পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ماہِ*بینجا بجیانہ حمد حجۃ বলিয়া, ভানুমতীর কাছে যাইয়াও সে বেশীক্ষণ বলে নাই। " যাইবার ইচ্ছাই তার ছিল না। কিন্তু মা ডাকিয়া পাঠানোতে একবার গিয়া তাঁহাকে হাজিরা দিয়া আসিতে इहेण । ভানুমতী বলিলেন, "ওরে, ভবানীর দেশে খবর দেওয়া হয়েছিল, না ? তার এক ভাইপো চিঠি লিখেছে। অনেক ছঃখটুঃখ করে, শ্রাদ্ধের জন্যে টাকা চেয়ে পাঠিয়েছে। কি দেওয়া যায় ?” স্থবীর হাসিবার চেষ্টা করিয়া বলিল, “যা তোমার খুসি, ম। আমাকে জিগ্‌গেস ক’রে কি লাভ ? পাঠাতে ব’লে দাও দুচার শ’। ভবানীর আত্মার শাস্তি একান্ত দরকার। বেঁচে থাকৃতে বেচারীর যে পরিমাণ অশান্তি ছিল, মরবার পরেও যদি তাই থেকে যায়, তাহ’লে খুবই শোচনীয় অবস্থা বলতে হবুে। তার তবু একটা উপায় আছে এখন। আমাদের যে ছাই এখন শ্রাদ্ধ করলেও কোনো উপকার হবে না ।” _ ভানুমতীর চোখে জল আসিয়া পড়িল । তিনি বলিলেন, “ছিঃ বাবা, ওকি বলছিস্ ? মায়ের সাম্নে ও কথা মুখে আনিস্ না। তুই চিরজীবী হ’। শ্ৰাদ্ধ শত্রুর হোক। কিসের তোর দুঃখ ? আমি বেঁচে থাকৃতে তোর গায়ে আঁচড়টি লাগৃতে দেব না।” স্থবীর হাসিয়া সে ঘর হইতে বাহির হইয়া আসিল । হার রে স্নেহের অহঙ্কার! কতটুকু শক্তি তার ? অথচ কি প্রচণ্ড আগ্রহ আর বিশ্বাস তাহার ! বিকাল হইতেই সব চাকরবকিরকে সে বলিয়া রাখিল, একজন ছোক্রা বাবু বিশেষ প্রয়োজনে তাহার সঙ্গে দেখা করিতে আদিবে। তাহাকে যেন সোজা দোতলায় তাহার ष८ब्र णईब्राच्यांनां रुद्र । ছেলেটি আসিতে বিশেষ দেরি করিল না। চারটা বাজিয়া কয়েক মিনিট হইবামাত্রই সে আসিয়া উপস্থিত ইল। স্নবীর তাহাকে ভিতরে টানিয়া লইয়া, তাড়াতাড়ি রেজা বন্ধ করির দিল। চাকরকেও বলিয়া দিল पर्कंधानकcवन डांशप्क छांक ना इव । - ه: حسیه و ... পরস্থতিক । o - छुर्छा r" তাহার পর যুবকের দিকে ফিরিয়া বলিল, “এখন আপনার রিপোর্ট কি বলুন। কিছু খোজ পেলেন " " যুবক বলিল, “খোজ ত প্রায় সবই পাওয়া গেছে, এখন আর গোট তিনচার টেলিগ্রাম এধার ওধার ঝাড়লেই সব পরিষ্কার হয়ে যায়।” স্বধীর ব্যগ্র হইয়া বলিল, “তাই না কি ? কতদূর আপনি জেনেছেন তাই বলুন আগে। টেলিগ্রামের ব্যবস্থা তারপর করা যাবে।” যুবক পকেট হইতে ভবানীর চিঠির তাড়া, হিসাবের খাতা প্রভৃতি সব বাহির করিল। বলিল, “এগুলি ঘেঁটে যা বুঝলাম, সেই খ্ৰীষ্টান ধাত্ৰী মিসেস মিত্র, আপনার মায়ের প্রসবের কেস হয়ে যাবার পর, বেশীদিন আর কলকাতায় ছিলেন না। গিরিডিতে গিয়ে বাড়ী নিয়ে বাস করতে আরম্ভ করেন। তার ঠিকান এ খাতায় রয়েছে। মাসে তাকে একশ টাকা ক’রে পাঠানোর হিসাবও রয়েছে। আপনি বলছেন ভবানী বাড়ীর ঝি ছিল। এত টাকা কাউকে না জানিয়ে সে দিত কি ক’রে ?” সুবীর বলিল, “ঝি সে নামেই, কাৰ্য্যতঃ বাড়ীর কত্রী সেই ছিল। এক শ ছেড়ে এক হাজার টাকাও সে দিতে পাবৃত। গিরিডিতে তারা এখনও আছেন বলে মনে इग्न ?” * ছেলেটি বলিল, “না। মেয়েটির বছর পনেরো ষোলো বয়স পৰ্য্যস্ত খোজ পাওয়া যাচ্ছে। তারপর আর ঐ ঠিকানায় টাকাকড়ি পাঠানো হয়নি। এখন খোজ করতে হবে গিরিডিতে, সে মেয়ে আর সে লেডী ডাক্তার বেঁচে আছে কি না।” মুবীর বলিল, “তা বেশ । আপনার যদি ছুটি পাবার সম্ভাবনা থাকে, তা হ’লে ছুটি নিন। আমিও আপনার সঙ্গে যাব ।” - যুবক বলিল, “দেপি চেষ্টা করে। আমি যদি ছুটি নাও পাই, তাতেও দুঃখ নেই। কেস কিছুই শক্ত ময়, আপনি একলাই পারবেন। দরকার হয় ত ভাল লোকও আমি জোগাড় ক’রে দিতে পার্ব, আপনার সঙ্গে বাবার