পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SD$8 প্রবাসী—আষাঢ়, ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড প্রকার সহায়ভূতি-স্বচক বাণী বলেন। মিশরের জন- ভ্রাতা ও অন্ত আীয়বর্গ ফরাসী দেশে অধ্যয়ন করিতেছেন। BBBB BBB BBB DDD DDDD DD BBB BBB BBBBBBD BBBB ttB BBB গণতন্ত্রবাদী রাজা বলিয়া অভ্যর্থনা করেন। টাঙ্গাকালান হইতে আবিষ্কৃত কতকগুলি ভগ্ন মূৰ্ত্তি মিশর হইতে তিনি ইতালী যাত্রা করেন। তিনি সৰ্ব্বাগ্রে নেপলসএ অবতরণ করেন—ইয়োরোপের মাটিতে ইহাই তাহার প্রথম পদার্পণ। এখানে ইয়োরোপের বিভিন্ন রাষ্ট্রের আফগান রাজদূতগণ আমীরকে অভ্যর্থন করেন। রোমে সিনর মুসোলিনী ও ইতালীর রাজপরিবার তাহার অভ্যর্থনা করেন। তিনি ইতালীয় ভাষাতে এই সকল অভিনন্দন-পত্রের প্রত্যুত্তর প্রদান করিয়া সকলকে বিস্ময়াবিষ্ট করেন। তৎপরে তাহার পোপের সহিত সাক্ষাৎকার হয় । ইতালী হইতে র্তাহারা ফরাসী দেশে গমন করেন। ফরাসী দেশ আমীরের বিশেষ প্রিয়। তিনি বেশ ভালরূপে ফরাসী . ভাষায় কথাবার্তা বলিতে পারেন। প্তাহার রাজ্যে পূর্ব-বিভাগে অনেক ফরাসী দেশীয় ইঞ্জিনিয়ার নিযুক্ত হইয়াছেন। তাহার জ্যেষ্ঠ পুত্র, কনিষ্ঠ তাহার অভ্যর্থনা করেন। পারীতে র্তাহাকে বিরাটু খায়েন্ত গুপ, জেলাল্লাৰা রূপে অভ্যর্থনা করা হয়। রাষ্ট্রবীর নেপোলিয়ন একদিন যে-শয্যায় শয়ন করিয়াছিলেন আমীরকে তাহাতে গুইতে দেওয়া হইয়াছিল। সম্রাজী এনটোয়ানেট এক দিন যে-প্রকোষ্ঠ ব্যবহার করিয়াছিলেন আফগান রাজমহিষী সুরিয়াকে তাহ ব্যবহার করিতে দেওয়া হয়। ফরাসী দেশে নেপোলিয়ানের সমাধি, ভাসাঁই গ্যালারী প্রভৃতি নানা দ্রষ্টব্য স্থান পরিদর্শন করিয়া তিনি জাৰ্ম্মেনী যাত্রা করেন। এখানেও রাষ্ট্রনেতা হিণ্ডেনবার্গ ও জাৰ্ম্মান দেশের জনসাধারণ র্তাহাদিগকে বিপুল অভ্যর্থন করেন। জাৰ্ম্মেনী হইতে র্তাহারা ইংলও যাত্রা করেন। ইংলণ্ডে আফগান রাজদম্পতীকে সৰ্ব্বাপেক্ষা বিপুল অভ্যর্থনা করা হইয়াছে। ইংলণ্ডের যুবরাজ ডোভারে তাহাদের অপেক্ষা করিয়াছিলেন। লওনের ভিক্টোরিয়া