পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

કરૂર প্রবাসী –আষাঢ়, ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড যখন ক্লাইব ১৭৫৭ সালে মুর্শিদাবাদ প্রবেশ করেন, তখন তাহার সম্বন্ধে লিখিয়াছিলেন— - ‘This city is as extensive, populous and rich as the city of London, with this difference, that there are individuals in the first sessina infinitely greater property than in the ಶ್ಗಿ ভারতীয় বাণিজ্য ও পণ্যশিল্প-সমুহের ধ্বংস সম্বন্ধে মেজর বামন দাস বস্থর যে ইংরেজী পুস্তক আছে, তাহা হইতে ইংরেজীতে ইংরেজ লেখকদের যে-সমস্ত কথা উদ্ধৃত করিলাম, তাহ পরোক্ষভাবে বা অজ্ঞাতসারে বাঙ্গালীদের আত্মতৃপ্তি ও আলস্য বাড়াইবার অভিপ্রায়ে করিলাম না। কোন মানুষের পূর্বপুরুষদের অবস্থা যদি ভাল ছিল এবং তাহার নিজের অবস্থা ভাল না হয়, তাহা হইলে সে নিজের অবস্থার উন্নতির চেষ্টা না করিয়া যদি কেবল বংশের বড়াই করে, তাহা হইলে সে সম্মানভাজন হয় না। বিদ্বাৰু পূৰ্ব্বপুরুষের মুখ সস্তানের মুখে পূর্বপুরুষের পাণ্ডিত্যের প্রশংসাও অশোভন । এবম্বিধ কারণে আমরা বড়াই করিবার জন্ত দেশের পূর্ব গৌরব কীৰ্ত্তন করিতে অনিচ্ছুক। এখানে দেশের প্রাচীন সমৃদ্ধির উল্লেখ করিবার উন্ধেগু ইহাই দেখান, যে, এই দেশেই যখন আমাদের জাতির লোকদের দ্বারাই আগে যথেষ্ট ধন উৎপাদিত ও সঞ্চিত হইত, তখন বর্তমান কালেও তাহা সম্ভবপর । ক্লাইব মুর্শিদাবাদে প্রবেশ করিয়াসহরটিকে তখনকার লওনের সমান বিস্তৃত, বহুজনাকীর্ণ ও সমৃদ্ধ দেখিয়াছিলেন; প্রভেদ কেবল এই দেখিয়াছিলেন, যে, মুর্শিদাবাদে এমন সব ধনী লোক ছিলেন র্যাহাদের ধনের পরিমাণ লওনের ধনীদের ধনের পরিমাণ অপেক্ষা অগণিত গুণ বেশী। সেই মুর্শিদাবাদের নামধারী জেলায় আজ ছুর্ভিক্ষ দেখা দিয়াছে, উদরপূর্তির পক্ষে যথেষ্ট অল্প ক্রয় করিবার অর্থ বহু লোকের নাই। বঙ্গের পূর্ব সমৃদ্ধির যে-সব কারণ ১৮৯১ সালের এশিয়াটিক র্যাকুয়্যাল রেজিষ্টারে লিখিত হইয়াছে, তাহ মনে রাখিলে আমাদের বর্তমান দারিদ্র্যের কারণও বুঝা যাইবে। ঐ বার্ষিক পুস্তকটি ইংরেজদের দ্বারা লিখিত ও প্রকাশিত হইত। তাছাদের দ্বারা বঙ্গের অযথা প্রশংসা इहेबांब्र cकांन गडांबना नॉरे ।। ५ईबछ ठेहांrठ बांश লিখিত হইয়াছে, তাছা সত্য বলিয়া গ্রহণ করিতে হইবে। বঙ্গের পূর্বসমৃদ্ধির সকল কারণ উছাতে লিখিত হয় নাই। কেবল বলা হইয়াছে, যে, বঙ্গের জমী অসাধারণ রকম फेक्सिब्र शक्र ७हे उक्तिब्रङ। नौजाउ। ७क्र्तब्रडा वाजब्र ধনশালিতার একটি কারণ। আর একটি কথা বলা হইয়াছে যে, বাংলাদেশে বিস্তর নদী আছে এবং এই সকল নদীতে নৌকা চলে ; স্থলপথে বাণিজ্যদ্রব্য এক স্থান হইতে অন্ত স্থানে লইয়া যাওয়া অপেক্ষা জলপথে তাহা শীঘ্র ও অল্প ব্যয়ে করা চলিত। ইহাও বঙ্গের ধনশালিভার একটি কারণ ছিল । আর একটি কারণ এই বলা হইয়াছে, যে, বঙ্গের অধিবাসীরা পরিশ্রমে শ্রেষ্ঠ । এই সকল কারণে ভারতবর্ষের মধ্যে বাংলা সকলের চেয়ে ঐসম্পত্তি শালী ছিল। বঙ্গের জমী এখনও উর্ধ্বর আছে, কিন্তু আগেকার মত উৰ্ব্বর আছে কি না, সলোহ। যে-সব জমীর উপর নদীর ঘোলা জলের পলি পড়ায় তাহা উৰ্ব্বর হইত, এখন ठांझांग्न शाश्वj अtनक छमैौ जांब्र cनृङ्ग* ठेर्विब्र। इब्र न ; কারণ অনেক নদী ভরাট হইয়া গিয়াছে, অনেকগুলিতে আর স্রোত বহে না । অঙ্ক অনেক জমীতে বিন সারে বা বিনা যথেষ্ট সারে পুনঃ পুনঃ চাষ হওয়ায়তাহার উৎপাদিক শক্তি কমিয়া গিয়াছে। নদী খনন করিয়া আবার তাহাকে স্রোতস্বতী করা রাজশক্তির কার্য্য। সরকারী কাজে জনসাধারণের মত প্রবলতম না হইলে বঙ্গের ভরাট নদী খনন হইবে না, অভিজ্ঞতাiহইতে দেখা যাইতেছে। গত শতাব্দী হইতে ইহার আবশ্বকতা উপলব্ধ হইয়া এবিষয়ে আন্দোলন হইতেছে, কিন্তু কাজ হয় নাই। অতএব বর্তমান শাসনপ্রণালী পরিবর্তিত হইয় প্রজাতন্ত্র শাসনপ্রণালী প্রবর্তিত হওয়া অর্থাৎ স্বরাজ স্থাপিত হওয়া দরকায় । কিন্তু স্বরাজ স্থাপনের অপেক্ষার বলিয়া থাকিলে চলিবে না ; বর্তমান গবষ্মেন্টকেও তাহার কর্তব্য করাইবার জন্ত বিধিমত চেষ্টা করিতে হইবে। যে-সব জমীর উৎপাদিক শক্তি পুনঃ পুনঃ চাষের জন্ত কমিয়া গিয়াছে, তাহাতে वाषडे गांब्र cन७ब्रहेष्ठ इहेरण ८ष झषक जगैौब्र क्रांश क्रब्र তাহাতে তাহার স্বত্ব কিরূপ হওয়া উচিত, জমীতে যথেষ্ট সার দিবার জন্ত তাহার কিরূপ সাহায্য পাওয়া আবণ্ডক,