পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৯২ csांश किब्राहेब्रॉ डांशंब्र ठिमाँ उहेtब्रग्न लिएक 5ांहिब्रा য়ছিল। বড় ভাই যে, তাহার বয়স ত্রিশ হইবে। সে বিশেষ লম্বা নয়, গঠনটাও তাহার ভাল নয়, কিন্তু মুখে আভিজাত, ও অহঙ্কারের চিহ্ন সুস্পষ্ট। তাহার নাম জুরানিটে, দ্বিতীয় ভ্রাতাটির নাম ফিলিপ, দেখিতে সে ঠিক ক্লারার মত মুন্দর, বয়স কুড়ি বৎসর। ছোট ভাইটি আট বৎসরের বালক, অপূৰ্ব্ব মুলার মুখ। বৃদ্ধ, শুভ্রকেশ মার্কুইস্কে দেখিলে মনে হয় যেন মুরিলোর একখালি চিত্র জীবনলাভ করিয়া আসিয়াছে । সকলের দিকে চাহিয়া ভিক্তরের মন নিরাশায় ভরিয়া গেল, কি করিয়া ইহার জেনারেলের প্রস্তাবে স্বীকৃত হইবে ? যাহা হউক, কোনোমতে সে ক্লারার কাছে কথাটা পাড়িয়া ফেলিল। তরুণীর শরীরের ভিতর দিয়া একটা শিহরণ খেলিয়া গেল, কিন্তু কোনোমতে নিজেকে সাম্‌লাইয়া লইয়া সে আপনার পিতার সম্মুখে গিয়া নতজান্থ হইয়া বসিল। সে বলিল, “বাবা, জুয়ানিটোকে প্রতিজ্ঞ করতে বলুন যে, সে আপনার আদেশ যত কঠোরই হোক না কেন পালন করবে। তা হলে আমাদের আর দুঃখ করবার কিছু ধাকৃবে না।” মারকুইসের পত্নীর মুখে একটু আশার তাব দেখা দিল, কিন্তু স্বামীর দিকে ফিরিয়া, তাহার মুখে ক্লারার ভীষণ বার্তা শুনিবামাত্র তিনি মূৰ্ছিত হইয়া পড়িয়া গেলেন ; জুয়ানিটো সবই বুঝিতে পারিল, পিঞ্জরাবদ্ধ সিংহের মত গর্জন করিয়া সে লাফাইয়া উঠিল। মারকুইসের নিকট বাধ্যতার অঙ্গীকার গ্রহণ করিয়া ভিক্তর ফরাসী সৈন্তদের বিদায় করিয়া দিল। মারকুইসের ভৃত্যদের প্রাণদণ্ড দিবার জন্ত বাহিরে লইয়া যাওয়া হইল। কেবলমাত্র ভিক্তর যখন ঘরে রছিল, তখন বৃদ্ধ মার্কুইস উঠিয়া দাড়াইলেন। পুত্রকে ডাকিয়া বলিলেন, "জুয়ানিটাে।” জুয়ানিটাে মাথা নাড়িয়া জানাইল, সে এই ভয়াবহ সৰ্ত্তে রাজী নয়। সে চেয়ারে বসিয়া তীব্র দৃষ্টিতে নিজের জনকজননীর দিকে চাহিয়া রছিল। ক্লারা তাহার নিকটে গিয়া তাহাকে জড়াইয়া ধরিল। তাহার চোখের উপর চুম্বন করিয়া বলিল, “জুয়ানিটে, তুমি যদি জানতে তোমার হাতে মৃত্যু কত মধুর হবে। আমাকে তাহলে ঐ হতভাগ। জল্লাদের প্রবাসী-শ্রাবণ, ১৩৩৫ AMAMAS AMAeAMAeAeSAMAYAMAAAA AAAAAAAS SSAS SSAS SSASAAA AAAAMMAMMMMAMAMMAMMMAAA AAAA AAAAA [ ২৮শ ভাগ, ১ম খণ্ড ാ হাতের স্পর্শ সহ করতে হবে না। ভবিষ্যতের সব বিপদের गडांबना ८षट्क फूमि जांभांद्र ब्रक्र कब्ठ । चांषि अछ কারো অধিকারে যাব এ চিত্তাও তোমার অসহ ছিল। জুয়ানিটাে তা হ’লে ?” ক্লারা বিশাল কালো চোখের জলন্ত দৃষ্টিতে একবার ভিক্তরের দিকে তাকাইল । সে যেন জুয়ানিটোর হৃদয়ে ফরাশী-বিদ্বেষ জাগাইয়া তুলিবার চেষ্টা করিতেছিল। ফিলিপ বলিল, “ভাই মনে সাহস সঞ্চয় কর, তা না হ’লে আমাদের এত বড় বংশ, প্রায় রাজবংশের তুল্য যার নাম, সেট। লুপ্ত হ’য়ে যাবে।” হঠাৎ ক্লারা উঠিয়া দাড়াইল। জুরানিটের চারিপাশ হইতে সকলে সরিয়া গেল, তাহার বৃদ্ধ পিতা তাহার সম্মুখে আসিয়া দাড়াইলেন। তিনি গম্ভীরভাবে বলিলেন, “জুয়ানিটে, আমি তোমাকে আদেশ কবৃছি।” তরুণ কাউন্ট জুয়ানিটাে কোনো সাড়া দিল না। তখন মারকুইস্ তাহার সাম্নে নতজামু হইয়া বসিয়া পড়িলেন, তাহার পুত্র-কন্যারাও র্তাহার অনুসরণ করিল। সকলে জুয়ানিটোর দিকে হাত বাড়াইয়া যেন অমুনয় করিতে লাগিল, তাহাদের বংশের নাম ধ্বংসের মুখ হইতে রক্ষা করিবার জন্ত । মারকুইস্ বলিলেন, “পুত্র, তোমার মধ্যে কি স্প্যানিয়ার্ডের দৃঢ়তা এবং বিবেচনা একেবারে নেই ? তুমি কি আমাকে তোমার সাম্নে ভিখারীর মত নতজানু হয়ে থাকতে বল ? তোমার নিজের জীবনের এবং নিজের দুঃখ-যাতনার কথা ভাববার কি অধিকার আছে ?” তিনি নিজের পত্নীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, “এ কি সত্যিই আমার পুত্র ?” র্তাহার পত্নী যন্ত্রণাকাতর কণ্ঠে বলিলেন,“ও রাজী হবে, নিশ্চয় রাজী হবে।” জুয়ানিটে। আর একবার ভ্ৰকুঞ্চিত করিল, তাহার অর্থ কেবল তাহার মাতা বুঝিতে পারিলেন। মার্কুইসের কনিষ্ঠা কষ্ট মারিকুইটা মাকে জড়াইয়। ধরিয়া অশ্রুপাত করিতেছিল। তাহার কনিষ্ঠ ভ্রাতা ম্যাজুয়েল ভগিনীকে রোদনের জন্ত তিরস্কার করিতেছিল। ঠিক এই সময় তাহাদের পারিবারিক পুরোহিত আসিয়া