পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f ২৮শ ভাগ, ১ম খণ্ড ૧૨૨ প্রবাসী-ভাদ্র, ১৩৩৫ ७ छां८ ईनिग्न বিশ্ববিদ্যালনের गभङ्गुण, दाँ ८८° । श्रृंख बैं झिल्ल उनि ७धकानिष्ठ श्ब्र। जे मि यिक्जन BBD BBBB BBBB BBBBB BBBS BB BBBB SDD BBBBB BBDDDD BBB লেবরেটরীর দরকারী যন্ত্রপাতি অধিকাংশ নিজেদের কারখানাতেই তৈয়ারী হয়। আমাদের দেশের মত ইহার বিদেশ হইতে যন্ত্রপাতি বেশী কেনে না। কামেরলিঙ, ওনেসের যন্ত্রপাতি তিনি নিজের দেশে, নিজেদের মিস্ত্রী দিয়াই তৈয়ার করাইয়াছিলেন। বিজ্ঞান শাস্ত্রে হল্যাণ্ডবাসিগণ অস্তুত কৃতিত্ব দেখাইয়াছে। এক পদার্থবিদ্যাতেই চার চার জন নোবেল বৃত্তিধারী হইয়াছে— লোরেজ, জিমান, ভ্যান ডের ভালয় এবং কামেরলিঙ, ওনেস । ইউট্রেকটু হইতে অশ্লো ( নরওয়ের রাজধানী ) রওনা হইলাম। পথে হামবুর্গে গাড়ী বাগাইতে হইল। বলিটিক সমুদ্রের উপকূলে সাসানিজ, বন্দরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কামরা সমেত সমস্ত ট্ৰেইনখানি জাহাজে তুলিয়া লওয়া হয় এবং পরদিন সুইডেনের ট্রেলিবর্গ বন্দরে নামাইয়া দেওয়া হয়। আরোহীরা মোটে জানিতেই পারে না, তাহার বাল্‌টিক সমুদ্রের মত একটা বড় সমুদ্র পার হইতেছে। অশ্লোতে সন্ধ্যাবেল পৌছিলাম, এবং সেই রাত্রি এক হোটেলে কাটাইয়া পরদিন অশ্লে হইতে ৪•• কিলোমিটার ( প্রায় ২৫• মাইল ) উত্তরে রিঙ্গৰু অভিমুখে যাত্রা করিলাম। ইহার পূৰ্ব্বেই আমি অশ্লো বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক ডাঃ ভেগার্ডকে লিথিয়াছিলাম যে, তিনি যেন দয়া করিয়া তাহার দলের সহিত আমার জন্যও বন্দোবস্ত করিয়া রাখেন। অধ্যাপক ভেগার্ড অত্যন্ত সৌজন্য প্রকাশ করিয়া স্বয়ং ষ্টেশনে আসিয়া আমাকে তাহার আস্তানায় লইয়া যান। ইহার একটি বৃহৎ গোলাবাড়ী, আপাতত হোটেলে পরিণত করা হইয়াছিল। এই স্থানে স্বৰ্য্যগ্রহণ পৰ্য্যবেক্ষণ মানসে সমাগত নরওয়ে ও সুইডেনের অন্ত বহুতর অধ্যাপকের সহিত আলাপ হইল। গ্রহণের পূর্বদিন ইহাদের সঙ্গে খুবই জামোদে কাটান গেল। ঐ দিন নরওয়ের প্রধানতম দৈনিক - পত্র আফটেন পোষ্ট্রের একজন প্রতিনিধি আমাদের দলের বিশেষ ভাবে আমার স্বতন্ত্র একটি পেলি-চিত্র অঙ্কিত করেন, এবং পরদিন ঐ দৈনিক সদস্ত ) কথাপ্রসঙ্গে বলেন, মহাত্মা গান্ধীকে শাস্তির নোবেল পুরস্কার দেওয়ার প্রস্তাব উঠিয়াছিল, কিন্তু কোনোও প্রবল শক্তির প্রতিকূলতায় তাহা কাধ্যে পরিণত করা যায় নাই। এইবারে আসল গ্রহণ সম্বন্ধে লিখিব। রিংগৰু একটি মনোরম উপত্যকায় অবস্থিত ক্ষুদ্র সহর। অধ্যাপক ভেগার্ড বলিলেন যে, এই উপত্যক নরওয়ে ইতিহাসে খুব প্রসিদ্ধ । এইস্থানের অক্ষমান ৬৭—সেইজন্ত বৎসরের এই সময়টতে দিন প্রায় ২২ ঘণ্টা ব্যাপী ছিল । গোধূলির জাগো এত উজ্জ্বল ছিল যে, মধ্যরাত্রেও অনায়াসে কাগজপত্র পড়া যাইত। রাত্রিটি অতি মনোরম ছিল । ভোর ৫ টায় খুব জোরে ঘণ্টা বাজাইয়া আমাদের ঘুম ভাঙ্গান হইল। উঠিয়া দেখিলাম যে স্থানীয় প্রায় সমস্ত লোকই আশে পাশের মাঠে সমবেত হইয়াছে। প্রত্যেকের হাতেই এক একখানা ভূষা মাখানে কাচ। অধ্যাপক ভেগার্ডের কার্য্য প্রণালীতে তেমন কিছু আড়ম্বর ছিল না। কারণ তিনি পেশাদার জ্যোতিষী নন এবং ইংরেজ ও মার্কিণ দলের ন্যায় তাহার অত বেণী শক্তিশালী যন্ত্রপাতিও ছিল না। আকাশ খুব পরিষ্কার ছিল, এখানে সেখানে দু-একটি শুভ্ৰ মেঘখণ্ড ছাড়া সমগুটাই উজ্জল মুনীল। আমি একটি ছোট দূরবীণ ( বাইনাকুলার.) এবং ভূষী মাখানে কাচ সহযোগে গ্রহণ পৰ্যবেক্ষণ করিলাম। নির্দিষ্ট সময়ে স্বর্ঘ্যের দক্ষিণ-পূর্ব কোণে চক্সের ছায়া দেখা গেল এবং ক্রমে ক্রমে উহা স্বৰ্য্যকে গ্রাস করিতে লাগিল। প্রায় দুই-তৃতীয়াংশ ঘণ্টা ধরিয়া । গ্রাস চলিল। শেষ কয় মিলিটের উত্তেজনাই যাস্তবিক সকলের চেয়ে বেশী। হুর্য্যের প্রায় সাতের-আট ভাগ " গ্রাস হইলে সমস্ত প্রকৃতির উপর অন্ধকার বেশ স্পষ্ট ঘনাইয়া আসিল । গ্রামের কুকুটগুলি ডাকিয়া উঠিল। পূৰ্ণগ্রাস কিন্তু এত হঠাৎ আদিল যে, আমরা প্রস্তুত হইয়া উঠিতে পারি নাই। সেকি দৃপ্ত কি অদ্ভুত ! কি মহিমাময় ! স্বর্ঘ্যের চারিপাশ হইতে হঠাৎ অতি উজ্জল শুভ্র রশ্মি- , সমূহ চতুর্দিকে বিকীর্ণ হইতেছে এবং তাছাদের অস্তস্থলে