পররাষ্ট্র-সচিব স্তার অষ্টেন চেম্বারলেন মিশরের প্রধান মন্ত্রী না, দ পাশাকে এই মর্শ্বে একখানি চরম-পত্র প্রেরণ করেন : (১) প্রস্তাবিত খসড়াটি যাহাতে আইন সভায় উথাপিত না হয় অবিলম্বে তাহার ব্যবস্থা করিতে হইবে। (২) এই আইনটি লইয়া যে আলোচনা হইবে না সে-সম্বন্ধে লিখিত প্রতিশ্রুতি দিতে হুইবে । এই চরমপত্র পাইয়া মিশরের কর্তৃপক্ষ একটু চঞ্চল হইয়া উঠিয়াছিল, সন্দেহ নাই। প্রধান মন্ত্রী নাহাস পাশা জাতীয়দলের লোকদের শান্তভাবে এ সম্বন্ধে আলোচনায় প্রবৃত্ত হইতে অনুরোধ করেন। জাতীয়দল বলেন যে, ইংরেজ যখন ভয় দেখাইয়া মিশরের স্বাধীনতা কুঞ্জ করিতে বদ্ধপরিকর হইয়াছে তখন তাঁহাই হউক। কিন্তু মন্ত্ৰীসভা স্থির করে যে, আগামী নভেম্বর মাসে মিশরের পালামেণ্ট এ-সম্বন্ধে যে সিদ্ধান্তে উপনীত হুইবে তদনুসারে কাজ করা হইবে, অ}পাততঃ . .न्ऊन Assemblies यांश्न धबर्डन कब्र शशिङ ब्रोध হুইবে । মিশরের সিনেট অনেক তর্ক-বিতর্কের পর মন্ত্রী-সভার সিদ্ধাস্তু গ্রহণ করিয়াছে। ইংরেজের চরম-পত্রের প্রত্যুত্তরে মিশর জানাইয়াছে যে-মিশরের আইন সভার নিজের দেশের আইন প্রণয়নে বাধা দিবার