পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] আমাদের নীতি, ঋণও চাই না, এবং (বিদেশীকে ) সুবিধা দিতেও कांदै जाँ । কিন্তু আফগান অর্থসচিবের এইরূপ উক্তির পরেই সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত হইয়াছে যে, আফগানরাজ জাৰ্ম্মান সরকারের নিকট যন্ত্রপাতি ইত্যাদি কিনিবার জন্য প্রায় ৯০ কোটি টাকা কৰ্জ লইয়াছেন এবং রুশিয়ার সহিত আফগানিস্থানের একটি বাণিজ্য-সন্ধির ব্যবস্থা হইতেছে। আফগানিস্থানের সমৃদ্ধিশালী তেলের খনিগুলি হইতে যদি আমেরিকা লাভবান হয়, আফগান সরকারকে টাকা ধার দিয়া যদি জাৰ্ম্মেনী লাভবান হয় এবং কাবুল মুলুকে ব্যবসা করিয়া রুশিয়া ধনশালী হয় তাহা হইলে আর ইংলণ্ডের অফ শোষের সীমা থাকিবে না। বর্তমান জগতের রাজনৈতিক মহলে নানা কারণে আফগানিস্তানের উপর সকলের লক্ষ্য পড়িয়াছে। নবজাগ্রত আফগানিস্থান এখন একটি প্রবল শক্তিরূপে দেখা দিয়াছে। তাই আজ ইতালি, ফান্স, জাৰ্ম্মেনী, ইংলও সকল পাশ্চাত্য রাষ্ট্রই আফগানিস্থানের সহিত সখ্যতা স্থাপনে আগ্রহ দেখাইতেছে। সেই কারণেই আজ চীন, জাপান, তুরস্ক এমন কি পরাধীন ভারতবর্ষও আফগানিস্থানের গৌরবে উল্লসিত হইতেছে। আফগানিস্থান স্বাধীন, উন্নত ও স্বপ্রতিষ্ঠ হইলে প্রাচ্যে নুতন যুগের স্বচনা হইবে। অধ্যাপক NTGR (Prof. Molden ) tā zvis gá Preussische Jahrbucher afors ofreth ffafrga, “The আরাতাম৷ আফগান-সম্রাজ্ঞী হরিয়া through Kabul” । কন্মবীর আমীর আমানউল্লা এই road from Constantinople to Peking passes sfoss-affi Atoff of to আরাতাম শ্ৰী নগেন্দ্রনাথ গুপ্ত দ্বাবিংশ পরিচ্ছেদ শেমিদার মাসী শেমিদাকে বলিল, আমার বয়স হইয়াছে, শরীর ভাঙ্গিতে আরম্ভ হইয়াছে, তোর বিবাহ হইয়া গেলে আমি নিশ্চিন্তু হইয়া মরিতে পারি। শেমিদা লজ্জার মাথা হেঁট করিয়া, ঈষৎ হাসিয়া কহিল,—এ কথা আপনাকে কেন বলিতেছ? আমাকে কি করিতে বল ? —তোকে এখন বলিতেছি, ইহার পর বেখরকেও বলিব । বেথর আসিলে বৃদ্ধ তাহাকে বলিল,—দেখ, আমি,