পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

શ ऋांबूद जैौ क्षिगरक किहूनेिब बांन्दांब नद्र ५व६ उjब्र বিয়ে লৰ কথা শোনার পর, তাকে দেবর র’লেই গ্রহণ । করেছিলেন । -. গোড়ার গোড়ায় তিনি প্রায়ই মিলকে বলতেন,“ভাই, একটা কাজকর্শ্বের চেষ্টা দেখ, তোমার বয়সে অমল চুপ ক’রে বসে থাকাটা ভাল দেথায় না।” বারকয়েক এ কথা শোনার পর একদিন বিমল তাকে নিজের প্রতিজ্ঞ ও সে সংক্রান্ত সব কথা বলে । সব শুনে তিনি প্রথমে তাকে সিরস্ত করার চেষ্টা করেন, কিন্তু তাকে প্রতিজ্ঞায় অটল দেখে শেষে জয়াশীৰ্ব্বাদ ক’রে শেষ করেন। একদিন বিমলকে নিয়ে খেতে বসে মনোমোহনবাৰু বললেন,—“বিমল, তোমাদের বাড়ীটা ছ’শো টাকায় ভাড়া হয়েছে। এক বাঙ্গাল জমীদার, ছেলের চিকিৎসার জন্তে নিয়েছে।” হঠাৎ এ কথা শুনে বিমলের মন পূৰ্ব্বস্থতিতে যেন কেঁপে উঠল। মনোমোহনবাবুর স্ত্রী তার মুখের ভাবে মনের অবস্থা বুঝে নিজের স্বামীর উপর মহা বিরক্ত হ’য়ে ইলারায় তাকে থামাবার চেষ্টা করলেন। মনোমোহনবাবু জতুষ্ণন এবং ঠোট চাপার অর্থ না বুঝতে পেরে বললেন,-“সঁ্যা 1. কি কিছু বল্ছ না কি ?”

  • বলছি যে, খুকির বালার কিছু খোজ করেছিলে ?” “হ্যা, সে ৬৬ টাকার কম বানিতে হবে না। ও সস্তায়-মস্তায় কিছু কেন, সেকি আমাদের কপালে আছে ? এই দেখ না, জীবনকেষ্ট পাল বিমলদের বাড়ীটা কিন্‌লে পয়তাল্লিশ হাজার দিয়ে, আর তার ভাড়া পাচ্ছে ছশো টাকা । ষোল পাসেণ্ট রিটাৰ্ণ”—

মনোমোহনবাবুর স্ত্রী এবার জার রাগ সামূলাতে না পেরে বলে উঠলেন, “আচ্ছ, তোমার কাগুঞ্জান কি কোন দিন হবে না ? বিমলকে এ সব কথা শুনিয়ে কি কেডার্থ করছ?" মনোমোহন ব্যাপার বুঝে অপ্রতিভ ভাবে বিমলের দিকে তাকালেন। বিমল একটু হেসে বললে— *তাতে কি হয়েছে, বৌদি ? এ সব ত আমার অজানা কিছু নয়। তবে দুঃখু এই যে, এ সব লোক জাল-জুয়াচুরি করে সাজা পাওয়ার বদলে কেমন মুখে সৰ্ব্বস্ব ভোগ দখল করে।” মনোমোহনবাৰু সোৎসাহে ব’লে উঠলেন— "ঠিক বলেছ, ভাই ! সাথে বলি ভগবান খুমিয়ে আছেন। ७३ औदनष्कछेहे जांग्न ५क गैi७ मांज्ञबांब्र ८ळ्छेब्र अरिझ " “কি ? সে আবার কার গলায় ছুরী বসাল ?” “কেন, তারক চৌধুরীর ছেলে নরেণের ? তোমাদের भिद्धिग्न जांब्र औदनएकहे कृछान भिाण डांtरु **षंग्शकांtब्र' সিদ্ধ ক'রে ভার ইহকাল পরকাল ঝরঝরে করে ছাড়ছে।” “ই, তা গুলেছি। কিন্তু দাওটা কি ?” s “জারে, তাও জান না 7 নৱেশের জায় তো বেশীর ভাগ ফুট আর চায়ের ডিভিডেন্ট থেকে। বাৰু কাথেনি ক’রে খুব টাকা উড়িয়েছেন, কাজেই প্রায় টাকার টানাটানি পড়ত। জীবনকে জাগুলোষ্টে «Ħ heavy discount-ga xsa xi দ্বয়কার তাই দিয়েছে। তারপর হঠাৎ একদিন যে সবের গ্রন্থ নালিশের ভয় দেখিয়ে ভাল ভাল শেয়ার কতক security. হিসেবে নিয়েছে, বাকীগুলো , হাতাতেও বেশী निन cनई !" - - శ్లో মনোমোহনবাবুর স্ত্রী বললেন—“আচ্ছ, এদের শাস্তি কি কেউ দেয় না 7 লোকটার স্বভাব-চরিত্রও না খুৰ খারাপ ?” - - - “ষতদূর হতে পারে। প্রথম পক্ষের স্ত্রীটাকে ত এক রকম মেরেই ফেল্পে, এখন দ্বিতীয় পঙ্কটির ওপর অত্যাচার চলেছে। সেও কোন দিন গলায় দড়ি দেবে। তার মেয়েটা অল্প বয়সে বিধবা হয়েছে ; তাকে পর্যন্ত মদ খেয়ে মেরে ধ’রে শেষ করছে।”

  • কী ? নিজের মেয়েকে পর্যন্ত মারধোর করে ? তার ম-টা এসব সহ করে ? আমি হ’লে আমন স্বামীর-” “হ ] পেয়েছিলে আমাকে তাই এত বাকি বেরোচ্ছে। পড়তে ওমুনি একটির হাতে-”

“রেখে দাও ! দেখে নিতাম তাকে। তুমি ত বলবেই ! ওই জীবনকেষ্টই না সেবার পাটের কাজে তোমার ঠকিয়ে হাজার পনেরো আদায় ক’রে নিল ?” । “হ তা—সেটা ঠিক ঠকিয়ে নয়, আমি Bear—* “যাও, বাও । সব জানি আমি। কিল খেয়ে কিল চুীযদি না করলে ত তুমি তুমি কেন । আমি তাকে একবার পেলে দেখে নি। ওর স্ত্রীট নিশ্চয় একটা স্তাকা ।” “তা সে হিন্দু ঘরের স্ত্রী, কি আর করবে ? রেজি গঙ্গাস্নান করে পূজো মানত ক’রে স্বামীর মতি-গতি, বদলাবার চেষ্টা করে।” “মরুক গে তারা। ওরে মাংসের কারীটা আন । বিমল, পাতে যে সব পড়েই রইল ? মাছটা কি নরম ८ळैयक् " - না বৌদি, বেশ মাছ। এতক্ষণ গল্প শুনছিলাম কি না।” তারপর খাওয়া-দাওয়া চলুল। সবশেষ হয়ে যাবার কিছু পরে বিমল মনোমোহনবাবুকে বললে-“মনোমোহন দা', এই নরেশ তো সেই ফুটবল খেলোয়াড় নরেশ, যে রাজাবাগানের হয়ে হাফ ব্যাক খেলতো ?” । ‘ই, হঁ্য, সেই । কেন কি হয়েছে ?” و . . . .ه “কিছু না, ভাবছি অমন একটা খেলোয়াড় নষ্ট হন্ধে যাচ্ছে ?" | - . . . . . . . জন বড় প্লেয়ার। কি, এবার কি মনে হয়, তোমাকে