পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যাJ । সৈনিকের গম্ভীর ভাবে মাথা নাড়িল। এক জন কছিল, আমরা জানিলেও বলিব কেন ? তাছা হইলে ब्रांछकité) विश्वांनशांङकठ कब्रां झग्न । অপর ব্যক্তি কহিল,—বলিতে আমাদের নিষেধ। কোন কথা প্রকাশ করিলে আমাদের মাথা যাইবে। ফারেঙ্ক আর কিছু প্রকাশ করিলেন না। সৈনিক জুই জনে চলিয়া গেল । পর দিবস তাহারা নগরে শত্র-সংবাদ জিজ্ঞাসা করিতে লাগিল। যথার্থ সংবাদ কেহ জানে না। কেহ বলিল, শত্ৰু-সৈন্ত.পরাজিত হইয়া পলায়ন করিয়াছে ; কেহ বলিল, তাহারা নগরের অভিমুখে আসিতেছে ; কেহ বলিল, রাজপুত্র আরাদ বন্দী হইয়াছেন ; অন্যত্র জনরব,শত্রু অনেক গ্রাম দখল করিয়াছে। মোটের উপর সর্বত্রই চঞ্চলত, সকলের মনে ও মুখে একটা আশঙ্কার ভাব। গালিম অশ্বারোহণে অথবা পদব্রজে, নগরের সর্বত্র পর্য্যবেক্ষণ করিতেছেন, নগর-দ্বারে ও প্রাচীরে প্রহর দ্বিগুণিত হইয়াছে। অশ্বারোহী সৈনিকের নগরের বাহিরে গ্রামসমূহে সৰ্ব্বদা যাতায়ত করিতেছে, যদি কোন সংবাদ পাওয়া যায়। দেখিয়া শুনিয়া সৈনিক জুই জন স্থির করিল একটা কিছু তুমুল ব্যাপার হইতেছে। তাহারা যখন বনে ফিরিয়া যায় সেই সময় নগরের বাহিরে এক ভিক্ষুক বসিয়াছিল। সৈনিকরা লক্ষ্য করিল। লা যে, সে-ব্যক্তি তাহাদেয় অমুসরণ করিতেছে । সে কখন অনেক দূরে পিছাইয়া পড়ে, আবার কিছুদূর অগ্রসর হইয়া আসে । সৈনিক দুইজনে বনে প্রবেশ করিল, ভিক্ষুক তাহ দেখিল। অভিশয় সস্তপর্ণের সহিত তাহাদের পশ্চাৎ বনে প্রবেশ করিল, সৈনিকরা মৃগয়া-ভবনে যাইতেছে জানিয়া নগরে ফিরিয়া গেল। সপ্তবিংশ পরিচ্ছেদ ক্লজেলার আদেশ মত সন্ধ্যার পর সৈন্তবল যাত্রা করিল। অশ্বারোহীরা জাগে চলিল, রুদেলা সৰ্ব্বাগ্রে। আরাদ সৈঙ্গের মধ্যভাগে রছিলেন। পদাতিক সৈম্ভের নেতা জাক্ষেত। সৈন্তের অগ্রে ও পশ্চাতে কিছু দূরে অল্পসংখ্যক সৈন্ত । সেনার সজ্জাম্প্রণালী শিথিল, প্রয়োজন

  1. गचगान शक्षि क्लिॉबिल করার জাৰৰ

শ্ৰেণীবদ্ধ করিয়া সঙ্কুচিত করিতে পারা যায়। শৈল্পের সঙ্গে বিমান নাই, রুদেলা বিমানের অধ্যক্ষকে পর দিবস প্রত্যুষে কোন নির্দিষ্ট স্থানে যাইতে আদেশ করিয়াছিলেন। পণে স্থানে স্থানে অল্পসংখ্যক রাজসৈন্ত। তাহার শক্রবল অনেক অধিক দেখিয়া যেখানে রাজা শিশের ও সেনাপতি সসৈন্তে অবস্থান করিতেছিলেন সেই অভিমুখে হটিতে আরম্ভ করিল। রাত্রি প্রভাত হইলে শত্রুসৈন্ত সঙ্গোপন করিবার কোন সম্ভাবনা রহিল না। হুর্য্যোদয়ের এক প্রহরের পর কয়েকটা বৃহৎ উপবন" ও তাহার মধ্যে কুপ দেখিতে পাইয়া রুদেল সৈন্যদিগকে আহার ও বিশ্রাম করিতে আদেশ করিলেন । রাজা শিশেরার শিবির সেখান হইতে তিন দিনের পথ। গ্রামে গ্রামে তৎক্ষণাৎ রাষ্ট্র হইয় গেল শত্রুসৈন্ত সবলে অগ্রসর হইতেছে। রাত্রে যে-সকল সৈন্ত পিছাইয়া পড়িয়াছিল তাছাদের মধ্যে কয়েকজন অশ্বারোহী সমস্ত রাত্রি অশ্বচালনা করির শিবিরে উপনীত হইয়া শত্রুর আগমনসংবাদ দিল । উভয় পক্ষের বিমান আকাশে কিয়ং কাল ভ্রমণ করিয়া ফিরিয়া গেল। রাজা শিশেরা, সেনাপতি ও প্রধান সেনা-নায়কগ বিচার করিতে লাগিলেন যুদ্ধ সেই স্থানে হওয়া উচিৎ অথবা শিবির ভঙ্গ কয়িরা অগ্রসর হইরা যুদ্ধ করা কর্তব্য শক্ৰ তাহাদিগকে আক্রমণ করিবে, না তাহার শত্রুৰে আক্রমণ করিবেন ? শক্ৰ যদি কোন বড় রাজা হইতেন । সৈন্ত র্তাহার হইত তাহা হইলে সমকক্ষ বিবেচনা করিত্বে পারা যায়, এ কিন্তু যুদ্ধের স্বত্রপাত বিদ্রোহ মাত্র। আরা রাজার সহোদর না হইলেও ভ্রাতা, এক পিতায় সন্তান স্বতরাং আরাদ রাজদ্রোহী। তাহার প্রধান সহায় একজন मश । किरु *ळ ८षहे झडेक ठांशं८क ठांऋिणा कब्र निरर्विां८५ग्न कांछ । *छ ब्रांजप्मांशै श्छेक, मश इडेक তাহাকে পরাজয় করা যুদ্ধের উদ্দেশু এবং তাঁহাকে বলবাম বিবেচনা করা বুদ্ধির পরিচায়ক। রাজা শিশের ও সেনাপীি সেই হিসাবে তাহাদের কৰ্ত্তব্য বিবেচনা করিতে লাগিলেন এখন যে-স্থানে শিবির যুদ্ধের পক্ষে তাঁহা অতি উত্তম স্থা