পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g¢ *ì««¡¡i ] বিবিধপ্রসঙ্গ—সাইমন কমিশন ও বঙ্গীয় ব্যবস্থাপক সভা శ్రీలిన్

  • ांब्रिण ञा । शन्ईषdब्र जवनांन इeब्रांब्र हेश eयंभां५ इब्र नl, cष, cनांय अभिकtनब्रहे । ठांशंcनब्र अप्नरक अठाख কম বেতন পায়, ইহা সত্য। তাঁহাদের বাসগৃহ মানুষের বাসের অযোগ্য, ইহাও সত্য। রেলওয়ে কর্তৃপক্ষ অপেক্ষাকৃত বেশী বেতনের এবং সত্যসত্যই মোটা মাহিনীর কৰ্ম্মচারীদের জন্ত বাসা নিৰ্ম্মাণ করিয়া দিয়াছেন, কিন্তু গরীব শ্রমিকদের জন্ত তাহা করিতে নারাজ।

শ্রমিকদের অভিযোগ যাহা ছিল, তাহ রহিয়া গেল । সুতরাং আবার ধৰ্ম্মঘট হইবার সম্ভাবনাও রছিল। এবার ধৰ্ম্মঘটরা সৰ্ব্বসাধারণের নিকট হইতে-বিশেষতঃ তাঁহাদের স্বদেশবাসী ধনী লোকদের নিকট হইতে— যথেষ্ট সাহায্য না পাওয়ায় পরাস্ত হইল। কিন্তু ভবিষ্যতে ভাল করি, প্রস্তুত হইয়া জা।ার সংগ্রামে প্রবৃত্ত হইলে তাহাদের ইচ্ছা পূর্ণ হইবার সম্ভাবনা আছে। সাইমন কমিশন ও বঙ্গীয় ব্যবস্থাপক সভা সাইমন কমিশনের সহিত সহযোগিতা করিবার জন্য বঙ্গীয় ব্যবস্থাপক সভ্যতা অধিকাংশ সভে্যুর মত অনুসারে সাত জন সভ্যের একটি কমিটি নিৰ্ব্বাচনে রাজী হইয়াছে। ইহাকে বঙ্গের সহযোগিতা নাম দিয়া কোন কোন এংলো-ইণ্ডিয়ান কাগজ ডাল্লাস প্রকাশ कब्रिब्रां८छ् । किरू हेश रुखङः वtत्रब्र नृश्यांशिंठों नरश् । यनि বঙ্গীয় ব্যবস্থাপক সভার সমুদয় বা অধিকাংশ নিৰ্ব্বাচিত সভ্য কমিটি গঠনের পক্ষে ভোট দিতেন, তাছা হইলে তাহাকে বরং কোন প্রকারে বঙ্গের সহযোগিতা বলিয়া ব্যাখ্যা করা চলিত—যদিও তাহাও বঙ্গের সহযোগিতা হইত না, কারণ ব্যবস্থাপক সভার প্রতিনিধি নির্বাচনে ভোট দিবার যোগ্যতা এরূপ ভাবে নির্দিষ্ট হইয়াছে, ষে, নিৰ্ব্বাচিত ব্যক্তিদিগকে সমুদয় বাঙালীর প্রতিনিধি বলা যায় না। যাহা হউক, এই প্রকারে নির্বাচিত প্রতিনিধিদের অধিকাংশ ও কমিটি গঠনের বিরুদ্ধে ভোট দিয়াছেন। অধিকাংশ মুসলমান সভ্য, সরকারী সভ্য এবং সরকারের মনোনীত বেসরকারী সভ্যদের ভোটের জোরে কমিটি গঠনের প্রস্তাব ध्रुशैठ इहेबांटाइ.। यक्रणं कण७ cष कठकü गांकां९ व পরোক্ষ ভাবে লাটসাহেবের তীরের প্রভাবে হইয়াছে, তাহা মনে করিবার যথেষ্ট কারণ আছে। তিনি কোনও সভ্যকে কমিটি গঠনের পক্ষে ভোট দিতে না বলিয়া থাকিতে *ां८ब्रन, किड़ ठिनि ८ष ५दिषप्ब्र क८४ांशृङ्गधंद्रनग्न छछ কাহাকেও কাহাকেও ডাকিয়াছিলেন, ইহা নিশ্চিত । অথচ এবিষয়ে তাহার সম্পূর্ণ নিক্রিয় ও নির্লিপ্ত থাকাই উচিত ছিল। নির্বাচিত মুসলমান সভ্যদের অধিকাংশ প্রস্তাবটার পক্ষে ভোট দেওয়ায় স্বরাজ্যদলের চুক্তি অপেক্ষ প্রলোভন ও ভয় যে প্রবলতর, তাহা আর একার প্রমাণিত হইল। कपिछि शर्टन कब्रांब्र ८कांन गांछ इहेरव न, शठंन ना' করিলে কোন ক্ষতি হইত না । সাইমন কমিশনের বাহা করিবার তাহ স্থির আছে, মূলতঃ তাহাই শেষ পৰ্য্যস্ত স্থির থাকিবে ; আধান্তর ছোটখাট বিষয়ে কিছু পরিবর্তন হইত্ত্বে পারে। সাইমন কমিশন সম্বন্ধে আমাদের যাহা বক্তব্য, তাহা আগে আগে বলিয়াছি। সকল জাতিরই আত্মশাসনের অধিকার অাছে। কোন জাতির আত্মশাসনের যোগ্যতা পরীক্ষা করিবার অধিকার অন্ত কোন জাতির নাই । কোন জাতিকে আত্মশাসনের অধিকার হইতে বঞ্চিত রাখিয়া যে জাতি লাভবান হইয়াছে ও হইতেছে, বিশেষ করিয়া সেই জাতির লাভবান লোকের পক্ষপাতশূন্ত পরীক্ষক হইতে পারে না । সাইমন কমিশনের সহিত সহযোগিতা করাটাই আমরা অপমানের বিষয় মনে করি—তাহাতে লাভ হইবে বা লোকসান হইবে, তাহা বিবেচনা করা অনাবশুক মনে করি। পরাধীনতা চূড়ান্ত অপমান, জানি ; কিন্তু ভহি সহ করিতে হইতেছে বলিয়া ক্ষুদ্রতর অতিরিক্ত নূতন অপমানের বোঝা বাড়াইয়া চলিতে রাজী নহি। যেরূপ মনোভাব হইতে আমাদের এই প্রকার অকেজো কথা বাহির হয়, তাছাকে কেজো লোকের স্বপ্নবিলালিত বলিতে পারেন । তাছাতে আপত্তি করিতেছি না।