পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জল সংখ্যা । আপন-পর ዋom बैौक्र कहिण,-नि जांtठक । cठांभांब्र श्व७ब्र ৮জনাথকে সঙ্গে নিয়ে ফিরতে ব'লে দিয়েচেন । সে চলিয়া গেলে প্রকাশ ঘরে ঢুকিয়া দেখিল, ভাইবোনে কথাৰাওঁ চলিতেছে। আজ বহুদিন পর মুরবালা প্রাণ খুলিয়া হালিয়া কথা কছিল । যথা সময়ে স্নান করিয়া প্রকাশ চন্দ্রনাথকে হোটেলে লইছা চলিল। পথে চন্দ্রনাথ কহিল,—জামাইবাৰু, দাদা ৰাষ্ট্ৰী এসেছিল। -८क ! हेठद्रनाथं ? —ইt, জামাইবাবু । পুলিস তাকে আবাব ধ’রে নিয়ে গেছে । প্রকাশ ক্ষণকাল চুপ করিয়া রহিল। তারপর কহিল,— এ কথা তোর দিদির কাছে বলিস নি ত ? - —সেই ভাল। ও কথা তাকে জানিয়ে কাজ নেই। মনে কষ্ট পাবে। তাহারা হোটেলে জাসিয়া পৌছিল । চন্দ্রনাথকে দেখিয়া বিরাজ জিজ্ঞাসা করিল,—এ ছেলেটি কে, বাৰু? প্রকাশ কহিল—আমার শাল । বিরাজ বলিল,-ওমা তাও ত বটে। মুখখানি ঠিক দিদির মত । চন্দ্রনাথের প্রতি চাহিয়। সে জিজ্ঞাসা করিল,—কখনো বিদেশে বেরোও নি বুঝি ? ভাহ’লে ত তোমার তারি কষ্ট হবে হোটেলে খেতে । প্রকাশ কহিল,—ন । কষ্ট আর কি ? --কষ্ট নয় ? বল কি, বাৰু? প্রথম প্রথম তোমারই কি কষ্ট কম হ’ত ? একটু বয বাবু, আমি এখনি জাসচি । বলিয়া বিরাজ বাহিরে চলিয়া গেল, এবং দোকান হইতে মাথন ও দধি কিনিয়া ফিরিয়া আসিল । →এতেই ওর বেশ খাওয়া হবে,—এই বলিয়া প্রকাশ পকেট হইতে কয়েক জানা পয়সা বাfহয় করিয়া হাত बांछहेिब्रा शब्रिण । বিরাজ হাসিয়া কহিল,—তাড়াতাড়ি কিসের, বাৰু ? এখন রাখ—দেখ ছ না, আমার হাত জোড়া ?. প্রকাশ আর কিছু বলিল না, পয়সী ক’টি পকেটে ब्रॉशिंग्र! निज । সন্ধ্যাকালে আপিস হইতে ফিরিয়া জামা কাপড় ছাড়িতে ছাড়িতে প্রকাশ কহিল,-চন্দ্র, কাল যাদুঘর জার চিড়িয়াখান দেখতে যাৰি ? চজনাথ মুরবালার দিকে জিজ্ঞাস্থনেত্রে চাহিল খলিল, হ্যা দিদি, খাব ? 曦 জন্মবালা কছিল, যা না . --কিন্তু ভূমি এৰল খাৰূবে ষে ? , --छl cशक, श्रांशांच्च ८कjम क8 इप्य नl ॥ প্রকাশের দিকে ফিরিয়া চন্দ্রনাথ কছিল--তোমা। সঙ্গে যেতে হবে কিন্তু মুখুয্যে মশায়। হাসিয়া প্রকাশ কছিল,--ভোকে একলা দেখে আসতে কে বলেছে। কাল আমার ছুটি আছে, আমি তোকে দেখিয়ে নিয়ে আসবে। পরদিন আহারাদির পর সে চঞ্জনাথকে লইয়া ৰাছিয় হইল। সারাদিন তাহার নানা স্থান দেখিয়া বেড়াইল । যাদুঘর, চৌরঙ্গির দোকান, গড়ের মাঠ, হগ সাহেবের বাজার প্রভৃতি ঘুরিয়া শেষে ভাস্থার ট্রামে চড়িয়া চিড়িয়াথানা দেখিয়া আসিল । চন্দ্রনাথ যাহা দেখিতেছিল, তাহাতেই অবাক । এত দেখিবার জিনিসও এখানে ञां८छ् ! ফিরিয়া আসিয়৷ চন্দ্রনাথের মুখ খুলিয়া গেল। সে উচ্ছসিত কণ্ঠে সুরবালার কাছে স্থানগুলির বর্ণনা আরম্ভ করিয়া দিল । ও দিদি, কি চমৎকার দোকান সব, কেমন সাজসজ্জা ; গড়ের মাঠে মাটির নীচে না কি কেল্লার দালান। আচ্ছা দিদি, অমন প্রকাও পাথরের মুক্তিগুলি কি ক’রে সোজা ক’রে বসিয়েচে ?--তারপর সে যাদুঘর ও চিড়িয়াখানার বিবরণ এক নিঃশ্বাসে বলিয়া ফেলিল । এই বালকের বিস্ময়-মিশ্রিত হর্ষোচ্ছাস প্রকাশ ও স্বরবাল পরমস্তৃপ্তির সহিত উপভোগ করিতে লাগিল। ইহাদের ভিতরকার ব্যবধান এখন আর তত জটিল, তত দুল্লঙ্ঘ্যও রহিল না চন্দ্রনাথকে উপলক্ষ্য করিয়া অবাধে তাহাদের কথাবাৰ্ত্ত চলিতে লাগিল । মৃববাল কহিল,— ওগো, চন্দ্রকে একবার পরেশনাথের মন্দির দেখিয়ে এনে প্রকাশ কহিল,—জানৰে বৈ কি। কবে বাবি চন্দ্র ? চন্দ্ৰ কহিল,—তোমার যে দিন ছুটি হবে। —আমার আর শিগগির ছুটি নেই, ভাই স্বরবাল কছিল,-কাল যদি একটু সকাল সকাল আপিস থেকে ফিরে আস তাহ’লে সন্ধ্যা বেলা ওকে নিয়ে যেতে পারবে । প্রকাশ কহিল,-বেশ, তাই হবে। দেখিতে দেখিতে কয়েক দিন কাটিয়া গেল। চন্দ্রনাথের যাইবার দিন নিকটে আসিয়া পড়িলে এক দিন সে প্রকাশকে বলিল, মুখুয্যে মশায়, দিদিকে আমাদের সঙ্গে দেশে পাঠাবে ? প্রকাশ গম্ভীব হইয়া গেল, জিজ্ঞাসা করিল,-একথা জিজ্ঞেস করতে কে ভোকে ব’লে দিয়েচে চন্দ্র ? তোর निलेि ? চন্দ্রনাথ ঘাড় ছেট করিয়া দাড়াইয়া ব্লছিল প্রকাশ তৎক্ষণাৎ ঘরে জালিখা মুয়বালাকে ৰলিল,