পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sss SAAAAAAAS AA SAASAASSAAAASS SAA AAAA SAAAAA AAAA SAAAAAMAAASA SAASAASAA AAAS করিয়াছেন। এখানে চার বৎসর শিক্ষার ফলে প্রত্যেক ছাত্রই স্বীয় অন্ন-সমস্যার সমাধান কিছু নাকিছু করিতে উপর ছাত্র হইয়াছে তন্মধ্যে কয়েকজন গ্রাজুএটেরও নাম श्रृंivGद्रां शांग्न ! এই নূতন বিভাগের অনুষ্ঠান-পত্রে দৃষ্ট হয় যে, শিক্ষা সমাপ্ত করিয়া এথান হইতে বাহির হইবার পরও ভবিষ্যৎ উন্নতি এবং কৰ্ম্মপ্রাপ্তি বিষয়েও এই গুরুকুলের সহিত শিষ্যবর্গের সম্বন্ধ ছিন্ন হয় না। এই বিশেষ শিল্পবিভাগের প্রবর্তক ব্রাউন সাহেব পূৰ্ব্ব হইতেই ইহার প্রতিষ্ঠা কল্পনা করিতেছিলেন এবং তাহার উদ্দেশ্য সফল করিবার জন্তই যেন তাহার সহকারী এবং এই নব বিভাগের অধ্যাপক প্রযুক্ত কুশলকুমার মুখোপাধ্যায় ইংলণ্ডে বাণিজ্য-সহায় চিত্রশিল্পে ( commercial art) বিশেষজ্ঞ হইতেছিলেন। মুখোপাধ্যায় মহাশয়ও দেশে ফিরিলেন,ব্ৰাউন সাহেবের কল্পনাও মূর্ত হইয়া উঠিল। bfowl offs: (Society of Fine Arts) on প্রদর্শনী হয়, তাহাতে এই বিভাগের এক বৎসরের কার্য্যফল প্রদর্শন করা হয়। প্রদর্শিত চিত্রগুলি লর্ড লিটনের দৃষ্টি বিশেষভাবেই আকর্ষণ করে। বাঙ্গাল গবৰ্ণমেন্ট ইতিপূৰ্ব্বে না করিলেও এখন ইহার প্রয়োজন উপলব্ধি করিয়াছেন। কুশলকুমার-বাবুর পিতা স্বৰ্গীয় ক্ষেত্রমোহন মুখোপাধ্যায় মহাশয় কলিকাতার ম্যাজিষ্ট্রেটের পদে অধিষ্ঠিত ছিলেন এবং সহোদর ক্যাপ্টেন কল্যাণকুমার বিগত জর্শন যুদ্ধে বিলক্ষণ সাহসের পরিচয় দিয়া দেহ ত্যাগ করিয়াছিলেন। কুশলবাৰু ডিগ্রী শ্রেণীতে অধ্যয়ন করিবার পূর্বেই কলেজ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড --عے --------------..-.......ه۔ AA AA ASASAS SS SAAAAS AAAAA AAAA AAAA AAAAA ছাড়িয়া কলিকাতা গবর্ণমেণ্ট আর্টস্কুলে প্রবেশ করেন এবং সেখান হইতে অল্প দিন পরেই বিলাত যান। পরিবে। এই শ্রেণীতে এক বৎসরের মধ্যে যে ত্ৰিশ জনের লিভারপুলের নাগরিক শিল্প বিদ্যালয়ে ভর্তি হইয়া চিত্রশিল্প ও কলা-সংক্রান্ত যাবতীয় বিষয় ও শৈলী যাহা আজ পর্যস্ত উদ্ভাবিত হইয়াছে তাছার পরীক্ষায় উত্তীর্ণ इन । প্রায় সাত বৎসর বিলাত প্রবাসের পর কুশল-বাৰু ১৯২০ অব্দের সেপ্টেম্বর মাসে কলিকাতায় ফিরিয়া আসেন “Rr Alliance Advertising Companytwo offsfo করেন। ঠিক এই সময় ব্রাউন সাহেব তাহার স্কুলে কল্পিত “কমার্শাল আর্ট” বিভাগ খুলিতে উদ্যত হইয়া গবর্ণমেণ্টের মঞ্জুরীর অপেক্ষায় মুখোপাধ্যায় মহাশয়কে ছয়মাসের জন্য নিযুক্ত করেন ; ব্যয়-সঙ্কোচ নীতির ফলে সরকারী মঞ্জুরী না পাওয়ায় তখন আর কিছু হয় মা । তিনি ওরিএন্টাল সোসাইটি অব আর্টস্এ অল্পদিন শিক্ষকতা করিয়া সাড়ে চার বৎসর "ষ্টেটস্ম্যান” অফিসে ষ্টাফ আর্টিষ্ট ( Staf Artist)-এর কাজ করেন, ১৯২৫ অস্বের ডিসেম্বর মাসে বাংলা গবর্ণমেণ্ট মিষ্টার পাসী ব্রাউনের অাশা ফলবতী করিয়া কলিকাতা আর্টস্কুলে নূতন বিভাগটি খুলিবার মঞ্জুরী দিলে তিনি তাহার গঠন ও অধ্যাপনার ভার কুশলবাবুর হস্তে অৰ্পণ করেন। কুশলবাবুর একবৎসরের চেষ্টা যেরূপ ফলবতী হইয়াছে, তাহাতে মনে হয়, অদূর ভবিষ্যতে এই অর্থকরী শিল্প জীবনসংগ্রামে প্রবৃত্ত অনেক যুবকের আকর্ষণের বস্ত হইবে এবং এই অল্প-সমস্তায় দিনে ইহা বাঙ্গালীকে উপার্জনের নূতন পথে পরিচালিত করিবে।