পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] “মোটেই না। যা ছিলো সব ঝেড়ে দিয়েছেন তো?” “হ্যা, সেদিকে সব ঠিকই আছে, মনোমোহন ধরে থাকুতে চেয়েছিলো। তবে তার গিল্পী রুদ্রমূত্তি ধরায় ভয়ে ছেড়ে দিয়েছে।” মনোমোহন-বাবু অপ্রতিভ ভাবে বললেন— “আঃ কি বাজে বকৃছো । আচ্ছা, বিমল, এরকম ভাবে শেয়ারগুলো নামূলো কেন হে? কেউতে কিছু বলতে পারছে না।”

  • আমি পারি।”

“হঁ্যা ? কি, কি ব্যাপার বলতো ?” “আমার যত শেয়ার ছিলো সব বোম্বাই, দিল্লী, ঐসব বাজারে গত মাসের মধ্যে বেচেছি। সে খবর এতদিনে এখানে পৌছেছে, তাতেই এই ব্যাপার।” “সব বেচে দিলে ? কেন হে, কোম্পানীর এঞ্জিনীয়ররাও তো খনিট ভালোই বলেছে।” "এতদিন বলেছে, এরপর আর বলবে না।” অক্ষয়বাবু চম্কে উঠে বললেন, o “কি রকম ? তাদেরও কি হাত করেছে ?” “পাগল হয়েছেন ? তাদের ও কি হাত করতে গিয়ে নিজের গলায় নিজেই ফাসী পরাব ?” “তবে কি ? খুলেই বলন ছাই, এসমস্ত জিনিষটাই যেন কেমন একটা হেঁয়ালী হ’য়ে আছে।” বিমল বললে, "আচ্ছ। তবে গুমুন। প্রথমে তো অনেকদিন ঘুরে, ছগগনলাল বেনারস যাচ্ছে গুনে তার পিছু নিলাম। সেখানের প্রহসন শেষ করে আমি বাঙ্গালোরে একজন ভালো, পাস-করা অথচ জুয়াচুরিতে ভড়কায় না এরকম এঞ্জিনীয়ারের খোজে গেলাম। সেখানে ফ্লেচার জুটে গেলো। ওলোকটা বেশ বিচক্ষণ লোক। তবে রেস খেলে সৰ্ব্বস্ব খুইয়ে শেষে কোম্পানীর টাকায় সামান্ত গরমিল করায় ওর চাকরী যায়। ওকে এনে ভালো ক’রে শিখিয়ে পড়িয়ে নিয়ে পরে ওতে আমাতে খনিটা প্রথমে চুপিচুপি ঠিকমত পরীক্ষা করি। তারপর ফ্লেচার পরম সযত্নে খনিটি salt করলো।” “Salt করার অর্থ ?” 8 թատ հ: সোনার খনি vరిyé م۔م۔م, “Salt করা অর্থ কৃত্রিম উপায়ে খনির মধ্যে বাইরের থেকে সোনা বা সোনার আকর এনে, সেইটে পরিপাটি করে ছড়িয়ে এবং পুতে দেওয়া ।” “তার পর ?” *তার পর সেই salt করা মালের খানিকট এনে সরকারী পরীক্ষাগারে দেওয়া হোলো। সঙ্গে সঙ্গে ছগ গনলালের দল টোপ ঠোক্রাতে আরম্ভ করলে। আমি আঁচ করেছিলাম যে, ওরা ফ্লেচারকে ঘুলঘাস দিয়ে আমায় ঠকবার যোগাড় দেখবে। ঠিক তাই হোলো। ফ্লেচার আমার শিক্ষামত গোড়ায় আপত্তি করার ভাণ ক’রে পরে চড়া দর হেঁকে ওদের গেঁথে ফেললে। পরে যা-যা হোলো তাতে আপনার সবই জানেন।” মনোমোহন-বাবু ও অক্ষয়বাবু বললেন— "witsj, sal *f cssjstus cheatings: charge ফেলে ?” “কি ক’রে ফেলবে ? ফ্লেচার ওদের কাছে ঘুম খেয়ে যে ‘মন’ রিপোর্ট দিয়েছিলো আমি তো তারই basisএ বিক্রী করেছি। সে রিপোর্ট যদিও খাটি জিনিষের ওপর অল্প কিছু রং ফলান, কিন্তু ভাতে cheatingএর দাড়াবে না।” “তবে সে ব্যাটার নিজেদের গলার নিজেরাই দড়ি দিয়েছে ?” প্ৰস্থ্যা।’’ অক্ষয়বাবু হেসে বললেন— “সাবাস ভাই ! বেড়ে একহাত দেখিয়েছে । এখন কি করবে ঠিক করেছে ?”

  • কাল কলম্বো যাচ্ছি, সেখান থেকে সোজা বিলেত রওয়ানা দেব। ফ্লেচার তো আগেই পালিয়েছে।”

-সে ভেগেছে নাকি ? তাকে কতো দিতে হলো ?” “আমি দিয়েছি দেড় লাখ, তারপর সে মেড়োদের কাছে নগদে সেয়ারে যা পেয়েছিলো তাতে আরো হাজার চল্লিশেক হয়েছে।” - অক্ষয়বাবু চেয়ার ছেড়ে উঠে বললেন, “আজকার মত সভাভঙ্গ করা হোক । তুমি তাহলে এখানের লঙ্কাকাও শেষ করে লঙ্কায় চলেছে - । charge