পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

808 তাহার ভিতর কি শত্রুসৈন্ত লুকায়িত আছে ? যেখানে ভূমিতে নামিবার তেমন ভাল স্থান নাই, সেখানে অবতরণ করাও যুক্তিসঙ্গত নয়। শত্রুসৈন্ত কোথায় অন্তৰ্হিত হইল । ছৰ্গে কিরিয়া আরাতাম দুৰ্গরক্ষক সৈন্তাধ্যক্ষকে শত্রুর প্রস্থান-সংবাদ জানাইলেন। তিনি কহিলেন, শক্ৰ যে পলায়ন করিয়াছে এরূপ আমার মনে হয় না । এখানে তাহাদের অল্পসংখ্যক সৈন্ত ছিল, বোধ হয় তাহার অপর দৈন্তের সহিত মিলিত হইয়া আর কোথাও গিয়াছে। সেনাপতির আদেশ না পাইলে আমরা এ দুর্গ পরিত্যাগ করিতে পারি না। শক্ৰ যে এখান হইতে চলিয়া গিয়াছে সে-সংবাদ সেনাপতিকে দিতে হইবে । আরাতাম কহিলেন, আমি তাহাকে সংবাদ দিব। সসৈন্তে র্তাহার এই দিকে আসিবার কথা । রাত্রিশেষে অন্ধকার থাকিতে আরাতাম বিমানে বিশলাম নগরের অভিমুখে যাত্রা করিলেন, সঙ্গে বেথর ও দুর্গের একজন সেনানায়ক। আকাশে অধিক উচ্চে না উঠিয়া আরাতাম নীচে ভূতলের প্রতি লক্ষ্য রাখিয়া চলিলেন । তলিতায় শব্দ নাই, জালোকও জালা হয় নাই। স্বৰ্য্যোদর হইবার কিছু পরে আরাতাম দেখিলেন সারি বাধিয়া রাজ-সৈন্ত চলিয়াছে, সৈঙ্গের মধ্যস্থলে অশ্বারোহণে সেনাপতি। আরাতাম পতাকা সঞ্চালন করিয়া তলিতার যন্ত্রশব্দ করিতে লাগিলেন । সেনাপতি আকাশে নিরীক্ষণ করিয়া সৈন্তসমূহকে দাড়াইতে আদেশ করিলেন। আরাতাম মাঠে একটা ভাল স্থান দেখিয়া নীচে নামিয়া আসিলেন। আরাতামার মুখে শত্রুসৈন্তের প্রস্থান-সংবাদ শুনিয়া সেনাপতি কহিলেন, আমরাও কোন সংবাদ পাই নাই। যুদ্ধের পূৰ্ব্বে যে শক্ৰ পলায়ন করিবে ইহা অসম্ভব। রাজার ভ্রাতা জারাদের বুদ্ধিতে যে কিছু হইতেছে তাহা আমার বিশ্বাস হয় না, কেন না, কোন কালেই তাহার বুদ্ধির পরিচয় পাওয়া যায় নাই। দস্থ্যপতি রুদেলা তাহার প্রধান সহায় এবং তাঁহাকে বুদ্ধিমান ও ক্ষমতাবান মনে হয়। তাহার সমস্ত সৈন্ত একত্র আছে অথবা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হইয়া ভিন্ন ভিন্ন অভিমুখে গিয়াছে তাহা হন। আবস্তক। শক্ৰ কোথায় আছে জানিতে না প্রবাসী-আষাঢ়, ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড ^^ পারিলে নানারূপ আশঙ্কা । আমরা সাবধান না থাকিলে রাত্রিকালে হঠাৎ শিবির আক্রমণ করিতে পারে। আরাতাম বলিলেন, সেজন্ত ত সৰ্ব্বদাই প্রস্তুত থাকিতে হইবে । শত্রু কোথায় আছে জানিতে পারিলেও কি রাত্রে আশঙ্কা নাই? —শত্রু দূরে থাকিলে আশঙ্ক। অল্প, নিকটে আসিলে উভয় পক্ষে সমান আশঙ্ক, কিন্তু শত্র কোথায় আছে কিছুই না জানিতে পারিলে সৰ্ব্বদাই আমাদের আশঙ্কাকারণ, তাহারা আমাদের সংবাদ জানে, আমরা তাহাঁদের সংবাদ জানি না। শত্রু সম্মুখে কি পশ্চাত অথবা পাশে আমরা কিছুই জানি না । —যে পর্যন্ত শক্র প্রচ্ছন্নভাবে থাকিবে ততদিন তাহাদের সংবাদ পাওয়া কঠিন, কিন্তু কোন স্থানে আক্রমণ করিলে অথবা কোন দিকে যাত্রা করিলে সংবাদ পাওয়া যাইবে। সে ভার আমার । যে পৰ্য্যন্ত শত্রু কোথায় আছে জানিতে না পার! যায় ততদিন আমি আপনার সঙ্গে থাকি, তলিতায় কোন শব্দ হয় না, দিনে কি রাত্রে শক্ৰ আসিলে আমি সংবাদ দিতে পারিব । —আপনাকে দিবারাত্র প্রহরার কাজে নিযুক্ত করিতে পারি না । — সকল সময় বিমানে আমার থাকিবার প্রয়োজন নাই। দিনের বেলা সৰ্ব্বদা কোন আবগুক হইবে না, রাত্রে দুই চারিবার দেখিলেই হইবে, কখন আমার বিমানচালক যাইবে, কখন আমি যাইব । শত্ৰু-সৈন্ত কোথায় আছে জানিতে না পারির সেনাপতিকে বিশেষ সতর্ক হইতে হইল। শক্র সম্মুথে আছে জানিলে কিছু সৈন্ত কিছু দূর অগ্রসর হইয়া চলে, শক্ৰ পিছনে থাকিলে সমস্ত সৈন্ত সেই দিকে ফিরিয়া শত্রুর আগমন অপেক্ষা করে। এ যে কিছুই জানা নাই, শত্রু সম্মুখে কি পশ্চাতে, দক্ষিণে কি বামে, কিছু মাত্র জানিতে পারা যায় না, তাহা হইলে কিরূপ ব্যবস্থা করিতে হইবে, আকস্মিক আক্রমণ কিরূপে নিবারণ করা যাইবে ? সেনাপতিকে অত্যন্ত সস্তপণের সহিত সৈন্তরক্ষা করিতে হইল। শত্রু কোথায় আছে জানিতে না পারিলে কোন দিকে সৈম্ভবল লইয়া যাইতে হইবে তাহ স্থির করিতে পারা