পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢¢& · - প্রবাসী-আষাঢ়, ১৩৩৫ ২৮শ ভাগ, ১ম খণ্ড তুমি পুত্র-আবর্তকের ভুবনবিদিত বংশে জাত, তুমি ইঞ্জের প্রধান পুরুষ, কামরূপ তুমি জানি হে ভাত । বঁধু দুরে-স্থাই বিধিবশে তব প্রার্থী ; শ্রেয় যে গুণীর ঠাই ব্যর্থ যাজ্ঞ, অধমের কাছে লন্ধকাম ন হইতে চাই । সম্ভণ্ডের শরণ পয়োদ, ধনপতি-ক্রোধে শপ্ত প্রিয়াবিযুক্ত আমি, সন্দেশ মোর যাও হে তাহার সমীপে নিয়া ! যক্ষপতির অলকা নামে সে বসতিতে যেতে হবে তোমার উদ্যানঘেরা, হরশিরশণী-করবিধৌত হর্থ্য যার । আরূঢ় হইলে আকাশে তুমি হে, আশাপ্রত্যয়ে আশ্বসিত হেরিবে তোমারে পথিকবনিতা করিয়া অলক উন্নমিত । আমার মতন পরাধীন যারা, তারা ছাড়া আর কোথা কে আছে, বিরহবিধুর জায়ারে যে করে উপেক্ষ, তুমি যখন কাছে ? মন্দ মন্দ বহি অমুকুল পবন তোমারে যথাবিধান করিবে চালনা, চাতক গরবী বামে নিনাদিবে মধুর তান, গর্ভাধানের উৎসবে মাতি আকাশবিহারে বদ্ধ-মালা মিলি একত্রে সেবিবে নয়ন-সুভগ তোমারে বলাকাবাল । পতিব্ৰতা সে—দিবস-গণনা-তৎপরত ভ্রাতৃজায়া, অবিহুতগতি গিয়া, অবশু দেখিবে সে শুধু ধরিয়া কায় আছে কোন মতে ; প্রণয়ি-রমণী-হৃদয়কুসুম বিরহ-পাকে সদ্যঃপাতি, তা আশাবন্ধই বৃত্তের মত ধরিয়া রাখে । মার্গ তোমার প্রয়াণামুরূপ কহিতেছি এবে-গুনিয়া যেয়ে, শুনিয়ো জলদ, তারপর সেই সন্দেশ মোর শ্রোত্রপেয় ; খিঃ হইলে শিখরে শিখরে চরণ রাখিয়া চলিও ধীর, করিও স্রোতের পরিলঘু পয় উপযোগ যবে ক্ষীণ শরীর । ‘অদ্রিশৃঙ্গ উড়ালো না কি গো পবনে ?”—হেরিবে সে উদ্যোগে উৰ্দ্ধমুখী যে সিদ্ধাঙ্গনা মুগ্ধ তাহারা চকিতচোখে । বেতসস্নিগ্ধ এই স্থান হ’তে উত্তর-নভে উঠে৷ তখন, দিও নাগেদের পরিহরি পথে স্থল শুণ্ডের আম্ফালন । ‘তব আয়ত্ত কৃষিফল’ ভাবি প্রীতিস্নিগ্ধলোচনে তারা দেখিবে তোমারে জনপদবধু—জবিলাসে অনভিজ্ঞ যারা । হলকর্ষণে সদ্য সুরভি মালভূমি পরে আরোহি, আর পশ্চাতে কিছু আসি, লঘুগতি উত্তরে ভূমি যেয়ে আবার। পরিণতিফল-ছাতিবলমল কানন-জাম্ৰে শৈলভূমি সমাচ্ছন্ন, শিখরে তাহার স্নিগ্ধবেণীর বর্ণে ভূমি কোরে আরোহণ ; পরিধি-বিধার পাও, মধ্যে কাজলপ্রতা, অমরমিথুনদর্শনীয় সে ধোরে ধরণীর স্তলের শোভা । ।