পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] দেশবিদেশের কথা-বাংলা 6৬৯ বঙ্গ ও আসাম অনুন্নত শ্রেণীর উন্নতি বিধায়িণী সমিতি— বঙ্গ ও আসাম জমুন্নত শ্রেণীর উন্নতি বিধায়িনী সমিতির অবৈতনিক मणांमक ब्रांब्र गांप्श्व ब्रांछय्भांश्न शाम मच्थछि मूडहौनउ ७ বাৰ্দ্ধক্য বশতঃ উক্ত পদ হইতে অবসর গ্রহণ করিয়াছেন। সমিতি বঙ্গদেশ ও আসামের অনুন্নত শ্রেণী উন্নতিকামী কৰ্ম্মী রায় সাহেব রাজমোহন দাস স্থাপিত হুইবার সময় হইতেই তিনি উক্ত পদে অধিষ্ঠিত ছিলেন যখন সমিতি স্থাপন হয় তখন উছার অন্তভুক্ত সামান্ত কয়টি বিদ্যালয় ও অল্প সংখ্যক ছাত্র ছিল। কিন্তু দাস মহাশয় অবসর গ্রহণের পূর্বে সমিতির অস্তভুক্ত বিদ্যালয়ের সংখ্যা ৪•• শতের উপর ও ছাত্রসংখ্যা প্রায় ১৬ হাজার ছিল । উtহার অক্লাস্ত প্রচেষ্টার ফলেই ইহা সম্ভব হইয়াছে । পরলোকগত মহারাজা ক্ষেীণীশচন্দ্র রায় – বঙ্গীয় শাসন পরিষদের সদস্ত নদীয়ার মহারাজা ক্ষেীণীশচন্দ্র রায় মাত্র ৩৮ বৎসর বয়সে পরলোক গমন করিয়াছেন। তিনি নদীয়ার বিখ্যাত মহারাজা কৃষ্ণচন্ত্রের বংশধর ও এই অল্প বয়সেই বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্ত, নদীয়া জেলা বোর্ডের চেয়ারম্যাণ প্রভূতি পদে অধিষ্ঠিত থাকিয়া নানা জনহিতকর কায্য করিয়া গিয়াছেন। উাহার অকাল মৃত্যু শোচনীয় বাংলায় সমবায় সমিতি— ১৯২৬-২৭ সালের সরকারী রিপোর্টে প্রকাশ ঐ বৎসর বঙ্গদেশে সমবায় সমিতির সংখ্যা ১৫৪৩৯ ও তাহীদের সদস্ত সংখ্যা ৫৪৭৩২৫ झिल © বাঙ্গালীয় সমবায় জামোলনের ক্রমিক উন্নতি সন্তোষজনক হইলেও কৃষি ব্যাপারে ঋণদানের ব্যবস্থা সেরূপ নহে। বাঙ্গালীর প্রধান প্রধান বাৎসরিক ফসলগুলির মুল্য প্রায় ২০০ কোট টাকা, কিন্তু এই সম্পর্কে ও কোটা ১৫ লক্ষ ঋণ প্রদানের গুপ্ত নিযুক্ত আছে। এই টাকা শুধু কৃষি ব্যাপার নয় সকল প্রকার সমবায় সমিতিতে খাটিতেছে । ’ পাটের ব্যবসায়ে সমবায় বিভাগের কার্য আরম্ভ হইয়াছে তাহ अथ्श नtश् ॥ मां५iब्र१ •श*१iन अभिछिब्र कांछ cरुष्णुं माछांक्छब्रक । পাট বিক্রয় সমিতির কার্ধ উল্লেখযোগ্য। কৃষি পণ্য বিক্রয় সমিতির সংখ্যা ৭৮ । সমবায় দুগ্ধ সরবরাহ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদন সমিতির নাম ও উল্লেখযোগ্য। দুগ্ধ সমিতির সংখ্যা ৯৭ তন্মধ্যে ৮২টি কলিকাতায় । কলিকাতার দুগ্ধ ইউনিয়নে ২২১৬৮ টাকা লাভ হইয়াছে। সমবায় কৃষি সমিতির সংখ্যা ৩০ । ম্যালেরিয়া নিৰায়ণী সমিতির १श्वj! se० ॥ - মালদহে একটি রেশম যুনিয়ন রেজেক্টtী করা হইয়াছে। ইহার সহিত ৪৫ সমিতি সংযুক্ত । 学° সেন্টাল ব্যাঙ্কের সংখ্যা ১-৩ ৷ - বঙ্গীয় প্রাদেশিক সমবায় সমিতির অবস্থা ক্রমশঃ উন্নতি লাভ করিতেছে। এবার ও কেটা টাকা নিযুক্ত ছিল! ইহার সদস্ত সংখ্যা ৯৮৭৪। এই সমিতি সৰ্বকার হইতে ১০ হাজার টাকা পায়।—ত্রিশ্রোতা অধ্যাপক ডাঃ সুধীন্দ্র বস্থ অধ্যাপক ডঃ সুধীন্দ্র বসু ও উপহার পত্নী কুমিল্লায় গিয়া উহুদের পরিবারবর্গের সহিত মিলিত হইয়াছেন। তিনি সম্প্রতি পূর্ববঙ্গের অধ্যাপক ডাক্তার সুধীন্দ্র বস্ব ও উtহার পত্নী ঢাকা, নারায়ণগঞ্জ প্রভৃতি স্থানে ভ্রমণ করিয়াছেন। তিনি যেখানেই গিয়াছেন সেখানেই বিপুল অভ্যর্থনা পাইয়াছেন। বস্ব মহাশয় अ1शांशैौ खूलाई *itभग्न ८९tभई witभग्निका गांउd कब्रिtदन ।