পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(:eе হইতেছে। জম্ভ ধৰ্ম্মাবলম্বীরা চাকরী পাইবার ফুটা সুযোগ পাইতেছে। যদি প্রতিযোগিতায় তাহারা উচ্চস্থান অধিকার করে, তাহা হইলে ত তাহার চাকরী পাইয়াই গেল, কিন্তু যদি নিম্নস্থানীয় হয়, তাহা হইলেও কর্তৃপক্ষের মেক নজরে তাহারা কেহ কেহ কাজ পাইবে। এইরূপ বন্দোবস্ত স্কায়সঙ্গত বিবেচিত না হওয়ায়, ষ্টেটসম্যান পৰ্য্যস্ত কিঞ্চিং শ্লেষ করিয়াছেন। যথা— ●●罗弱●●there are several backward communities to be thought of...So competition has had to be tempered by kindliness to the weaker vessel:By this interpretation of the principle of , competition, a number of the less qualified candidates get two chances—they may passin, or if they fall, they oy be , nominated to redress a want of balance The fixoto ត្រីផៃ ជាំ earmark them for selection if they fail.” আমরা একাধিক বার যলিয়াছি, যে, যদি মুসলমানের হিন্দুদের সহিত প্রতিযোগিতায় উচ্চস্থান অধিকার করিতে পারেন, তাছা ভালই ; কিন্তু র্যাহারা পরিবেন না, তাহীদের জন্ত শুধু মুসলমানদের মধ্যেই আরও একটি প্রতিযোগিতামুলক পরীক্ষা হউক। তাহাতে পারদর্শিতা অনুসারে মুসলমান যুবকের চাকরী পাইবে। এইরূপ ব্যবস্থা করিলে তোষামোদকারী মুসলমান নেতারা” সম্প্রদায়ের ক্লিতের ব্যপদেশে গরীব বুদ্ধিমান যোগ্যতর যুবকদের দাবী চাপ দিয়া নিজেদের আত্মীয়-স্বজ कांकबैौ कूहेष्ठ পারিবেন না। চীন স্বাজাতিকদের জয় চীনে যাহারা সাদৃয়াংসেনের সহকৰ্ম্মী ও অমুচর-ছিলেন, তাহারা দক্ষিণ চীনের দল, স্বাজাতিক দল, ক্যান্টনের দল, ইত্যাদি নামে পরিচিত। সায়াৎসেনই বিপ্লব ঘটাইয়া চীনে মাষ্ণু সম্রাটদের রাজত্বের উচ্ছেদসাধন করেন, এবং তাহার ফলে সাধারণতন্ত্র প্রতিষ্ঠিত হর। তাহার দলের লোকেরা জয়ী হইয়। চীনের রাজধানী পেকিং প্রবেশ করিয়াছে। এখন যদি চীনে অস্তযুদ্ধের অবসান হয়, শাস্তি স্থাপিত হয়, এবং সমগ্র চীনজাতি শৃঙ্খলাবদ্ধ হইয়া দেশের ७म्नछिप्ठ भन प्ठि गमर्थ श्न, ठाश श्हेप्ण ौरमन्न মঙ্গলের সঙ্গে সঙ্গে এশিয়ার ও সমুদয় পৃথিবীর হিত সাধিত হইবে। রাজমোহন দাস মহাশয়ের অবসর গ্রহণ ছয় মাস হইল বঙ্গ ও আসামের অমুন্নত শ্রেণীসমূহের উন্নতিবিধায়িনী সমিতির অবৈতনিক সম্পাদক ঐযুক্ত রাজমোহন দাস মহাশয় বার্থক্য ও দৃষ্টিক্ষীণত বশতঃ তাহার প্রিয় কাৰ্য্য হইতে অবসর লইয়াছেন। তিনি বার বৎসর প্রবাসী—আষাঢ়, ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড পূৰ্ব্বে যখন এই কাজটির ভার লন, তখন ৮টি জেলায় সমিতির ৪২টি বালকবিদ্যালয়ে ৮৬৬টি ছেলে পড়িত এবং ৮টি বালিকাবিদ্যালয়ে ১৯৬টি বালিকা পড়িত। সমিতির হাতে মজুত টাকা ছিল ৬৫টি এবং দেন ছিল ৬৮২ টাকা ও শিক্ষকদের তিন বৎসরের বেতন । তাহার পর ক্রমে ক্রমে সকল দিকেই সমিতির কাজের বিস্তৃতি ও উন্নতি হইয়া আসিতেছে। ১৯২৬ - ২৭ সালের শেষে ২২টি জেলায় বিদ্যালয়ের সংখ্যা ৪০৭ এবং ছাত্রছাত্রীর সংখ্যা ১৬৬৭০ পর্যস্ত পৌছে। তাহার কার্য্যকালে সরকারী ও বেসরকারী মঞ্জুরী টাকা ও চাদ হইতে ঐ বৎসরের শেষ পর্যন্ত ১,২৩,৭৩২৭/৪ খরচ হুইয়া ৭,৩৫৩%9৯ উদ্ধৃত্ত থাকে। সমিত্তির কাজ ক্রমেই বিস্তৃত হইতেছে, খরচও বাড়তেছে। সেই সঙ্গে সঙ্গে সৰ্ব্বসাধারণ ইহার সহায় হইলে দেশে অনেক পরিমাণে শিক্ষার বিস্তার হইবে। বঙ্গে ও আসামে শিক্ষ-বিস্তায়ের জন্ত এই সমিতির চেষ্টা সৰ্ব্বাপেক্ষা বড়, ব্যাপক ও সফল বেসরকারী চেষ্টা। রাজমোহন-বাৰু কেবল যে শিক্ষাদান দ্বারাই অমুন্নত শ্রেণীর লোকদের উপকার করিয়াছেন, তাহা নহে, সামাজিক উৎপীড়ন হইতেও তাহাদিগকে প্রয়োজন ও সাধ্য অনুসারে রক্ষা করিয়াছেন। তাহার একটি দৃষ্টান্ত নীচে দিতেছি। সামাজিক অত্যাচার দমন ১৯১৮-১৯ সালে ঢাকা জেলার নয়ানগরের বাবু দ্বারকানাথ রায় নামক একজন সঙ্গতিপন্ন নমঃশূদ্র চাষী গৃহস্থ, মুসলমান জমীদারদিগকে সেলামী না দিয়া, ত্রিংশ দিনের পরিবর্তে একাদশ দিবসে একটি শ্রাদ্ধের অনুষ্ঠান করিতেছিলেন। তাহাতে ক্রুদ্ধ হইয়া জমিদারের বহুসংখ্যক লাঠিয়াল দ্বারা দ্বারকানাথবাবু ও অন্ত অনেককে আক্রমণ করে, শ্ৰাদ্ধ পও ও অপবিত্র করে, এবং তাহাকে ধনী করিয়া জমিদারী কাছারীতে লইয়া গিয়া বেশী পরিমাণ জরিমানা দিবার অঙ্গীকার লইয়া ছাড়িয়া দেয়। পুলিশে ঘটনার সংবাদ দেওয়ায় আহত ব্যক্তিরা ঢাকায় হাসপাতালে প্রেরিত হয়। তথা হইতে বাড়ী ফিরিবার পথে দ্বারকনাথের মৃত্যু হয়। পুলিস জমিদারদিগকে ছাড়িয়া দিয়া কেবল লাঠিয়ালদিগকেই বিচারের জন্ত চালান দিতে চাহিয়াছিল। কিন্তু রাজমোহন দাস মহাশয় নিজে তদন্তু করিয়া উচ্চ পুলিস কৰ্ম্মচারীদিগকে বুঝাইতে সমর্থ হন, যে, জমীদারদিগকেও চালান দেওয়া উচিত। তদনুসারে তাহাদিগকেও চালান দেওয়া হয়। তিনি এইরূপ