পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sb"8 প্রবাসী—আষাঢ়, ১৩৩৫ ২৮শ ভাগ, ১ম খণ্ড ാ ছগগনলাল সদলবলে তাকে ঘেরাও কলে সাহেব বাধা দিয়ে বললে— “হম্ একলাখ মাংটা ।” ছগগনলাল এবার হাত জোড় ক’রে বললে, “হজুর হম গরীব আদমী, লাখরুপেয়া কাহাসে লায়েঙ্গে ?” অনেক দরদস্তুরের পর ঠিক হোলে যে,ফ্লেচার দশহাজার নগদ এবং খনির এক আনা স্বত্ব পাবে। পরদিন বিমল এসে সাহেবের কাছ থেকে রিপোর্টট। मिठा । সেই রাত্রেই ছগ গনলালের দল অক্ষয়বাবুর বাড়ীতে এসে উপস্থিত। বিমল তখন অক্ষয়বাবুর সঙ্গে কথাবার্তা বলছে। ছগগনলাল এসেই জিগগেস করল, “বিমলবাবু, রিপোর্ট কেমন দেখলেন ?” “মন নয়, কাজ চলবে। তবে যতটা ভাল ভেবেছিলাম তা নয় ।” “তাহলে এথোন কি করা ঠিক হোলো ?” “ঠিক আর কি ! বাকী পাথর যা আছে সেগুলো আর রিপোর্ট টা নিয়ে বিলেত রওনা হ’ব ।” •ও রিপোটে কি কাজ হোবে ?” “কাজ একদম পুরো হিসাবে না হ’তে পারে, কিন্তু বিলাতী কোম্পানীর লোক এখানে তদন্ত করতে আসবে নিশ্চয়। যেখানে প্রথম পরীক্ষায় এতটা পাওয়া গেছে সেখানে এর চেয়ে ভাল থাকা সম্ভব ।” ছগগনলালের দল পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগল। বিমল ক্ষণেক পরে তার কাজ আছে ব’লে উঠে গেল। সে যাবামাত্রই ছগগনলাল অক্ষয়বাবুকে বলল, “অক্ষয়বাবু, দেখুন, ইনি তো বুঝছেন না। ফজুল বিলাইত ধোঁড় ক’রে কি লাভ আছ ? আমার কাছে ভাল খদের আছে, এখন নগদ লিয়ে বেচে দিলে এর ভালো হোতো।” এইরকম অনেক বক্তৃতা চলবার পর অক্ষয়-বাবু বললেন, “বেশ তো আপনার মনোমোহনবাবুর মারফৎ offer দিন না।” ছগগনলাল তাতে রাজী হ’য়ে চ’লে গেল । দিন পাচ ছয় ধ’রে অনেক মারপ্যাচের পর তিন লাখ নগদ ও তিন লাখের পেয়ারে রফ হোলো। ছগ গণলালের দল লিমিটেড কোম্পানীর আয়োজনে উঠে পড়ে লেগে গেল । ছমাস কেটে গেছে। “দি যুরেক গোল্ডমাইন্‌” সতেজে বেড়ে চলেছে। বাজারে তার একশো টাকার শেয়ার একশো ত্ৰিশে উঠেছিলো । সম্প্রতি হঠাৎ যেন তার একটু মন্দা পড়েছে। মনোমোহন ও অক্ষয় দুজনেই বেশ কিছু শেয়ার কেনা-বেচা করেছেন। তবে হঠাৎ দাম পড়তে আরম্ভ হওয়ায় দুজনেই সব বেচে—মনোমোহনবাবু স্ত্রীর নিৰ্ব্বন্ধে অনিচ্ছাসত্ত্বে, অক্ষয়বাবু সতর্কতার জন্তে —হাত গুটিয়ে ব’সে আছেন। বিমল কাশ্মীর বেড়াতে গিয়েছে, তাকে ফিরতে লিখে স্থজনেই তার প্রতীক্ষা করছেন। বিমল যেদিন ফিরে এলো সেইদিনই রাত্রে মনোমোহনবাবুর বাড়ীতে তিনজন একত্র হলেন। খাওয়া দাওয়ার পর বৈঠকখানায় ব’সে অক্ষয়বাবু বিমলকে জিগ গেম্স করলেন— “ব্রাদার, শেয়ার যে এরি মধ্যে পড়তে আরম্ভ কবুল । কি-রকম বুঝছে, ওতে আর হাত দেওয়া চলে ?”