পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

li | s o

l 龔 | o গভীরগবেষণালব্ধ ত্রেতাযুগের গল্প ( > ) কলিকাতার হেদুয়৷ সরোবরের উত্তর প্রাস্তে একটি রাণীগঞ্জ টালি অচ্ছাদিত চালা আছে । সেই চালার অভ্যন্তরস্থ বেঞ্চি গুলি অধিকার করিয়া সকাল-সন্ধ্যা উত্তরকলিকাতার যাবতীয় পরলোকের পথের পথিকগণ গল্প গুজব করিয়া ডাক আসিবার পূৰ্ব্বের সময়টুকু আনন্দে অতিবাহিত করিয়া থাকেম। সেদিন বৈকালেও এখানে চিরানুস্থত প্রথামত আড্ডা বসিয়াছিল। “হট ডিস্কাশ্যন”— বিষয় “সিডিশন । প্রমথবাবু বলিলেন, “দেখ গভৰ্ম্মেন্টের যদি বুদ্ধি থাকৃত তা হ’লে তারা সিডিশন থামাবার জন্ত আরও গোটা কয়েক কাউনসিল, এসেম্রি ইত্যাদি বাড়িয়ে দিত আর তাতে ঢোকৃবার “ইলেকৃশনের" নিয়ম-কানুন এমন ক’রে তি যে কোন ভদ্রলোক আর তাতে ঢুকৃতে পারত না । তা হলে দেখতে যে, জাল জুরী ক’রে যারা তাতে চুক্ত তারা এমন লম্বা লম্বা বক্তৃতা দিত আর এত খাটো খাটো কাজ করুত যে দেশে সত্যি সত্যি রিভোলিউশন করার মত লোক যদি কেউ থাকৃত ত তার উপযুক্ত ৰূকম বক্তৃতা দেওয়ার ক্ষমতার অভাবে শীঘ্রই পাজ তাড়ি গুটিয়ে মুদির দোকান খুলে দেশের দেশাত্মবোধের হাত থেকে আত্মরক্ষা করতে লেগে যেত। সিডিশনের আসল দাওয়াই হচ্ছে উপযুক্ত ছাদের পলিটিক্স ; কি বলেন, মধুবাবু?” মধুবাৰু কারুর মতে মত দেন না ? , ভাঙ্গের নেশা খরচা সত্বেও অকালে চুটিয়া যায়। তিনি বলিলেন, “জারে মশায়, সেও কি কথা। কাউন্সিল কত বাড়বে সিডিশনও তত বেড়ে চলবে। সিডিশন & e-bly ক’রে জেলে না গেলে লোকে কাউন্সিলে ঢুকবে কিসের জোরে ? অবিপ্তি বলতে পারেন, যে, এতে বড় রকম সিডিশন, যেমন খুন-খারাপী, তা কম্বে, কিন্তু ছোটখাট সিডিশন, যেমন কাগজে ইস্কে শীর সেও, উসকো গর্দান লেও বলে আস্ফালন করা, কি চৌরঙ্গীর মোড়ে ফিরিঙ্গী সার্জেণ্ট-কে লেঙ্গি মেরে ফেলে দেওয়া, এসব এতে বাড়বে। আজকালকার দিনে ঐ রকম কিছু না করলে কেউ দেশের কাছে মাথা তুলে দাড়াতেই পারে না। ধরুন না কেন, আমাদের হাতু, তার আর কি ক্ষমতা ছিল ? ওবছরের ৫ই তারিখের হরতালের দিন সে গণেশ ময়রার দোকানের পিছনের দরজার ফাক দিয়ে জিবে গজা কিনে খাচ্ছিল। এমন সমর ‘য়ৈ রৈ’ ক’রে সেই পথ দিয়েই ভিড় আর তার পিছনে পুলিশ চুটুল। হাতু ভর পেয়ে এদিক ওদিক পালাবার চেষ্টা ক’রে অন সাসপিশন’ গ্রেপ্তার হয়ে গেল। আর কি রক্ষা আছে। নগদ ৪ জরিমানা। এদিকে, হাতুর মামাবাড়া বর্ধমানে । সেখানে রাষ্ট্র হয়ে গেল হাতু শুধু হাতে ৭৮ জন সার্জেণ্টকে জখম ক’রে জেলে গিয়েছে। হাতু মাল দুই পরে বদ্ধমান যেতেই তাকে সকলে কাগজের স্বরাজ ফ্ল্যাগ, মালা ইত্যাদি উড়িয়ে গলায় দিয়ে ষ্টেশনে ‘রিসিভ করলে। তার পর দিন “বার অ্যাসোসিয়েশন” তাকে কাউন্সিলে ব্যাক করূবে বলে জানালে। হাতু ত হতভস্তু ! কিন্তু তা হ’লে কি হবে—সেই দেখ হাতু আজ এমেলসি’ হ’য়ে শাই শাই ক'রে বক্তৃতা ছোটাচ্ছে। প্রমথবাবুর ওসৰ ধারণা ভুল। সিডিশন বন্ধ করবার মাত্র এক উপায় আছে। মাস এডুকেশন” কম্পালসারি করে সেই সঙ্গে প্রাইমারী স্কুল থেকে আফিং খাওয়া কম্পালসারি কয়ে