পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বারদোঁলী সত্যাগ্রহ-সম্পর্কিত একটি সভায় খ্ৰীযুক্ত প্যাটেল বক্তৃতা দিতেছেন

খ্ৰীযুক্ত রবিশঙ্কর বারদোলী সত্যাগ্ৰহ সংগ্রামের প্রারম্ভে ইনি ছ'মাসের সশ্রম কারদণ্ডে দণ্ডিত হন জঙ্ক সশস্ত্র পুলিশ ও পাঠানদিগকে আমদানী করিয়াছেন। আর এই পাঠানের সত্যগ্রীদের মাল ক্রোক ও নিলাম ইত্যাদি কার্ধ্যে cषब्र” अप्ठाisांब्र, tखांब्र छशब्रललौ कब्रिtऊरइ, ७ांश बांना সংবাদপত্রে প্রকাশিত হইয়াছে। সিন্ধু প্রদেশের জননায়ক গুজরাতে একটি রায়ত সভায় খ্ৰীযুক্ত জয়রামদাস দৌলতরাম বস্তৃতা দিতেছেন। এখানকার রায়তরা বারদেলী আন্দোলনের প্রতি সহানুভূতি সম্পন্ন ঐযুত জয়রামদাস দৌলতয়াম স্বরাট প্রাদেশিক সম্মিলনের সভাপতির অভিভাষণে অত্যাচারী পাঠানদের কার্য্যকলাপ বর্ণনা করিতে যাইয়া বলিয়াছেন, এই সব পাঠানের অত্যন্ত দুষ্ট প্রকৃতির। ভারতের সহরগুলিতে ইহাদের মত দুৰ্ব্বত্ত অপরাধী বড় একটা দেখা যায় না। অথচ এই সব লোককেই বোম্বাই গবর্ণমেণ্ট, বাছিয়া বাছিয়া নিরীহ গুজরাট কৃষকদের সায়েস্তা করিবার জন্ত প্রেরণ कब्रिग्नt८छ्न । গবর্ণমেণ্ট উtহাদের ইস্তাহারে বলিতেছেন-পাঠানদের বিরুদ্ধে এই সব অভিযোগ ভিত্তিহীন। সরকারী কৰ্ম্মচারীদের তত্ত্বাবধানে চালিত মুষ্টিমেয় জনকয়েক পাঠান ষে ৯ হাজার কৃষকদের উপর কোন অত্যাচার করিতে পারে, একথা গবর্ণমেন্ট, বিশ্বাসই করিতে পারেন না । গবর্ণমেন্ট, যে কেবল বায়দৌলী তালুকে পাঠানদেরই জামদানী করিয়াছেন, তাহা নহে, বোম্বাই কাউন্সিলের সদস্ত জীযুত মরিম্যান, দেশাই প্রভৃতি তাহাদের পদত্যাগ পত্রে বলিয়াছেন যে, পুরাতন হিন্দু কৰ্শ্বগয়াদিগকে ঐ স্থান হইতে সরাইয় তাহাদের স্থানে নূতন