পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 প্রদেশে তাই নারী-শিক্ষা সম্মেলন, নারী-শিল্প-প্রদর্শনী অনুষ্ঠিত হইতেছে, ভারতের নারীরা আজ সমাজ হইতে কুপ্রথা ও স্থনীতির উচ্ছেদ সাধন করিয়া সুশিক্ষা দ্বারা নারী অধিকারবাদকে মুপথে পরিচালনা করিবার জন্ত বদ্ধপরিকর হইয়াছেন। - শ্ৰীমতী বনলতা দাশ নিখিল-ভারত স্ত্রীশিক্ষা সম্মেলনের অভ্যর্থনা সমিতির সভানেত্রী এই উন্ধেস্ত কয়েক মাস ধরিয়া ভারতের নালা প্রদেশে নারী-সন্মিলনীর অধিবেশন হয় । এই প্রাদেশিক সন্মিলনীসমূহের উদ্বেগু ছিল—স্ত্রীশিক্ষা বিস্তার, বাল্যবিবাহ নিবারণ, মেয়েদের শারীরিক উন্নতি বিধান বিয়য়ে জনমত স্বগঠিত করা। প্রাদেশিক সন্মিলনী সমূহের অধিবেশনান্তে গত ফাল্গুন মাসে দিল্লীতে নিখিল-ভারত স্ত্রীশিক্ষা সম্মেলনের দ্বিতীয় অধিবেশন হয়। গত বৎসর প্রথম অধিবেশনে বরোদার প্রবাসী—বৈশাখ, ১৩৩৫ [২৮শ ভাগ, ১ম খণ্ড প্রদেশ হইতে নানা সম্প্রদায়ের প্রায় জ্বই শত মহিলাপ্রতিনিধি এই সভা সম্মেলনে যোগদান করিয়া নারীদের উন্নতি বিষয়ক প্রস্তাব সমূহ আলোচনা করিয়াছিলেন। সম্মেলনে ভূপালের বেগম সাহেব, বরোদার রাজকুমারী শকুন্তলা রাজা, মাদীর রাণী সাহেব, শ্ৰীমতী সরোজিনী নাইডু (বোম্বাই), ভ্রমতী নেহান্ধ ( এলাহাবাদ ), শ্ৰীমতী সুষমা সেন ( পাটনা), শ্ৰীমতী 竖小 o: সম্মেলনের সভানেত্রী ভূপালের বেগম কিবে (ইন্দোর), শ্ৰীমতী যমুনা দেবী (জয়পুর ) ; ঐযুক্ত সরলা দেবী চৌধুরানী ( বাঙলা), মিসেস কাজিনস্ ( মাদ্রাজ), মিসেস হামিদ আলি ( পঞ্জাব) প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রারম্ভে অভ্যর্থনা সমিতির সাভানেত্রী শ্ৰীমতী বনলতা দাশ (ভারত সরকারের আইন সচিব মননীয় মিঃ সতীশরঞ্জন দাশের পত্নী ) একটি স্বন্দর