পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্য } আমানউল্লা র্তাহার এই মাত্র ৯ বৎসর রাজত্বে আফগানিস্থানের কিরূপ উন্নতি করিয়াছেন তাহার পরিচয় বিগত ফাল্গুন মাসের প্রবাসীর পাঠকবর্গ অবগত আছেন ।* আফগান-রাজদম্পতী পাশ্চাত্য দেশসমূহ ভ্রমণের উদ্দেশ্যে বিগত ডিসেম্বর (পৌষ ) মাসে কাবুল পরিত্যাগ করেন । এই ভ্রমণকালে যাহাতে তিনি ইংরেজের নির্দেশ অনুসারে চলেন এজন্ত ইংরেজরা বিশেষ তৎপরতা দেখাইয়াছে। কিন্তু আমীর কাহাকেও তাহার স্বাধীনতায় হস্তক্ষেপ করিতে দেন নাই। র্তাহাদের ভারত-ভ্রমণের সময় যাহাতে ভারতবাসিগণ র্তাহার সান্নিধ্যে না আসিতে পারে ভারত-সরকার সেদিকে দৃষ্টি রাখিয়াছিলেন। সরকার নির্দেশ দিয়াছিলেন যে, তাহাকে কোনরূপ অভ্যর্থনা প্রভৃতি দেওয়া নিষিদ্ধ ! কিন্তু তিনি উক্ত নির্দেশ মতে চলেন, নাই। বোম্বাইএ নানা সভা-সমিতির নিকট হইতে অভিনন্দনপত্র গ্রহণ করিয়াছিলেন । তাহার ভ্রমণসহচর লিখিতেছেন— 嘲 ---The Viceroy had forbidden any public address in the city. Nevertheless, the king acted as if he were in Kabul and made speeches, acknowledged welcome addresses...although the English obviously did not approve of these secnes. SAASA SAASAASAASAASAAAS বামিয়ানের পর্বতশিখরস্থিত বুদ্ধ মুৰ্ত্তি ভারত হইতে ইয়োরোপের পথে তিনি মিশরে গমন করেন। সেখানে রাজা ফুয়াদ স্বয়ং তাহার অভ্যর্থনা করেন। মিশরের রাজনৈতিক ইতিহাসে এই বারই প্রথম একজন

  • আফগানরাজের দেশভ্রমণ—প্রীরামানন্দ চট্টোপাধ্যায়

আফগান-আমীরের যুরোপ ভ্রমণ SAASAASAA AAAA SAAAAA AAAA SAS S S S S S S কাবুলের নিকটস্থ একটি বৌদ্ধ চক্র প্রকৃতপক্ষে স্বাধীন মুসলমান নৃপতিকে অভ্যর্থনা করা হইল। আফগান-রাজদম্পতীর থাকিবার জন্ত গীজএ প্রাচ্য ঐশ্বৰ্য্য ভূষিত নুতন শিবির স্থাপন করা হইয়াছিল। মিশরে র্তাহার ষেশভূষা লইয়া একটু আমোদ হইয়াছিল। নববর্ষের দিন তিনি ফেজের পরিবর্তে বিলাতী রেসের ঘোড়ার মালিকদের বেশ ও ধূসর রঙের লম্বা টুপী পরিধান করেন। ইহাতে মিশরের সর্বশ্রেষ্ঠ বিদ্যায়তনের ( এল আজাহার বিশ্ববিদ্যালয় ) অধ্যাপকমণ্ডলী একটু অসন্তুষ্ট হন। তাহার কারণ র্তাহাদের মতে একমাত্র মিশরের ইংরেজ রাজদূতই ঐরূপ টুপী ব্যবহার করিবার অধিকারী। এই সংবাদ পাইয়া আমীর জানান যে আফগানিস্থানের অধিবাসীরা সাধারণতঃ ঐ প্রকার টুপী ব্যবহার করে এবং ইয়োরোপের লোকেরা আফগানিস্থানের দেখাদেখি ঐরূপ টুপী ধরিয়াছে। ইহাতে অধ্যাপকমণ্ডলী খুলী হন। মিশরভ্রমণকালেও ইংরেজ সরকার আমীরকে লইয়া কম বিব্রত হন নাই। আমীর আমানউল্লা মিশরের আইন পরিষদে মিশরের রাজা ও তাহার অধিবাসীদের উদ্বেপ্তে নান৷