পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS --তা হয় না, বিরাজ। তোমার টাকা আমি সেৰ না । -८कन ?-दिब्रांप्जग्न भूश बैंथांग्न इहेब्र उँठिंब्राहिण । 一可11 স্থিরদৃষ্টিতে বিরাজ তাহার মুখের পানে চাহিয়া রহিল। প্রকাশ কছিল,-বিরাজ, জগতের সকলকে ঠকাতে পারি, কিন্তু তোমায় পারবো না । তুমি আমার মাপ কর । কিছু না বলিয়" বিরাজ টাকা কয়টি তুলিয়া লইল । নিদারুণ বেদনায় তাহার অন্তর বিদীর্ণ হইবার উপক্রম করিতেছিল। তাহারা হোটেলে আসিয়া পৌঁছিয়ছিল। কোন মতে প্রকাশের জন্ত একটি জায়গা প্রস্তুত করিয়া নিজের ছোট ঘরখানির ভিতর আসিয়া বিরাজ মেজের উপর আছড়িয়া পড়িল । একট। গষ্ঠীর ধিক্কার উঠিয়া তাহার বুকখানা যেন পান খান করিয়া ভাঙ্গিতে লাগিল। একি অবিমূৰ্য্যকারিতার কাজ করিয়া বসিয়াছে সে আজ ? তাছার উচ্চ খল জীবনের উপার্জন লষ্টয়া কিরূপে সে আজ প্রকাশের হাতে তুলিয়া দিতে সাংস করিল ? সমীচীন সীমা অতিক্রম করিয়া সে যাহা নিবেদন করিয়াছে, প্রকাশ তাহা গ্রহণ করিল কৈ ? এই একটি আঘাত চোক রাঙ্গাইয়া এখন যেন তাহাকে আপন নির্দিষ্ট স্থানটিতে আনিয়া বসাইয়া দিল । —বিরাজ ! আহারাস্তে প্রকাশ দরজার সম্মুখে আসিয়া দাড়াইয়৷ ছিল। তাহাকে মেজের উপর এমন লুষ্ঠিত দেখিয়া অতিমাত্র বিস্ময়ে তাহার চোথ দুটি ভরিয়া উঠিল। সে কহিল,— ওকি বিরাজ ? কি হয়েচে ? -किहू नम्र । প্রকাশ ধীরে ধীৰে আসিয়া তাঙ্কার পাশ্বে দাড়াইয়। বলিল । —টাকা দাও । আমি নেব । বিরাজ চমকিয়া উঠিল,—ন না, ও টাকা আমি তোমার দিতে পারব না। —কেন ? উচ্ছসিত ক্রমান বিরাজের কণ্ঠরোধ করিতেছিল। কম্পিতম্বরে সে কহিল,—টাকা নাওনি ভালই করেছ, বাবু। এখন বুঝেছি—আমার মস্ত দোষ হইয়াছিল। —কিলের দোষ ? —লে কথা জামি তোমার বলতে পারি না, বাৰু। ক্ষণকাল প্রকাশ শুদ্ধ হইয়া বসিয়া রছিল। তারপর একটি দীর্ঘনিশ্বাস ছাড়িয়া কহিল,—তোমার অপরাধ কি তা জানি না । কিন্তু এটুকু জেনে রেখ যে, সে অপরাধ ৰত বড়ই হোক তার চেয়ে ঢের বেশী অপরাধের বোঝা জার একজন ব’য়ে বেড়াচ্ছে। বিশ্বজি কি বুলি জানি না ; বিস্থিত দৃষ্টি প্রকাশের 8 الأبنيةعة بي ፃPo ' - * S S S AAAAA AAAA AAAA SAAAAA AAAASAAAAASAAAA را میدی মুখের পানে নিবদ্ধ করিয়া বিরাজ কৰিল,—সে কে, বাৰু? তুমি ? না না, এ ষ্ট’তেই পারে না। প্রকাশ হাপিল। বলিল,—এত সহজে কাউকে বিশ্বাস ক’রে বস না বিরাজ । —না বাবু। এমন কিছু দোষ তুমি করতে পার না । —শুনবে তবে ? 轉 —ন আমি কিছুষ্ট শুনতে চাই না। সে হবে না বিরাজ। অভবড় একটা ভুল বিশ্বাগ আমি তোমায় কখনো রাখতে দেব না । ব্যথিত করুণ কণ্ঠে কছিল,—আমি ত এসব কিছুই শুনতে চাই না বাবু—কন বলছ ? সকলেরই হয়ত এক একটি ভূল হয়ে গেছে। সে কথা বলে লাভ কি ? মুহূৰ্ত্তকাল প্রকাশ চিন্তা করিল। তারপর কহিল,-°সে কথা ঠিক, বিরাজ । জীবনে আমাদের সকলেরই হয়ত মস্ত ভুল হ’য়ে গেছে । হয়ত যতকাল বেঁচে জাছি, সেই ভুলের প্যাচের ভিতর আটকে থাকতে হবে । তাই বলি ভুলটাকে জীয়স্ত ক’রে চোখের সাম্নে ধ’রে রেখে ফল কি ? জার এই ভুলের জন্ত সব সময়ই কি আমরা দায়ী ? হঠাৎ দরজা দিয়া লম্বী ছায়া ঘরের ভিতর বিস্তৃত হইয়া পড়াতে, উভয়ে চমকিয়া ফিরিয়া চাহিল। দেখিল, ছুই হাতে চৌকাঠ দুটি ধরিয়া দরজার উপর যাচনদার রাষ্ট্র ঘোষ দাড়াইয়া । দুটাে পান খুজতে এসেছিলাম। তা—হম—যাচ্ছি। তাহার চোকে মুখে কৌতুক ও শ্লেষ্ট ঠিকরিয়া বাহির হইতেছিল। সে চলিয়া গেল । কিছুকাল দুজনে চুপ করিয়া বসিয়া রছিল। অকস্মাৎ এক্ট লোকটির আবির্ভাবে তাঁহাদের চিস্তার স্বত্রগুলি জট পাকাষ্টয়া গিয়াছিল । বিরাজ উঠিয় দাড়াইল । —কোথা যাচ্চ ? —ষাই ঢের কাজ আছে। বলিয়া বিরাজ বাহির হইয়া গেল । AM ( >e ) কিছুদিন প্রকাশ স্বরবালার কাছে আসিতে সাহল করিল না। নিশাচর পক্ষী যেমন গাছের অন্ধকারে শাখাপল্লব মধ্যে নিঃশব্দে চোক মুদিয়া থাকে, তেমনি গা ঢাকা দিয়া অতি সস্তপণে সে জানাগোনা করিতে লাগিল । একটা অকারণ বিভীষিকা তাহাকে যেন অতিষ্ঠ করির তুলিতেছিল। সে বুলি না, কেন এমন লুকোচুরি, কের সে আজ মুরবালার কাছে জাপন অপরাধ স্বীকার ক্ষয়িতে পারিতেছে না, কেন লে যুক্তকণ্ঠে লিঙে পাধিতেছে