পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՓ8 বর্তমানে স্বৰ্ধগ্রহণের সময় পৰ্যবেক্ষণের বৈজ্ঞানিক প্রয়োজনীয়তা ঢের বাড়িয়া গিয়াছে। ১৯১৫ খৃঃ অশ্বে Binstein čists fчјts witrifies wч (Тheory of Relativity) প্রকাশ করেন এবং গণনা করিয়া বলেন যে, আলোকরশ্মি যখন স্বৰ্য্যৰে অতিক্রম করিয়া আসে, তখন উহা ১৭৫- সেকেও বাকিয়া যাইবে। এই ভবিষ্যদ্বাণীর যাথার্থ পূর্ণস্বৰ্য্যগ্রহণের সময়ই নিরূপণ করা যাইতে পারে। কারণ তখন সুৰ্য্যের আলো এত কমিয়া যায়, যে, দিবাভাগেই স্কুধ্যের আশেপাশের উজ্জল তারা দৃশুমান হয়। সেই সময় যদি এই স্বৰ্য্যপার্শ্ববৰ্ত্তী তারকামণ্ডলের আলোকচিত্র লওয়া যায়, এবং যদি উছ অন্ত সময়ে গৃহীত ঐ তারকামণ্ডলেরই আলোকচিত্রের সহিত তুলনা করা যায়, তাহা হইলে আইনষ্টাইনের মতে স্বর্য্যের নিকটবর্তী তারকাগুলি প্রথমোক্ত আলোকচিত্রে । সুৰ্য্যের দিকে সরিয়া আসিয়াছে বলিয়া প্রতীয়মান হইবে । ১৯১৯ খৃষ্টাব্দে মহাযুদ্ধের অবসানে যে পূর্ণ গ্রহণ হয়, তাহ দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার মধ্যভাগ দিয়া চলিয়া যায়। এই উপলক্ষে অধ্যাপক এডিংটনের নেতৃত্বে ইংলণ্ডের রয়েল অ্যাষ্ট্রোনোমিকাল সোসাইটি পশ্চিম আফ্রিকার সোব্রাল দ্বীপে এক গ্রহশাভিযান প্রেরণ করেন। তাহাদের পর্য্যবেক্ষণের ফলে আইনষ্টাইনের উক্তির যথার্থতা প্রমাণিত হইরাছে। ১৯২০ অন্ধে বর্তমান লেখক কর্তৃক তাপপ্রভাবে পরমাণুর বিদ্যুৎকণার বিভাজন' সম্বন্ধীয় থিওরী প্রকাশিত s# ( Thermal Ionisation of Elements ) I cề থিওরীতে স্বর্ঘ্যের ও স্বৰ্য্যের বর্ণমণ্ডলের বর্ণচ্ছত্র সম্বন্ধীয় সমস্ত সমস্তার সমাধান করা হইয়াছে। এই তত্ত্ব আবিষ্কারের ফলে স্বৰ্য্যগ্রহণ পৰ্য্যবেক্ষণের কার্য্যতালিকাতে আরও নুতন নূতন আয়োজন ও বিধিব্যবস্থা যোগ করিতে হইয়াছে। বর্তমানে স্বৰ্য্যগ্রহণের সময় জ্যোতিধিগণের কার্য্যতালিকা কিরূপ হইয়া থাকে তদ্বিধয়ে ১৯২৭ অব্দে ২১শে মে’র টাইমস পত্রিক হইতে উদ্ধৃত করা যাইতেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হেলি মেমোরিয়ল বক্তৃতা এড় মাও হেলি নিউটনের সমসামরিক ও সহকৰ্ম্মী हिंtणन ! डिनि श्रृं८ब्र ब्रांछरजTांडिबैौe इहेब्रांहिरणन । প্রবাসী—ভাদে, ১৩৩৫ AMMAeAMAMMAAA SAAAAA AAAASAAAAMAMMAMMMMA AeMM MMS [ ২৮শ ভাগ, ১ম খণ্ড AMA AMMAMAMMAMAMMAMSAMMAAAA হেলিই প্রথমতঃ তাহার নামে পরিচিত বিখ্যাত ধূমকেতু আবিষ্কার করেন, এবং নিউটনের আবিষ্কৃত মাধ্যাকর্ষণের निग्रयांदणशtन शंभंनी कब्रिग्ना हिब्र कtब्रन cव, ७ऐ ধূমকেতু ৭৫ বৎসর পর-পর দৃপ্তমান হইবে। অনেকের স্মরণ থাকিতে পারে যে, ১৯০৯-১০ খৃঃ অম্বে এই ধূমকেতু প্রায় ২ মাস যাবৎ আকাশে দৃশুমান ছিল। হেলির স্মরণার্থ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি ফাও, আছে এবং প্রতিবৎসর জ্যোত্যি সম্বন্ধে বক্তৃতা দেওয়ার জন্ত বড় বড় জ্যোতিষিগণকে আহবান করা যায়। গত বৎসর বক্তৃতা দেন গ্রীনউইচ মান-মন্দিরের জ্যোতিষী F. J. M, stration। বিষয় ছিল—“বর্তমান কালে পুর্ণগ্রহণের সময় কি কি বিষয়ের সমস্যার সমাধান হইতে পারে” । “বিগত সহস্রবৎসরের মধ্যে একবার মাত্র ১৭১৫ খৃঃ জন্ধে অক্সফোর্ড পূর্ণস্বৰ্য্যগ্রহণ দর্শনের সৌভাগ্যলাভ করিয়াছিল। এই উপলক্ষে বিখ্যাত জ্যোতিষী হেলি অক্সফোর্ডের নিকটবর্তী স্থান হইতে স্বৰ্য্যগ্রহণ পর্য্যবেক্ষণ করেন। হেগ তাহার রিপোর্ট লিখিয়া গিয়াছেন যে, পূৰ্ণগ্রাসের সময় স্বৰ্য্য লুপ্ত হইলে তাহার মনে ভীতির উদ্রেক হইয়াছিল, এবং সৰ্ব্বজাতীয় পশুপক্ষী ও জীবজন্তুর মধ্যে ও ভাতিজনিত চাঞ্চল্য লক্ষিত হইয়াছিল । এই গ্রহণের কাল ঠিকমত পৰ্য্যবেক্ষণ করিয়া তিনি প্রমাণ করেন যে, তাছার পুৰ্ব্ববৰ্ত্তী জ্যোতিষীরা চঞ্জ ও স্বর্ঘ্যের গতিসম্বন্ধে পৰ্য্যবেক্ষণ করিয়া যে-সমস্ত গণনাতালিক। সংগ্ৰহ করিয়াছিলেন, তন্মধ্যে অনেক, ভুলপ্রমাদ রহিয়! : গিয়াছে। তিনি এই সমস্ত ভুল সংশোধন করেন। ১৮৬০ খৃঃ অদ হইতে বর্ণচ্ছত্রবিশ্লেষণ প্রক্রিয়ার অবিকারের ফলে গ্রহণকালীন পর্যবেক্ষণের কার্য্যতালিকা ঢের বাড়িয়া গিয়াছে। স্বর্ষ্যের চতুর্দিক বেষ্টন করিয়া যে কিরীটমণ্ডল (Corona ) আছে, শুধু পূৰ্ণগ্রহণের সময়ই তাহা দৃগুমান হয়। এই কিরীটমণ্ডলের সমস্তাগুলির সমাধান গ্রহণকালীন পৰ্য্যবেক্ষণের এক মুখ্য উদ্দেশু। কিরীটমণ্ডলের বর্ণচ্ছত্রে অনেক নূতন ধর্ণরেখা পাওয়া । গিয়াছে। পৃথিবীতে জ্ঞাত কোনও মূলপদার্থের বর্ণরেখার সহিত ভাহাদের মিল এখন পৰ্য্যন্ত প্রমাণিত হয় নাই। কিছুকাল পূৰ্ব্বে ডাঃ নিকলসন এই মতবাদ প্রচার করেন।