পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8૨૭ লালা লাজপৎ রায়ের প্রতিষ্ঠিত জনস্তৃত্য সমিতি (servant of the People Society) of: লোকহিত সাধক প্রতিষ্ঠান। নিমন্ত্রিত হওরা সত্বেও সময় অভাবে উহা দেখিতে যাইতে পারি নাই। বঙ্গে এরূপ কোন প্রতিষ্ঠান নাই। - লাহোরে থাকিতে অমৃতসর ও রাওয়ালপিণ্ডি যাইবার এবং জালন্ধর কন্যা মহাবিদ্যালয় দেখিবার আহবান আসে, কিন্তু সময় অভাবে যাইতে পারি নাই। ফিরিবার মুখে এলাহাবাদে নামিয়া এক রাজনৈতিক বক্তৃতা করি। তাহাতে একটি ছাত্র সভাপতি হইয়াছিলেন। এলাহাবাদে আমি তের বৎসর ছিলাম বলিয়া এইরূপ ব্যবস্থা হইয়াছিল। লাহোর হইতে ফিরিয়া মৈমনসিংহ গিয়াছিলাম, তাহা গত মাসের কাগজে লিখিয়াছি। সেখানে যাইবার সময় জাহাজে একটি খুব সম্ভাব্যতাপূর্ণ লক্ষণ দেখিলাম— হিন্দুসভার অনেক সভ্য অস্পৃশু”কে পৃষ্ঠ ত করিয়াছেন, *অভক্ষ্য"কেওভক্ষ্য করিয়াছেন। মৈমনসিংহ হিন্দু-সন্মিলনীর সম্পর্কে কিছু কাজ করা ছাড়া, এক দিন বঙ্গীয় গ্রন্থালয় পরিষদের অধিবেশনে সভাপতির কাজ করিয়াছিলাম । তদুপলক্ষ্যে যাহা বলিয়াছিলাম, তাহ “সৌরভ” পত্রিকায় SAASAASAASAASAASAASAASAAMAAASAASAASAASAASAASAASAASAAAS SAMAMMAAAA یحیی محصمیم متمه ফরাসীর অধিকৃত চন্দননগর যাই, তথাকার পালপাড়া, স্পোর্টিং ইউনিয়নের পারিতোষিক বিতরণ উপলক্ষ্যে। ইহার কেবল খেলার প্রতিযোগিতা করান না, পাঠাগার আছে, আবৃত্তির প্রতিযোগিতাও হয়। চন্দননগর আগে বহুজনাকীর্ণ ছিল, অনেক জায়গা এখন জঙ্গলময় । দেখিলে কষ্ট হয়। আগে অনেক পণ্যশিল্পের জন্ত ইহা বিখ্যাত ছিল। এখনও কাঠের আসবাব খুব তৈরী হয়। সহরটির গঙ্গাতট অতি মুন্দর। ইউনিয়নের অন্তান্ত প্রতিযোগিতা আগে হইয়া গিয়াছিল। আমি যাইবার পর হাডুডুডুর প্রতিযোগিতা হইল, কিন্তু উভয় পক্ষ সমান হওয়ায় হারজিতের কোন মীমাংসা হইল না। হাডুডুডুর আর সব ভাল। যদি ইহার কোন নিয়ম ও আয়োজন বদলাইয়া বা ইহাকে বাড়াইয়া কতকটা ফুটবলেয় মত, খেলোয়াড় ও দর্শকদের পক্ষে অধিকতর আগ্রহোৎপাদক করা যায়, তাহা হইলে বিনা ব্যয়ে এই খেলা ব্যয়সাধ্য বিলাতী অনেক খেলার স্থান অধিকার করিতে পারে। ইউনিয়নের পারিতোধিক বিতরণের পর আমাকে কিছু বলিতে হয়। ঐযুক্ত হরিহর শেঠের স্ববন্দোবস্তে তাহা অনুলিখিত হওয়ায় তাহার অনুরোধক্রমে সংক্ষিপ্ত আকারে তাহ অন্তর মুদ্রিত হইল। षङ्लि'-मार्दङ्गि শ্ৰীমতী মালতীলতা সেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম্এ পরীক্ষায় সংস্কৃতে প্রথমশ্রেণীতে উত্তীর্ণ হইয়া প্রথম স্থান অধিকার করেন। তিনি পরীক্ষার আটটি প্রশ্নপত্রের প্রত্যেকটিতেই প্রথম হন। বি-এ পরীক্ষায় সংস্কৃত অনাসে* প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং প্রবেশিকা ও ইন্টারমিডিয়েটেও প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। ঐমতী বীণা ঘোষ কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের গত এম্-এ পরীক্ষায় অক্ষশাস্ত্রে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করিয়াছেন। তিনি বি-এ পরীক্ষাতেও অঙ্কশাস্ত্রে প্রথম বিভাগে অনাসে লইয়া উত্তীর্ণ হইয়াছিলেন। আসামে শ্ৰীমতী কমলালয় কাকতি ও শ্ৰীমতী কনকলত। চলিহা কিছুদিন যাবৎ “ঘর-জেউতী” নামক একখানি অসমিয়া মাসিকপত্র মুচারুরূপে সম্পাদন করিয়া আসিতেছেন। ইহাই আসাম প্রদেশে মহিলাপরিচালিত সৰ্ব্বপ্রথম এবং সম্ভবত একমাত্র অসমিয়া পত্রিকা। শ্ৰীমতী কমলালয়। উক্তপত্রিকার সম্পাদনকাৰ্য্য ছাড়া নানাপ্রকার নারী