পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূর্ণ স্বৰ্য্যগ্রহণের পথ-নির্দেশ ; ভবিষ্ণুৎ গ্রহণের পথগুলিও চিহ্নিত হইয়াছে, নেচার ১৮ জুন, ১৯২৭, পৃঃ ৭৬, সূর্য্যের নিকটেই চারিটি লাল অগ্নিময় শিখা প্রচণ্ড জ্যোতির সহিত জলিতেছে। এ দৃশু কখনও ভুলিবার নয়, কিন্তু দুর্ভাগ্য এই যে উহ! ক্ষণস্থায়ী ! আমি ভুষাঙ্কিত কাচখনি নামাইয়া রাখিয়া পেন্সিল দিয়া কাগজের উপর ঐ অগ্নিময় শিখাগুলির অবস্থান অঙ্কিত করিয়া লইতেছিলাম এমন সময়ে চন্দ্র আরও অগ্রসর হইয়া গেল এবং স্বর্যের যে-অংশ হইতে উহা সরিয়া গেল সেই অনাবৃত স্থান হইতে তীব্র আলো আসিয়া আমার চোথ ঝলসাইয়া দিল। আমি বাইনাকুলারটি নামাইয়া রাথিতে বাধ্য হইলাম। পুনরায় ঐ ভূষাঙ্কিত কাঁচটি চোখে লাগাইবার পূর্কেই গ্রহণঘটিত ঐ দৃপ্ত শেষ হইয়া গেল। এই ব্যাপার ৪২ সেকেও মাত্র ছিল, কিন্তু শুধু একটিবার ঐ অতুল দৃপ্ত দেখিবার জষ্ঠ আমি আবার জর্দ্ধপৃথিবী প্রদক্ষিণ করিতে প্রস্তুত জাছি যদি আমাকে কেহ বলিয়া দেয় যে, আমার শ্রম সার্থক হই-ব । - अशां★रू cडशॉर्ड, Corona ब cगोब्रकिन्नैौtछेब्र জুলার একটি আলোকচিত্র লইয়াছিলেন। উহা ৭২৭ পৃষ্ঠায় দেওয়া হইল। এই চিত্রে কিন্তু হুর্যের উজ্জল FF fo-tsfr Sté ( Prominences) AfT কিরীটের অপেক্ষাকৃত ক্ষীণ বঙ্কিমণ্ডলটির ছবি স্পষ্টতর করিয়া তুলিবার জন্ত আলোকচিত্রটি উঠাইবার সময়ে ক্যামেরাটিকে ইচ্ছা করিয়া একটু বেশীক্ষণ খোলা রাখা হইয়াছিল । অন্ত যে আলোকচিত্রটির ছবি দেওয়া হইল (৭২৯ পৃষ্ঠ) উল্কা ইংলণ্ডের অন্তঃপাতী গিগলসউইক সহরে তোলা হইয়াছিল। উহাতে উজ্জল অংশগুলি মুন্ধর উঠিয়াছে। ইংল্যাণ্ডের রাজজ্যোতিষীর সৌজন্তেই উহ দিতে পারিলাম । ছবি দেখিয়া যদি কেহ অনুমান করিয়া লইতে পারেন যে, উজ্জল শিখাগুলি গাঢ় লাল বর্ণে রঞ্জিত এবং কিরীটের রশ্মিগুলি চন্দ্ররশ্মির মত অত্যুজ্জল শুভ্র, তাহা হইলে মাদল দৃশুটির কতকটা উপলব্ধি হইতে পারে। সন্ধ্যার সময় আমরা শুনিয়া দুঃখিত হইলাম যে দুই দুষ্টটি বড় দল—একটি মার্কিণ, অধ্যাপক মিচেলের নেতৃত্বে, ই হারা আমাদের একশত মাইল দক্ষিণে ফ্যাগায়নেস নামকস্থানে আডড গাড়িয়াছিলেন এবং